হার্টে টিউমার ও ফুসফুসে পানি জমে মৃত্যুবরণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী আসমা আক্তার লিজা।
শুক্রবার (১৫ আগস্ট) সকালে রাজধানীর গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
লিজা ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি নাটোরে।
তার হলের এক শিক্ষার্থী জানান, তিনি গতকাল (বৃহস্পতিবার) দুপুরে হলে হঠাৎ অসুস্থ হয়ে যান। পরে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে তার হার্টে টিউমার ধরা পড়ে। পরে অন্য একটা মেডিকেলে নেওয়া করা হয়। সেখানে আজ তাকে মৃত ঘোষণা করা হয়।
আরেক শিক্ষার্থী জানান, তার হার্টে টিউমার আর ফুসফুসে নাকি পানি জমে ছিল। গতকাল অসুস্থ হওয়ার পর তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের প্রাধ্যক্ষ ড. আলেয়া বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।
আমার বার্তা/এমই