ই-পেপার রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

সীমান্তে বিএসএফের আর কোনও আগ্রাসন বরদাশত করা হবে না

আমার বার্তা অনলাইন:
০৬ জুলাই ২০২৫, ১৯:৪৪
পথসভায় বক্তব্য দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘সীমান্তে বিএসএফের আর কোনও আগ্রাসন বরদাশত করা হবে না।’

রোববার (০৬ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের সামনে এক পথসভায় তিনি এই মন্তব্য করেন। শহরের জুলাই আন্দোলনস্থল শান্তি মোড় থেকে বের হওয়া জুলাই পদযাত্রা শেষে এ পথসভার আয়োজন করা হয়।

এ সময় নাহিদ ইসলাম বলেন, ‘বিএসএফ সীমান্তে অনেক বাহাদুরি দেখিয়েছে, হামলা চালিয়েছে, গ্রেনেড নিক্ষেপ করেছে। এসব এখন আর সহ্য করা হবে না। যদি সীমান্তে আবারও আগ্রাসন হয়, তাহলে আমরা লংমার্চ করবো, নিজেদের সীমান্ত নিজেদেরই রক্ষা করতে হবে।’

তিনি বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জ আমাদের সীমান্ত প্রতিরোধের প্রতীক। কৃষকের কাস্তে হাতে প্রতিরোধ গড়ে তোলার যে ইতিহাস, তা এ জেলার নামের সঙ্গে জড়িয়ে আছে।’

এনসিপির এই নেতা আরও বলেন, ‘গণ-অভ্যুত্থানের পর আমরা একটি নতুন বাংলাদেশ চেয়েছি। আমরা রাষ্ট্রে মৌলিক সংস্কার, গণহত্যাকারীদের বিচার এবং জুলাই সনদের বাস্তবায়ন দাবি করেছি।’

এনসিপির চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রধান সমন্বয়ক ওলিউল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন– কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন। এ সময় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারি, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে, রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সদরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন। দলের ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’য় অংশ নিয়ে নাহিদ বলেন, ‘আমরা দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরু করেছি। জুলাই গণঅভ্যুত্থানে যে স্বপ্ন ও সাহস নিয়ে আমরা-আপনরারা রাজপথে নেমেছিলাম; এখন জনগণকে, দেশকে, সরকারকে বার্তা দিতে হবে আমরা এখনও রাজপথে আছি। বিপ্লবীরা ঘুমায় নাই, বিপ্লবীরা ঘুমাবে না।’

তিনি বলেন, ‘আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি। জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ এবং বৈষম্যহীন বাংলাদেশের জন্য আমাদের এই যাত্রা। আমরা ৬৪ জেলায় যাচ্ছি।’

সরকার পতনের আন্দোলনে গোদাগাড়ীতে গড়ে ওঠা আন্দোলনের প্রশংসা করে এনসিপির এই নেতা বলেন, ‘জুলাই গণঅভুত্থানে আপনারা গোদাগাড়ীতে ৫ আগস্ট অসীম সাহসিকতার সঙ্গে পুলিশের বুলেটের মুখে দাঁড়িয়ে আন্দোলন করেছেন। এখানে গুলিবিদ্ধ হয়েছিল। এই লড়াইয়ের কারণে বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। গোদাগাড়ীবাসীর এই সাহসী ভূমিকা পুরো বাংলাদেশকে অনুপ্রাণিত করেছে। আমরা অনুপ্রাণিত হয়েছি, যখন শুনেছি দেশের জন্য একটা উপজেলায় এ রকম সাহসিকতার সঙ্গে আপনারা লড়াই করেছেন।’

অন্যদিকে, নির্ধারিত সময়ের আড়াই ঘণ্টা বিলম্বে রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) 'দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু হয়েছে। রবিবার (৬ জুলাই) বিকাল ৬টায় নগরীর রেলগেট এলাকা থেকে এই পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি রাজশাহী নগরীর রেলগেট থেকে-নিউমার্কেট-রানীবাজার-সাগরপাড়া-আলুপট্টি-সাহেববাজার-রাজশাহী কলেজ-সিটি কলেজ-বাটার মোড়, রয়েলরাজ-গনকপাড়া হয়ে রাজশাহী জিরোপয়েন্টে পৌঁছে পথসভার মধ্যে দিয়ে শেষ হয়।

আমার বার্তা/এমই

চট্টগ্রামে সড়ক উন্নয়ন, যানজট ও চাঁদাবাজির প্রতিবাদে মতবিনিময় সভা

বন্দর-ইপিজেড-পতেঙ্গা এলাকায় চলমান জনদুর্ভোগ ও যানজট নিরসনে আগামী ২৪ জুলাই বিশাল মানববন্ধনের ঘোষণা দিয়েছেন এলাকাবাসী।

বোরকা পরে এসে যুবদল কর্মীকে স্ত্রী-কন্যার সামনে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে স্বজনকে চিরবিদায় দিয়ে ফেরার পথে স্ত্রী-কন্যার সামনে মো. সেলিম (৪৫) নামের এক যুবদলকর্মীকে

আমাদের এবারের আন্দোলন নতুন বাংলাদেশ গঠনের: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ২০২৪ সালে আমরা আন্দোলন করেছিলাম, গণঅভ্যুত্থান করেছিলাম

যশোরে ২৩টি স্বর্ণেরবারসহ ২ চোরাকারবারি আটক

যশোরে তিন কেজি ১০০ গ্রাম ওজনের ২৩টি স্বর্ণের বারসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবি দর্শন এলামনাই এসোসিয়েশনের সভাপতি মঞ্জুর,সম্পাদক রাসেল

চট্টগ্রামে সড়ক উন্নয়ন, যানজট ও চাঁদাবাজির প্রতিবাদে মতবিনিময় সভা

ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার

ঢাকার সঙ্গে সম্পর্ককে বাণিজ্যের চোখে দেখে ওয়াশিংটন: কুগেলম্যান

বোরকা পরে এসে যুবদল কর্মীকে স্ত্রী-কন্যার সামনে গুলি করে হত্যা

দেশ ইতিহাসে সবচেয়ে বড় ‘রাজনৈতিক মব’ হয়েছিল ২০১৩ সালে

হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ

সীমান্তে বিএসএফের আর কোনও আগ্রাসন বরদাশত করা হবে না

ঐকমত্য নয় অচলাবস্থা তৈরি করছে নতুন নতুন প্রস্তাব: ফখরুল

স্বাধীনতা এবং আন্তঃনির্ভরতা : মরক্কো ও আমেরিকার অটুট বন্ধুত্ব

ঢাকায় আলজেরিয়ার ৬৩তম স্বাধীনতা দিবস উদযাপিত

সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে বাংলাদেশ ব্যাংক

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন জরুরি: মুজিবুর রহমান

কাঁচা পাট ও পাটপণ্য রপ্তানিতে বহাল থাকবে আগের মাশুলই

যুক্তরাষ্ট্রের ‌‌‌‌‌‌‌‌সঙ্গে ‌‌‌‌‌‌‌‌বাণিজ্যে ‘সহজে আপস’ করবে না জাপান

বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের সোনা কেনা বেড়েছে

রিটার্ন জমা দেয়ায় যেসব খাতে মিলবে করছাড়

পিআর নিয়ে ঐকমত্য কমিশনে আনুষ্ঠানিক আলোচনা শুরুই হয়নি

বাংলাদেশে কোনো ধরনের জঙ্গিবাদ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

আশুরা উপলক্ষে রিহ্যাবের আলোচনা সভা