
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই ভাইয়ের মধ্যে জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
বুধবার (৫ নভেম্বর) সকালে উপজেলার পাকশিমুল ইউনিয়নের ফতেহপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফতেহপুর গ্রামের মৃত আলী আকবরের দুই ছেলে- সাত্তার ও এমদাদুল হক—দীর্ঘদিন ধরে জমি বিক্রি সংক্রান্ত বিরোধে জড়িয়ে আছেন। সম্প্রতি এমদাদুল হক তার অংশের একটি জমি ভাই সাত্তারের মেয়ের জামাতার কাছে বিক্রি করেন। তবে বিক্রয় চুক্তি সম্পন্নের পর অর্থ প্রদানের বিষয়ে দুই ভাইয়ের মধ্যে ভুল বোঝাবুঝি দেখা দেয়। এমদাদুল টাকা চাইলে সাত্তার জানান, বিক্রয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর টাকা পরিশোধ করা হবে।
এই বিষয়টি নিয়ে মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় স্থানীয়ভাবে এক সালিস বৈঠক অনুষ্ঠিত হয়, কিন্তু কোনো সমাধান না হওয়ায় উত্তেজনা আরও বেড়ে যায়। পরদিন সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের খবর পেয়ে সরাইল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, সকালে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
আমার বার্তা/মো. রিমন খান/এমই

