ই-পেপার রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২

ঢালাও দরপতনে বিনিয়োগকারীদের মূলধন কমলো প্রায় ৮ হাজার কোটি টাকা

আমার বার্তা অনলাইন:
১১ অক্টোবর ২০২৫, ১২:১৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে (৫-৯ অক্টোবর) লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে চারদিনই বেশিরভাগ সিকিউরিটিজের দরপতন হয়েছে। এতে এক্সচেঞ্জটির সবগুলো সূচক ২ শতাংশের বেশি কমেছে। তবে ডিএসইর গড় লেনদেন বেড়েছে প্রায় ৬ শতাংশ। আর ডিএসইর বাজার মূলধন সপ্তাহের ব্যবধানে প্রায় ৮ হাজার কোটি টাকা কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছ, গত সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৬টি সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে মাত্র ৭৯টির। বিপরীতে কমেছে ২৯৮টির। আর ১৯টির দর অপরিবর্তিত রয়েছে।

এই বড় সংখ্যক শেয়ার ও ইউনিটে দরপতন হওয়ায় গত সপ্তাহে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ১৩২ পয়েন্ট বা ২ দশমিক ৪৪ শতাংশ কমেছে। সপ্তাহ শেষে সূচকটির অবস্থান দাঁড়িয়েছে ৫ হাজার ২৮৪ পয়েন্টে। আগের সপ্তাহ শেষে যা ছিল ৫ হাজার ৪১৬ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইর বাছাই করা ৩০ কোম্পানির শেয়ার নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৪৯ পয়েন্ট বা ২ দশমিক ৩৪ পয়েন্ট কমে ২ হাজার ৩৩ পয়েন্টে অবস্থান নিয়েছে। আগের সপ্তাহ শেষে যা ছিল ২ হাজার ৮২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস সপ্তাহের ব্যবধানে ৩৮ পয়েন্ট বা ৩ দশমিক ২২ শতাংশ কমে ১ হাজার ১৩৪ পয়েন্টে অবস্থান নিয়েছে। আগের সপ্তাহ শেষে সূচকটির অবস্থান ছিল ১ হাজার ১৭২ পয়েন্টে।

আলোচিত সপ্তাহে দৈনিক গড় লেনদেন হয়েছে ৬৫৭ কোটি ১৩ লাখ টাকা। আগের সপ্তাহে এই লেনদেন হয়েছিল ৬২০ কোটি ১১ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইর গড় লেনদেন বেড়েছে ৩৭ কোটি ২০ লাখ টাকা বা ৫ দশমিক ৯৭ শতাংশ।

আলোচিত সপ্তাহে ডিএসইর সার্বিক লেনদেন আগের সপ্তাহের তুলনায় ১ হাজার ৪২৫ কোটি ৩২ লাখ টাকা বেড়েছে। এই সপ্তাহে এক্সচেঞ্জটিতে পাঁচ কার্যদিবস লেনদেন হলেও আগের সপ্তাহে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দুই কার্যদিবস কম লেনদেন হয়েছিল। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩ হাজার ২৮৫ কোটি ৬৪ লাখ টাকা। আগের সপ্তাহের তিন কার্যদিবসে যা হয়েছিল ১ হাজার ৮৬০ কোটি ৩২ লাখ টাকা।

তবে সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ৭ হাজার ৯৩৬ কোটি ৩৯ লাখ টাকা। গত বৃহস্পতিবার শেষে যা কমে দাঁড়িয়েছে ৭ লাখ ১৭ হাজার ১২৬ কোটি ৭৮ লাখ টাকা। আগের সপ্তাহ শেষে ডিএসইর বাজার মূলধন ছিল ৭ লাখ ২৫ হাজার ৬৩ কোটি ১৭ লাখ টাকা।

এদিকে সপ্তাহের ব্যবধানে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবগুলো মূল্যসূচক কমে যাওয়ার পাশাপাশি লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ সিকিউরিটিজের দর কমেছে। তবে এক্সচেঞ্জটির লেনদেনের পরিমাণও কিছুটা বেড়েছে। সিএসইর প্রধান সূচক সিএএসপিআই প্রায় ১ শতাংশ কমে ১৪ হাজার ৯৪৮ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ১ শতাংশ কমে ৯ হাজার ১৮৮ পয়েন্টে অবস্থান নিয়েছে।

