দেশের পরিবহন খাতকে আরও নিরাপদ, শৃঙ্খলবদ্ধ ও পেশাদার করার জন্য মালিকদের দায়িত্বশীল হতে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা। এছাড়া মালিকদের মধ্যে ঐক্য ও সমন্বয় বাড়ানোই এই কাউন্সিলের মূল লক্ষ্য হিসেবে তুলে ধরা হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) দুপুরে চট্টগ্রামে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির চট্টগ্রাম বিভাগীয় কাউন্সিল জিইসি এলাকায় ইউনেস্কো সিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সহ-সভাপতি ও চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব মোরশেদুল আলম কাদেরী সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি অধ্যাপক কফিল উদ্দিন আহমদ, বিশেষ অতিথি ছিলেন কার্যকরী সভাপতি এম. এ. বাতেন এবং প্রধান বক্তা ছিলেন মহাসচিব মো. সাইফুল ইসলাম।
অধ্যাপক কফিল উদ্দিন আহমদ বলেন, পরিবহন খাত দেশের অর্থনীতির রক্তস্রোত। এই খাতে শৃঙ্খলা ও সহযোগিতা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। মালিক-চালক-শ্রমিক সবাই মিলে কাজ করলেই আমরা একটি নিরাপদ ও আধুনিক পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে পারব। তিনি আরও বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি দেশের পরিবহন খাতে নীতি সহায়তা, নিরাপত্তা ও পেশাদারিত্বের উন্নয়নে কাজ করে যাচ্ছে। প্রতিটি বিভাগীয় কমিটি আরও গতিশীল হয়ে মালিকদের স্বার্থ রক্ষায় অগ্রণী ভূমিকা রাখবে বলে আমি আশা করছি।
মহাসচিব মো. সাইফুল ইসলাম বলেন, সড়ক পরিবহন খাত দেশের অন্যতম বৃহৎ কর্মসংস্থানের ক্ষেত্র। এই খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং চালক-মালিক-যাত্রী সব পক্ষের স্বার্থ রক্ষা আমাদের প্রধান লক্ষ্য। আমরা চাই পরিবহন খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে সম্পূর্ণ পেশাদারভাবে পরিচালিত করতে। বিভাগীয় কাউন্সিলের মাধ্যমে মাঠপর্যায়ের সমস্যা ও দাবি উঠে আসবে, যা জাতীয় পর্যায়ে নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, চট্টগ্রাম বিভাগ দেশের বাণিজ্য ও যোগাযোগের প্রাণকেন্দ্র। এখানে একটি আধুনিক ও শৃঙ্খল পরিবহন ব্যবস্থা গড়ে তোলা গেলে তা দেশের সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
বক্তারা বলেন, একটি সুশৃঙ্খল, নিরাপদ ও মানবিক পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল হতে হবে। নীতিনির্ধারক পর্যায়ে মালিকদের মতামত প্রতিফলিত করতে আমাদের এই সংগঠন আরও শক্তিশালী ভূমিকা রাখবে। বিভাগীয় পর্যায়ে মালিক সমিতিগুলোর মধ্যে ঐক্য ও সমন্বয় জোরদার করতে এ কাউন্সিল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরিবহন মালিকদের মধ্যে বক্তব্য রাখেন একরামুল করিম, খোরশেদুল আলম, শওকত আলী, হুমায়ুন কবির সোহেল, মূসা বাবুল, আহসান উল্লাহ চৌধুরী, আজিজ, ইস্তাফিজ, মহিউদ্দিন, মো. শাহজাহান, নুরুল ইসলাম, সৈয়দ হোসেন, এস.এম আবু তৈয়ব এবং রাঙামাটি, কক্সবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনীসহ বিভিন্ন জেলার নেতারা। এছাড়া চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের সড়ক পরিবহন মালিক নেতারাও অংশগ্রহণ করেন।
আমার বার্তা/এমই