
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নে জেলা জাসাস সভাপতি হাসান জাহাঙ্গীরের অসুস্থ মাকে দেখতে গেছেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব ও সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মহিউদ্দিন।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টা ০০ মিনিটে তিনি প্রথমে জাসাস জেলা সভাপতি হাসান জাহাঙ্গীরের নিজ বাড়িতে উপস্থিত হন। সেখানে তিনি অসুস্থতার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
পরবর্তীতে তিনি বাউশিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আহাদ মাস্টারের বাড়ি এবং সাবেক উপজেলা যুবদল সভাপতি মান্নান দেওয়ান মনার বাড়িতেও যান। এসব স্থানে তিনি নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মুজিবুর রহমান, মুন্সীগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি আমিনুল ইসলাম জসিম, মুন্সীগঞ্জ জেলা জাসাস আহ্বায়ক হাসান জাহাঙ্গীর, কেন্দ্রীয় ছাত্রদল সাধারণ সম্পাদক বাইজিদ শ্রাবণ, গজারিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন ভূঁইয়া, গজারিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মকবুল আহমেদ রতন, সাবেক যুবদল সভাপতি মান্নান দেওয়ান মনা, বাউশিয়া ইউনিয়ন বিএনপি এবং উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী।
নেতাকর্মীরা জানান, এ ধরনের মানবিক ও সৌজন্যমূলক সাক্ষাৎ সংগঠনের ভেতর ঐক্য ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করবে।
আমার বার্তা/এমই

