
মাদ্রাসার অষ্টম শ্রেণি বৃত্তি পরীক্ষা ২০২৫ এর ফরমপূরণের সময় বাড়ানো হয়েছে। ফরম পূরণ চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। একইসঙ্গে অনলাইনে বোর্ড ফি জমা দেয়ার সময়ও ১৩ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
আজ রবিবার (৯ নভেম্বর) মাদরাসা শিক্ষা বোর্ডের এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিটি মাদরাসা শিক্ষা বোর্ডের অনুমোদিত সব মাদ্রাসার সুপারিটেনডেন্ট ও অধ্যক্ষকে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, কারিগরি সমস্যা এবং মাদরাসা প্রধানদের চাহিদার বিষয়ে বিবেচনায় দাখিল অষ্টম শ্রেণি বৃত্তি পরীক্ষা ২০২৫ এর ফরমপূরণের সময় আগামী ১৩ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হলো। পরবর্তীতে আর সময় বৃদ্ধি করা হবে না।
জানা যায়, অনলাইনে বোর্ড ফি জমা ও অনলাইনে ফরমপূরণের সর্বশেষ তারিখ ১৩ নভেম্বর। বোর্ড ফি সিস্টেমে জমা হওয়ার পরই কেবলমাত্র তথ্য আপলোডের জন্য নতুন এন্ট্রি অপশন পাওয়া যাবে।
এর আগে ৩০ অক্টোবর বোর্ডের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ২ নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত এ ফরম পূরণ চলে।
আমার বার্তা/এল/এমই

