বলিউডে এই মুহূর্তে চর্চায় অভিনেতা শাহিদ কাপুর ও কারিনা কাপুরের সাক্ষাৎ। এর নেপথ্যেও রয়েছে বড় কারণ। কারিনার জীবনে সাইফ আলি খান আসার আগে অভিনেত্রীর সেই কাছের মানুষটি ছিল শাহিদ কাপুর। এরপর শাহিদ-কারিনার স্পর্শ এখন নতুন চর্চা।
সম্প্রতি এক আন্তর্জাতিক পুরস্কার মঞ্চে প্রাক্তন এই প্রেমিক-প্রেমিকার হঠাৎ দেখা হয়ে যায়। তাদের হয় আলতো করে আলিঙ্গনও! আর সে ঘটনার পরই নাকি বদলে গেছেন কারিনা-এমনটিই চর্চা এখন বলিউডে।
শোনা যাচ্ছে, শাহিদকে জড়িয়ে নেওয়ার পর নাকি অকারণে হেসে গড়িয়ে পড়ছেন কারিনা। ক্ষণে ক্ষণে লজ্জায় গাল লাল করেও ফেলছেন অভিনেত্রী। সবচেয়ে লক্ষণীয় বিষয়, জৌলুস নাকি বেড়ে হয়েছে দ্বিগুণ! কারণ, গত রোববার আসমানি নীল রঙের কাঁধখোলা গাউনে সেজেছিলেন কারিনা; একটু আলাদা করেই পরে এসেছিলেন মানানসই গয়না। তা দেখেই প্রশ্ন উঠছে, তাহলে কি এবার নতুন করে ম জাগছে কারিনার মনে?
সম্প্রতি আন্তর্জাতিক স্তরের একটি পুরস্কার মঞ্চে শাহিদ-করিনা পাশাপাশি দাঁড়িয়েছিলেন। শুরুতে সামান্য অস্বস্তি, দ্বিধা, জড়তা ছিল। ইন্টারনেটে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, সাইফ আলি খানের ঘরনিই শাহিদের বাহু স্পর্শ করে কথা শুরু করেন। জড়িয়ে ধরেন হারানো প্রেমকে। অভিনেতা তখনও অস্বস্তিতে!
এরপর থেকেই সংবাদমাধ্যম-সহ সর্বত্র শাহিদ-করিনার সাক্ষাৎপর্ব নিয়ে রসালো চর্চা চলছে। অনুরাগীরা দীর্ঘ বিরহের পর হঠাৎ মিলনে দারুণ খুশি। কৌতুকশিল্পী মুনাওয়ার ফারুকি মজা করেই সম্ভবত ভবিষ্যদ্বাণী করেছেন, শাহিদের সংসারে অশান্তির আগুন লাগল বলে!
আমার বার্তা/এমই