ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) স্টারলিংক পণ্য ও সেবার প্রচার, পরিচালনা ও বাস্তবায়নের জন্য ‘রিসেলার পার্টনার’ নিয়োগে আগ্রহপত্র আহ্বান করেছে।
নির্বাচিত পার্টনাররা নিজস্ব সক্ষমতায় সেবা প্রচার, ইনস্টলেশন ও পোস্ট-ইনস্টলেশন সহায়তা, রাজস্ব সংগ্রহ এবং চুক্তি অনুযায়ী অন্যান্য দায়িত্ব পালন করবেন।
বিএসসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, যোগ্য আবেদনকারীদের বৈধ, প্রযুক্তিগত ও আর্থিক সক্ষমতা থাকতে হবে। তারা হতে পারেন- সারা দেশের লাইসেন্সপ্রাপ্ত ইন্টারনেট সেবা প্রদানকারী (আইএসপি), কেবল টিভি অপারেটর, অথবা আইসিটি ও ইলেকট্রনিক্স সরঞ্জাম প্রস্তুতকারক, সরবরাহকারী কিংবা ডিস্ট্রিবিউটর- যাদের প্রাসঙ্গিক লাইসেন্স ও অভিজ্ঞতা রয়েছে। পাশাপাশি ন্যূনতম ৩ কোটি টাকা প্রি-পেমেন্ট করার সক্ষমতা থাকতে হবে, যা ক্রয়ের বিপরীতে সমন্বয় করা হবে।
এক্ষেত্রে চূড়ান্ত আবেদন জমা দেওয়ার শেষ সময় ২৭ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত। আবেদনপত্র জমা দিতে হবে বিএসসিএলের কার্যালয়ে- এসইএল রোজ-এন-ডেল, ৭ম তলা, ১১৬ কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা-১০০০ ঠিকানায়।
আগ্রহীদের জন্য বিস্তারিত জানাতে বিএসসিএল একটি অনলাইন সেশন আয়োজন করবে। এতে অংশ নিতে ১৯ আগস্ট বিকেল ৫টার মধ্যে অনলাইনে নিবন্ধন করতে হবে। প্রি-ইওআই সভা অনুষ্ঠিত হবে ২০ আগস্ট জুম প্ল্যাটফর্মে। রেজিস্ট্রেশনের লিংক: https://tinyurl.com/BSCLPREEOI।
বিএসসিএলের চাহিদা অনুযায়ী আবেদনের সঙ্গে থাকতে হবে- কোম্পানির লেটারহেডে স্বাক্ষরিত আবেদনপত্র, নিয়ন্ত্রক সংস্থার লাইসেন্স, বৈধ ট্রেড লাইসেন্স, সর্বশেষ ট্যাক্স রিটার্নসহ টিআইএন, ভ্যাট নিবন্ধন সনদ, গত দুই বছরের অডিট রিপোর্ট, অন্তত দুই বছরের কার্যক্রমের প্রমাণ, ক্লায়েন্ট তালিকা, বিক্রয় ও প্রযুক্তি সহায়তা টিমের বিবরণ, নির্ধারিত ব্যাংক থেকে ৩ কোটি টাকার প্রি-পেমেন্ট সক্ষমতার প্রমাণ এবং কোনো ধরনের প্রতারণা, কালো তালিকাভুক্তি বা নিয়ম ভঙ্গের রেকর্ড নেই- এমন ঘোষণা।
এছাড়া বিস্তারিত তথ্য ০২৪১০৩০০৯১-৯৩ ফোন নম্বরে কিংবা বা [email protected] ই-মেইল ঠিকানায় যোগাযোগ করে পাওয়া যাবে।
আমার বার্তা/এমই