ভারতের নিরাপত্তা কখনো বিঘ্নিত হতে দেবে না মালদ্বীপ। ভারত সফরে এসে এমনটাই মন্তব্য করলেন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। পাঁচ দিনের ভারত সফরে এসেছেন মুইজ্জু। রোববারই নয়াদিল্লিতে পা রাখেন তিনি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে এক দফা বৈঠকও হয়েছে তার। তিনি ভারতীয় পর্যটকদের তার দেশে আমন্ত্রণ জানান।
দেউলিয়ার দ্বারপ্রান্তে থাকা মালদ্বীপ ভারতের সঙ্গে ৪০ কোটি মার্কিন ডলারের একটি মুদ্রা বিনিময় চুক্তি করেছে। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর ভারতে প্রথম রাষ্ট্রীয় সফরের সময় এই চুক্তিটি ঘোষণা করা হলো। এ ছাড়া ভারত মালদ্বীপকে দেওয়া ১০০ মিলিয়ন ডলারের ট্রেজারি বিল পুনর্গঠনে রাজি হয়েছে। এর মধ্য দিয়ে দেশ দুটির ফাটল ধরা সম্পর্ক আবার জোড়া লাগবে বলে আশা করা হচ্ছে।
এর আগে টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া একটি সাক্ষাত্কারে তিনি বলেন, ভারত মালদ্বীপের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধু। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমাদের এই দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে উঠেছে। বিভিন্ন ক্ষেত্রে অন্য অনেক দেশের সঙ্গে মালদ্বীপের যোগাযোগ রয়েছে। কিন্তু আমাদের কোনো কাজে যাতে ভারতের নিরাপত্তার ক্ষতি না হয়, আমরা সে দিকটিও বরাবর মাথায় রেখে চলি।
ক্ষমতায় আসার পরেই ভারতের সেনাবাহিনীকে মালদ্বীপ থেকে সরে যেতে বলেছিলেন মুইজ্জু। তার কথা অনুযায়ী ভারতকে সেনা সরিয়েও নিতে হয় দ্বীপরাষ্ট্র থেকে। সে প্রসঙ্গে মুইজ্জু বলেন, ‘ভারত এবং মালদ্বীপ একে অপরের চাহিদা এবং অগ্রাধিকারগুলির বিষয়ে পারস্পরিক সমঝোতার মাধ্যমে এগিয়ে চলে। এটি আমাদের অভ্যন্তরীণ বিষয়। মালদ্বীপের মানুষ আমাকে যা করতে বলেছিলেন, আমি তা-ই করেছি।’ মালদ্বীপ থেকে সেনা সরিয়ে নেওয়ার কোনো প্রভাব ভারতের সঙ্গে সম্পর্কে পড়েনি বলেও দাবি করেছেন মুইজ্জু।
গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট মুইজ্জু। দুই দেশ আগামী দিনেও নানা ভবিষ্যত্ প্রকল্পে একে অপরের সহযোগিতা করবে, মুইজ্জুর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর এমনটাই বার্তা দেন মোদি। তিনি বলেন, ভারত সবসময়ই মালদ্বীপের পাশে ছিল এবং প্রথমদিকেই ছিল। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে এক দফা বৈঠকও হয়েছে মুইজ্জুর।
গতকাল সোমবার সকালে নয়াদিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন মুইজ্জু। এরপর গতকালই রাষ্ট্রপতি ভবনে তাকে আনুষ্ঠানিক ভাবে সংবর্ধনা দেওয়া হয়। মোদি ছাড়াও সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
এর আগে ভারতের কাছে এই অর্থনৈতিক সহযোগিতা পাওয়ার প্রতিক্রিয়ায় মুইজ্জু বলেন, ‘সহযোগিতার জন্য ভারতের কাছে আমি কৃতজ্ঞ। ৩০ বিলিয়ন রুপি সহযোগিতার পাশাপাশি ৪০০ মিলিয়ন (৪০ কোটি) ডলার সমমানের দ্বিপক্ষীয় মুদ্রা বিনিময় চুক্তি এই মুহূর্তে বৈদেশিক রিজার্ভের ক্ষেত্রে সহায়ক হবে।’
ঘোষিত অন্য দ্বিপক্ষীয় চুক্তিগুলো হলো-মালদ্বীপে ন্যাশনাল পেমেন্ট করপোরেশন অব ইন্ডিয়ার ইস্যুকৃত রুপে কার্ড চালু করা। এটি ভারতীয় ব্যাংকগুলোর একটি কনসোর্টিয়ামের মালিকানাধীন আর্থিক পরিষেবা। ভারত মালদ্বীপে একটি বৃহত্ অবকাঠামো প্রকল্পেও সহায়তা করবে। -উইও নিউজ ও আনন্দবাজার পত্রিকা
আমার বার্তা/জেএইচ