ই-পেপার শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩১ কার্তিক ১৪৩১

গাজার সমুদ্র এখন কেবলই মৃত্যুর নীরব সাক্ষী

ডয়চে ভেলে
১৫ নভেম্বর ২০২৪, ১৪:৩০

গর্ভবতী অবস্থায় গাজা থেকে মিশরে পালিয়ে এসেছিলেন এক নারী। মিশরে তার থাকার স্থায়ী জায়গা নেই। ডিডাব্লিউয়ের এক্সক্লুসিভ সাক্ষাৎকার। এক লাখেরও বেশি মানুষ গাজা থেকে পালিয়ে পার্শ্ববর্তী মিশরে আশ্রয় নিয়েছেন। মোনা তেমনই একজন। নিরাপত্তার কারণে তার আসল নাম গোপন রাখা হলো।

ডয়চে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে মোনা জানান, তিনি বরাবরই সমুদ্রের ধারে থেকেছেন। গাজায় তার বাড়ি থেকে সমুদ্র ঢিল ছোঁড়া দূরত্বে। মন খারাপ হলে অথবা হতাশ লাগলে সমুদ্রের ধারে গিয়ে দিগন্তের দিকে তাকিয়ে থাকতেন তিনি। গাজার যুদ্ধ তার সব কিছু বদলে দিয়েছে। সমুদ্র এখন মৃত্যুর নীরব দর্শক সাক্ষী। যুদ্ধ শুরু হওয়ার পর অনেকবার আশ্রয়শিবির বদলাতে হয়েছে মোনাকে।

কীভাবে ইসরায়েলের ড্রোন আর বিমান হামলা থেকে বেঁচেছেন, তা ভাবলে শিরদাঁড়ায় ঠান্ডা রক্তের স্রোত অনুভব করেন মোনা। দুই শিশুকে নিয়ে গর্ভবতী মোনা কোনোভাবে মিশরে পালিয়ে বেঁচেছেন। ডিডাব্লিউকে তিনি বলেছেন, 'একদিনে যে পরিমাণ মৃত্যু দেখেছি, কষ্ট দেখেছি, তা বলার নয়।

স্বামীকে গাজায় ছেড়ে এসেছেন মোনা। প্রতি রাতে ঘুমের মধ্যে আতঙ্কিত হয়ে পড়েন তিনি। মনে পড়ে স্বামীর কথা। মোনা জানিয়েছেন, বাচ্চাদের নিয়ে মিশরে পালাতে তার খরচ হয়েছে পাঁচ হাজার মার্কিন ডলার। আত্মীয়-পরিজন যারা বিদেশে আছেন, তাদের সাহায্যে ওই টাকার ব্যবস্থা করেছেন তিনি। স্বামীর আসার মতো আর টাকা ছিল না।

এখন পর্যন্ত আহত এবং অসুস্থ মানুষদের গাজা থেকে মিশরে যাওয়ার অনুমতি মিলেছে। বিদেশের দূতাবাসগুলিও কোনো কোনো ক্ষেত্রে গাজার বাসিন্দাদের পালাতে সাহায্য করছে। মিশরের একটি সংস্থাও এই কাজে নেমেছে। কিন্তু তাদের বিপুল পরিমাণ টাকা দিতে হচ্ছে। ওই সংস্থার সঙ্গেই মিশরে পৌঁছেছেন মোনা।

মোনা যে সংস্থার সাহায্যে পালিয়েছেন, শোনা যায় তা সরাসরি মিশরের সরকারি নিরাপত্তা সংস্থার সঙ্গে জড়িত। তবে মিশরের প্রশাসন এই অভিযোগ এখনো পর্যন্ত অস্বীকার করেছে।

মিশরে এই মুহূর্তে ঠিক কত ফিলিস্তিনি আছেন, তার নির্দিষ্ট কোনো সংখ্যা পাওয়া যায় না। মিশরের সরকারি হিসাবে সংখ্যাটি অনেক সময় এক লাখ বলা হয়। কিন্তু মানবাধিকার কর্মীদের দাবি, সংখ্যাটি অনেক বেশি। সমস্যা হলো, যারা মিশরে পালিয়ে এসেছেন, মৌলিক অধিকারটুকুও তাদের নেই। শিক্ষা, স্বাস্থ্য, কাজ-- কোনো পরিষেবাই পাচ্ছেন না তারা।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক ম্যানডেট বা নিয়মাবলির মধ্যেও পড়ে না ফিলিস্তিন। ফলে সাধারণ সুযোগসুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন এই শরণার্থীরা। ফলে এই শরণার্থীদের সম্পূর্ণভাবে মিশরের বেসরকারি স্বেচ্ছাসেবকদের উপর নির্ভর করতে হচ্ছে, যারা তাদের কাছে খাবার, অর্থ, পোশাক পৌঁছে দিচ্ছে।

