একের পর এক টার্গেট করা হচ্ছে জনপ্রিয় বলিউড অভিনেত্রীদের! সম্প্রতি ‘ডিপফেক’ বিষয়টি বেশ আলোচনায় এসেছে। বলা ভালো, ডিপফেক মানুষের জন্য এক নতুন উৎকণ্ঠার নাম। বিশেষ করে যারা শোবিজ তারকা তারা এই ডিপফেকের জন্য সবচেয়ে বেশি হয়রানির শিকার হবেন বলে ধারনা করা হচ্ছে। শোবিজ তারকাদের মধ্যে আবার যারা নারী, তাদেরকেই বেশি টার্গেট করা হচ্ছে।
কৃতি শ্যাননের একটি ডিপফেক ভিডিওর স্ক্রিনশট : ছবি ইন্সটাগ্রাম
‘ডিপফেক’ মূলত একটি প্রযুক্তিগত অপব্যাবহার। এর মাধ্যমে একজন মানুষের চেহারাকে নকল করে তাকে অশ্লিল ও কোন কোন সময় নগ্নভাবে উপস্থাপন করা হয়। এর ফলে সমাজে সেই মানুষটির ইমেজ শংকট দেখা দেয়। কারণ ডিপফেক এমনভাবে করা হয়, যা দেখে সাধারন মানুষ বেশিরভাগ সময় বুঝতে পারে না এটি আসলেই সেই ব্যক্তি নাকি নকল কিছু।
কিয়ারা আদভানির ডিপফেক ভিডিওর স্ক্রিনশট : ছবি ইন্সটাগ্রাম
সম্পতি ভারতীয় তারকা রাশমিকা মান্দানার ডিপফেকের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর এ নিয়ে কথা বলা শুরু হয়েছে। এরপর আলিয়া ভাট শিকার হন ডিপফেকের। এবার শিকার হলেন বলিউডের অন্য দুই জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন ও কিয়ারা আদভানি।
বিশেষ করে কৃতির দুটি ডিপফেক ভিডিও ভাইরাল হতে শুরু করেছে। আর কিয়ারার একটি স্থিরচিত্র সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে। অবশ্য এ নিয়ে এখনো কোন কথা বলতে শোনা যায়নি কৃতি কিংবা কিয়ারাকে।
আমার বার্তা/এমই