সুনামগঞ্জের দিরাইয়ে নৌকা থেকে পানিতে পড়ে দেড় বছরের শিশু নিখোঁজ রয়েছে। শনিবার বেলা ১১টার দিকে দিরাই পৌর এলাকার বাজার ব্রিজের ঘাটে চামটি নদীতে এই ঘটনা ঘটে।
শিশুটি দিরাই উপজেলার শাল্লার ভাটগাঁও গ্রামের রহিবুল ইসলাম।
জানা যায়, শিশুর মা মাসেদা আক্তার (৩০) ছোট সন্তান তানহাকে (দেড় বছর) কোলে নিয়ে সিলেট থেকে দিরাই এসে শাল্লাগামী নৌকায় উঠছিলেন তিনি। নৌকায় উঠার পর মা সন্তানকে পাউরুটি খাওয়াচ্ছিলেন। নৌকার জানালা ঘেষে শিশুটি বসা ছিল। রুটি খাওয়ানোর পর পানি খাওয়ানোর জন্য মাসেদা একটু দূরে সরতেই জানালা দিয়ে নদীতে পড়ে যায় তানহা। খবর পেয়ে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজিব সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ‘হৃদয় বিদারক ঘটনা, উদ্ধারে ডুবুরি দল কাজ করছে।’
দিরাই থানার ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক বললেন, পুলিশ ঘটনাস্থলে আছে। ডুবুরি দলও কাজ করছে। নদীতে স্রোত আছে। বিকাল সাড়ে তিনটা পর্যন্ত শিশুটিকে খোঁজে পাওয়া যায়নি।