ই-পেপার রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ১৪ ইউপির নেতাদের আবেদন

সাতক্ষীরা-২
আমার বার্তা অনলাইন
০৯ নভেম্বর ২০২৫, ১১:৩৯

বহিষ্কারাদেশ বহাল রেখেই সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রউফকে সাতক্ষীরা-২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। এ ঘোষণায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন দলের তৃণমূল নেতাকর্মীরা।

এরই পরিপ্রেক্ষিতে বিএনপির সাতক্ষীরা সদর উপজেলার আওতাধীন ১৪টি ইউনিয়ন শাখার ৩৩ জন সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক যৌথভাবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে মনোনয়ন পরিবর্তনের আবেদন জানিয়েছেন। গত ৬ নভেম্বর তারা এ আবেদন করেন।

আবেদনপত্রে বলা হয়, মনোনয়নপ্রাপ্ত প্রার্থী মো. আব্দুর রউফ অতীতে একাধিকবার দল পরিবর্তন করেছেন। ২০০৯ সালে বিএনপি থেকে জাতীয় পার্টিতে যোগ দিয়ে পরে আবার বিএনপিতে ফেরেন।

আবেদনপত্রে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ২০২৪ সালের ২৫ এপ্রিল কেন্দ্রীয় বিএনপি তাকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করে। সেই বহিষ্কারাদেশ আজও প্রত্যাহার হয়নি। এছাড়া, গত ২৩ এপ্রিল এক মাহফিলে জনপ্রিয় ইসলামি বক্তা কবির বিন সামাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে তিনি আলোচনায় আসেন। ওই ঘটনার প্রতিবাদে স্থানীয় আলেম–ওলামারা মানববন্ধন করে তাকে গ্রেপ্তারের দাবি জানান।

আবেদনে আরও বলা হয়, জেলা বিএনপি তখন স্পষ্টভাবে জানায়, আব্দুর রউফ বিএনপির কোনো নেতা বা কর্মী নন। তিনি দলীয় সিদ্ধান্ত অমান্য করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, এজন্য তাকে বহিষ্কার করা হয়েছে। ওই বিবৃতিতে স্বাক্ষর করেন জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।

আবেদনে তৃণমূল নেতারা আরও অভিযোগ করেন, সাতক্ষীরা ট্রাক শ্রমিক ইউনিয়ন ও সরকারি খাস জমি দখলের ঘটনায় গত বছর জেলা প্রশাসক তাকে প্রকাশ্যে ‘বাটপার’ বলে মন্তব্য করেছিলেন। এতে সাধারণ মানুষ খুশি হয়। এমন একজন বিতর্কিত ব্যক্তি চূড়ান্ত মনোনয়ন পেলে দলের ভাবমূর্তি ও ঐক্য প্রশ্নবিদ্ধ হবে।

আবেদনপত্রের অনুলিপি পাঠানো হয়েছে বিএনপির খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের কাছেও।

এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ৩ নভেম্বর দলের প্রার্থী তালিকা ঘোষণার পরপরই সাতক্ষীরা জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। ওইদিন রাত ১০টার পর খুলনা–সাতক্ষীরা মহাসড়কের বিনেরপোতা বাইপাস মোড়ে আব্দুর রউফের মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন।

দলীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের এপ্রিল মাসে আলিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় তাকে বহিষ্কার করা হয়। ওই সময় তার আরেক ভাই জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হবি ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন দখলে নেন।

জেলা বিএনপির একটি সূত্র জানিয়েছে, মনোনয়ন নিয়ে ব্যাপক আলোচনা ও বিরোধের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড বিষয়টি পুনর্বিবেচনা করতে পারে।

আমার বার্তা/জেএইচ

অস্ত্রসহ কাঁকন বাহিনীর ২১ সদস্য আটক

দুর্ধর্ষ সন্ত্রাসী কাঁকন বাহিনীকে ধরতে কুষ্টিয়া, পাবনা, নাটোর ও রাজশাহী চার জেলার দুর্গম বিস্তীর্ণ পদ্মার

ইঞ্জিন বিকল হয়ে ভাসছিল সমুদ্রে, ১৩ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

বঙ্গোপসাগরে টহল কার্যক্রমের সময় ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি মাছ ধরার ট্রলারসহ ১৩ জন

পঞ্চগড়ে নেমেছে শীত, ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা

হিমালয়-কাঞ্চনজঙ্ঘা পর্বতের নিকটবর্তী হওয়ায় পঞ্চগড়ে ধীরে ধীরে শীতের আগমন ঘটেছে। উত্তর হিমালয় থেকে বয়ে আসা

 ‘বয়কট বয়কট-ফজলে হুদা বয়কট’ শ্লোগানে শ্লোগানে উত্তাল নওগাঁ-৩ 

নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে বিএনপির ঘোষিত ফজলে হুদা বাবুলের ধানের শীষের মনোনয়ন পরিবর্তনের দাবিতে কয়েক হাজার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সামাজিক উপলক্ষগুলোতে আমরা সবাই ঐক্যবদ্ধ: হাসনাত

ধেয়ে আসছে সুপার টাইফুন ‘ফাং-ওয়ং’, সরানো হলো ১ লাখ বাসিন্দাকে

যে মাস থেকে নতুন পে স্কেল কার্যকর হবে জানালেন অর্থ উপদেষ্টা

২০২৬ সালে দুই ঈদে ১১ দিন ছুটি, পূজায় ২

সমঝোতার আলোচনার মধ্যে ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন উপদেষ্টা আসিফ

সালমান এফ রহমানের বিরুদ্ধে ১৭ মামলায় অভিযোগপত্র দাখিল শিগগির

কর্মবিরতিতে প্রাথমিকের শিক্ষকরা, দুই উপদেষ্টার পদত্যাগ দাবি

এক ইউরোপীয় দেশকে রাশিয়ার তেল কিনতে ছাড় দিলেন ট্রাম্প

অবৈধ বিজ্ঞাপন থেকে বছরে ১৬ বিলিয়ন ডলার আয় মেটার

ইসরায়েলের ভূগর্ভস্থ কারাগারে বন্দিদের ভয়ানক নির্যাতন

রেকর্ড জুটি গড়েও নিউজিল্যান্ডের কাছে ওয়েস্ট ইন্ডিজের হার

সংসদ নির্বাচনে অধিক ঝুঁকিপূর্ণ ও ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র সাড়ে ২৮ হাজার

সরকারি ওয়েবসাইটে আ.লীগের জাহিদ মালেক এখনও স্বাস্থ্যমন্ত্রী!

টানা অনশনে অসুস্থ তারেক রহমান

শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান মিয়া গোলাম পরওয়ারের

চূড়ান্ত সিদ্ধান্তের দিকে তাকিয়ে মনোনয়ন প্রত্যাশীরা

বিবিসিকে ‘ভুয়া সংবাদমাধ্যম’ বললেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ১৪ ইউপির নেতাদের আবেদন

অস্ত্রসহ কাঁকন বাহিনীর ২১ সদস্য আটক

ট্রাম্পের চোখ বন্ধ ছবি ঘিরে বিতর্ক, হোয়াইট হাউস বলছে— ‘তিনি ঘুমাননি’