দেশের পটপরিবর্তনের পর থেকে সরকারি প্রতিষ্ঠান ও কমিটিগুলোতে একের পর এক রদবদল এসেছে। এবার নতুন করে গঠন করা হয়েছে স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি। গতকাল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কমিটির সদস্যদের নাম প্রকাশ করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।
১০ সদস্যের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটিতে পদাধিকারে রয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক। সরাসরি চলচ্চিত্রের সঙ্গে জড়িত, এমন ছয়জনকে রাখা হয়েছে কমিটিতে। তাঁরা হলেন অভিনেতা ও শিক্ষক তিতাস জিয়া, নির্মাতা ও প্রযোজক খান শারফুদ্দীন মোহাম্মদ আকরাম (আকরাম খান), নির্মাতা ও চিত্রনাট্যকার নার্গিস আখতার, রেইনবো চলচ্চিত্র সংসদের সভাপতি আহমেদ মুজতবা জামাল, নির্মাতা ও সম্পাদক সামির আহমেদ এবং অভিনেত্রী জাকিয়া বারী মম।
অনুদান কমিটিতে জায়গা করে নেওয়ার বিষয়ে নির্মাতা আকরাম খান বলেন, চলচ্চিত্র সংস্কৃতির উন্নয়নে অবদান রাখতে পারব, এটা ভেবে ভালো লাগছে।
দেশের জনগণের কাছে দায়বদ্ধ থাকার চেষ্টা করব। এতটুকু নিশ্চয়তা দিতে পারি, স্বচ্ছতার সঙ্গে কাজ করার চেষ্টা করব। শিল্পসম্মত, দায়বদ্ধ, কারিগরি দিক থেকে উন্নত চলচ্চিত্র যেন অনুদান পায়, সেটা নিশ্চিত করব। কোনো তদবির বা কারো প্রভাবে অনুদানের সুপারিশ করব না। চলচ্চিত্রের মেরিট অনুযায়ী অনুদান দেওয়ার চেষ্টা করব।’
অভিনয়ে বরাবরই ব্যস্ততা থাকে জাকিয়া বারী মমর। সে ক্ষেত্রে অনুদান কমিটির কাজে সময় দেওয়া কিছুটা মুশকিল হবে। তবু চলচ্চিত্রের স্বার্থে সামলে নেবেন বলে জানালেন তিনি।
মম বলেন, আমাদের কাজ কবে থেকে শুরু হবে, এখনো জানতে পারিনি। আজকালের মধ্যে আশা করি জানতে পারব। এই কমিটির কনিষ্ঠতম সদস্য আমি। দেখা যাক, কী করতে পারি। দেশের মানুষের টাকায় যে চলচ্চিত্র নির্মিত হবে, সেটা যেন ভালো কিছুই হয়, সে লক্ষ্যে কাজ করব। আমি সাধারণ শিল্পী, খেটে খাওয়া মানুষ। অভিনয়টা যেমন আন্তরিকতা ও সততার সঙ্গে করি, এখানেও সে চেষ্টা অব্যাহত থাকবে।
আমার বার্তা/জেএইচ