সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন এবং বাজার মনিটরিং ও অবৈধ মাটি কাটা রোধে সাহসী ভূমিকা রাখায় চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং দোহাজারী পৌরসভার প্রশাসক ডিপ্লোমেসি চাকমাকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে চন্দনাইশ প্রেস ক্লাব।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে দোহাজারী পৌরসভা হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুলের সভাপতিত্বে এবং চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিদায়ী সংবর্ধিত অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমার কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন বক্তারা।
বক্তারা বলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে, বাজার মনিটরিং, অবৈধভাবে পাহাড় ও কৃষি জমির মাটি কাটা রোধসহ সকল প্রকার অন্যায় ও অনিয়ম বন্ধে তার দুঃসাহসিক ও প্রশংসনীয় ভূমিকার জন্য তারা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চন্দনাইশ প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম ফয়েজুর রহমান, কার্যনির্বাহী সদস্য ও দোহাজারী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আজগর আলী সেলিম, সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল আলম, সহ-সাধারণ সম্পাদক মো. তৌফিক আলম চৌধুরী, সহ- সাংগঠনিক সম্পাদক মো. জয়নাল আবেদীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইয়াছিন ইসলাম হৃদয়, সাহিত্য-সাংস্কৃতিক ও পাঠাগার সম্পাদক আবদুল্লাহ আল মামুন, দপ্তর সম্পাদক গৌতম কান্তি দাশ এবং সাধারণ সদস্য মোঃ লোকমান হাকিম প্রমুখ।
অনুষ্ঠানের শেষে চন্দনাইশ প্রেস ক্লাবের পক্ষ থেকে চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমাকে তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক প্রদান করা হয়।