বেশ কয়েকটি প্রশংসিত ও ব্যবসাসফল সিনেমা এ বছর উপহার দিয়েছেন অভিনেত্রী ইয়ামি গৌতম। তার সিনেমাগুলো হলো ‘ওএমজি টু’, ‘লস্ট’ এবং ‘চোর নিকাল কে ভাগা’ ।
প্রতিটি সিনেমাই ইয়ামির ক্যারিয়ারে ভিন্ন ভিন্ন মাত্রা যুক্ত করেছে। যা নিয়ে বছর শেষে দারুণ উচ্ছ্বাসও প্রকাশ করলেন এই অভিনেত্রী।
গুটি গুটি পায়ে ৩৪ বছরে পা ইয়ামি গৌতমের , জন্মদিনে স্ত্রীকে উষ্ণ প্রেম আদিত্যর
ইয়ামি বলেন, ‘আমি শুরু থেকেই নিজের অভিনীত চলচ্চিত্র, আমার পছন্দ এবং দর্শক প্রতিক্রিয়ার সাথে সামঞ্জস্য রেখে চলার চেষ্টা করি। সত্যি আমি অনেক খুশি, এবার প্রেক্ষাগৃহ এবং ওটিটিতে আমার চলচ্চিত্র মুক্তি পেয়েছে। এবার আসলে প্রতিটি মাধ্যমেই যুক্ত হওয়ার ইচ্ছে ছিল। কারণ একজন অভিনেতা হিসেবে সবারই প্রত্যাশা থাকে কাজটি সব শ্রেণির দর্শকদের কাছে পৌঁছে যাক এবং ব্যবসায়িকভাবে সফল হোক। সেই জায়গা থেকে বরাবরই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা থাকে। যে কারণেই হয়তো ভক্তরা প্রতিদান দিতে দ্বিধা করে না।’
এছাড়া বরাবরের মতোই সামনের দিনগুলোতে ব্যতিক্রমী গল্পের অংশ হতে চান বলে জানান এই অভিনেত্রী। ইয়ামি বলেন, ‘দুর্বল গল্পের অংশ হতে চাই না। যে চরিত্র গল্পে মূল ভূমিকা পালন করবে এবং বৈচিত্রতা রয়েছে কেবল সেই কাজটি করতে চাই। তবে আমি কখনোই পরিকল্পনা করে কোনোকিছু করি না। সময়ের প্রবাহে মন যা বলে সেটাই করার চেষ্টা থাকে এবং ভবিষ্যতেও থাকবে।’
এবি/ওজি