যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসার ইউনিয়নের বর্ণী দক্ষিণপাড়া গ্রামে মায়ের উপর অভিমান করে প্রবাসীর ১৬ বছরের যুবক সন্তানের আত্মহত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২০মার্চ) সকাল অনুমানিক ৮টার দিকে নিজ ঘরের আড়ার সাথে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মো. জিহাদ (১৬)। সে ঐ এলাকার প্রবাসী ফারুক হোসেনের মেঝো ছেলে।
নিহতের ফুফু সাবানা বলেন, প্রবাসী ফারুক হোসেনের বাড়িতে রাজমিস্ত্রীরা কাজ করতে এসে দেখে ইটের খোয়া কম পরে আছে। এই জন্য রাজমিস্ত্রীরা প্রবাসীর স্ত্রীকে খোয়া লাগবে বললে। প্রবাসীর স্ত্রী তার ১৬ বছরের যুবক সন্তানকে ইটের খোয়া ভাঙ্গতে বললে। জিহাদ মায়ের সাথে কথা কাটাকাটি করে পরবে না বলে নিজ ঘরের মধ্যে যেয়ে খাটের উপর শুয়ে পড়ে। তার কিছুক্ষণ পরে তার মা ঘরে এসে দেখে তাদের আদরের সন্তান তার উপর অভিমান করে ঘরের আড়ার সাথে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তখন অসহায় মায়ের আহাজারিতে স্থানীয় লোকজন জিহাদকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তখন কর্তব্যরত ডাক্তার তাকে পরিক্ষানিরিক্ষা করে মৃত ঘোষণা করেন।
থানার অফিসার ইনচার্জ মো. বাবলুর রহমান খান বলেন, মায়ের উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। লাশ ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।