সিএসইতে গত সপ্তাহে ৩২১টি সিকিউরিটিজের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০২টি, কমেছে ১৯৭টি এবং অপরিবর্তিত রয়েছে ২২টির দর।

এক্সচেঞ্জটিতে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে লেনদেন হয়েছে ৪২ কোটি টাকার শেয়ার ও ইউনিট। আগের সপ্তাহের তিনি কার্যদিবসেও লেনদেন হয়েছিল ৪২ কোটি টাকা টাকা।

আমার বার্তা/এল/এমই

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার কবলে বাংলাদেশমুখী এলপিজির জাহাজ

ইরানের পেট্রোলিয়াম ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) রপ্তানিতে সহায়তা করার অভিযোগে ৫০টিরও বেশি প্রতিষ্ঠান, ব্যক্তি

হালাল শিল্পের উন্নয়নে সমন্বিত ইকোসিস্টেম নিশ্চিত জরুরী: ঢাকা চেম্বার

বর্তমানে হালাল পণের বৈশ্বিক বাজার প্রায় ৩ ট্রিলিয়ন মার্কিন ডলারের হলেও বাংলাদেশের রপ্তানি ১ বিলিয়ন

বাজারে সবজির দাম চড়া, মাছ, মুরগি ও চালেও বাড়তি দাম

রাজধানীর মগবাজার এলাকার বাসিন্দা মাহমুদ হাসান বৃহস্পতিবার বাজারে গিয়ে এক কেজি করে বেগুন, করলা, চিচিঙ্গা

চলতি বছর এলপিজি দুর্ঘটনা ৫৮০টি: ফায়ার সার্ভিস ডিজি

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল বলেছেন, ২০২৫ সালের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের মানুষ বিশ্বাস করে না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে: আনিসুল ইসলাম

পরিবহন খাতের উন্নয়নে মালিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান

ফিলিস্তিনের স্বাধীনতাকামী যে ৬ নেতাকে মুক্তি দেবে না ইসরায়েল

উত্তরায় ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইয়াং লার্নার ইংলিশ সেন্টার উদ্বোধন

গবেষণার মাধ্যমে ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবনে কাজ করবো: ড. আনোয়ার হোসেন

বিশ্ব ডিম দিবস ২০২৫ উপলক্ষে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন

ভোলার মেঘনায় ৭০ লাখ টাকার সিমেন্ট নিয়ে জাহাজডুবি

গ্রেপ্তারি পরোয়ানায় ১৪ সেনা হেফাজতে, ১ জন পলাতক: সেনাসদর

ইসলামের ভুল ব্যাখা দিয়ে একটি রাজনৈতিক দল মানুষের কাছে ভোট চাইছে

বাঁচামরার ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সুদানে আরএসএফের হামলায় নিহত অন্তত ৩০

অন্তত একটি যুদ্ধজাহাজ ও নৌঘাঁটি নৌ-কমান্ডোদের নামে করার দাবি

দেশবিরোধী ষড়যন্ত্র চক্রান্তের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: এটিএম মাসুম

যেনতেনভাবে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে উপদেষ্টাদের দায়মুক্তি সম্ভব নয়

ইসরায়েলি বাহিনীর হাতে আটকের ভয়াল অভিজ্ঞতা জানালেন শহিদুল আলম

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার কবলে বাংলাদেশমুখী এলপিজির জাহাজ

হামজাকে অধিনায়ক ও দলে মনোবিদ নিয়োগের পরামর্শ আমিনুলের

চট্টগ্রামে স্ত্রীর যৌতুকের মামলায় গ্রেপ্তার স্বামী

নির্বাচন করে গণতন্ত্র ফিরিয়ে এনে জনগণের কথা বলতে হবে

হালাল শিল্পের উন্নয়নে সমন্বিত ইকোসিস্টেম নিশ্চিত জরুরী: ঢাকা চেম্বার