এদিকে ফিলিস্তিনের শরণার্থী মিশরে যত বাড়ছে, তত অন্য আশঙ্কা তৈরি হচ্ছে। মিশরের অর্থনৈতিক পরিস্থিতি এমনিতেই ভালো না। কিছুদিন আগেই মূল্যবৃদ্ধি, অর্থনৈতিক মন্দার বিরুদ্ধে বহু মানুষ পথে নেমেছিলেন। পুলিশ তাদের গ্রেপ্তার করেছিল। শরণার্থীর সংখ্যা বাড়লে পরিস্থিতি আরো উদ্বেগজনক হবে বলে মনে করা হচ্ছে। মিশর জানিয়ে দিয়েছে, ফিলিস্তিনের শরণার্থীদের তারা স্থায়ীভাবে রাখতে চায় না। কিন্তু শরণার্থাীদের ইসরায়েলের সেনা গাজায় ফিরে যেতে বাধা দেবে বলে মনে করা হচ্ছে।

মোনা জানেন না, তিনি গাজায় ফিরে যেতে পারবেন কি না। আপাতত সে কথা ভাবার চেষ্টাও করছেন না তিনি। কায়রোয় পৌঁছে মোনার আলাপ হয়েছিল লুসির সঙ্গে। লুসির নামও পরিবর্তন করা হয়েছে নিরাপত্তার কারণে। লুসি এক জার্মান নারী প্রায় দুই দশক ধরে কায়রোয় আছেন। এই মানবাধিকার কর্মী মোনার জীবন বদলে দিয়েছেন। মোনার সমস্ত দেখভাল এখন তিনি করেন।

ইতিমধ্যে সন্তানের জন্ম দিয়েছেন মোনা। ছয় বছরের মেয়ে, চার বছরের ছেলে আর সদ্য জন্মানো সন্তানকে নিয়ে লুসির সাহায্যে বেঁচে আছেন মোনা।

মোনা একা নন, মিশরজুড়ে এমন আরো অনেক মোনা প্রতিদিন জীবনের সঙ্গে লড়াই করছেন। পালিয়ে এসেও তারা শান্তিতে নেই।

পাকিস্তান থেকে বাংলাদেশে জাহাজ আসায় ভারত কেন উদ্বিগ্ন

পাকিস্তানের করাচি থেকে গত সপ্তাহে একটি পণ্যবাহী জাহাজ সরাসরি চট্টগ্রাম বন্দরে নোঙর করে। যা ১৯৭১

বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে নেপাল। এরমাধ্যমে ভারতের পর তৃতীয় কোনো দেশে প্রথমবারের মতো

পাকিস্তানে ভয়াবহ বায়ুদূষণ, জাতির প্রতি নামাজ পড়ার আহ্বান শেহবাজের

ভয়াবহ বায়ুদূষণের কবল থেকে পাকিস্তানকে রক্ষায় বৃষ্টিপাতের জন্য ইস্তিসকা নামাজ আদায়ের জন্য জাতির কাছে আহ্বান

শ্রীলঙ্কায় পার্লামেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট অনূঢ়ার জোটের বিপুল জয়

শ্রীলঙ্কায় ১৭তম আগাম পার্লামেন্ট নির্বাচনে দেশটির নতুন বামপন্থী প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকের নির্বাচনী জোট ন্যাশনাল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদা না দেওয়া ব্যবসায়ীকে প্রাননাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাদ নয়, তার মাকে হত্যা করে ডিপ ফ্রিজে রেখেছিলেন ভাড়াটিয়া

ভোলায় আগ্নেয়াস্ত্র-হাতবোমাসহ আটক ৩

পাকিস্তান থেকে বাংলাদেশে জাহাজ আসায় ভারত কেন উদ্বিগ্ন

দিনেদুপুরে ডাকাতি, মালামালের সঙ্গে শিশুকেও নিয়ে গেল দুর্বৃত্তরা

পরিবর্তনের ধারা শুরু করেছি, এগিয়ে নিয়ে যাবে নির্বাচিত সরকার

বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল

পাকিস্তানে ভয়াবহ বায়ুদূষণ, জাতির প্রতি নামাজ পড়ার আহ্বান শেহবাজের

১০০ দিন পরও আহতদের সুচিকিৎসা দিতে না পারায় বিশৃঙ্খলা হয়েছে

হত্যার চেয়ে গুম খারাপ অপরাধ: উপদেষ্টা আসিফ নজরুল

শিল্পপতি প্রেমিককে ১১ টুকরো, বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য

শ্রীলঙ্কায় পার্লামেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট অনূঢ়ার জোটের বিপুল জয়

ক্ষমতা গ্রহণের পর প্রথমেই যে কাজটি করবেন ডোনাল্ড ট্রাম্প

অনির্দিষ্টকালের জন্য বন্ধ সিটি কলেজ, বিপদে ১০ হাজার শিক্ষার্থী

গাজার সমুদ্র এখন কেবলই মৃত্যুর নীরব সাক্ষী

হাজারীবাগে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আহত কিশোরের মৃত্যু

বড় জমায়েতে জুমা শেষে কাকরাইল ছাড়লেন সাদপন্থিরা

৭ দফা দাবিতে রানা প্লাজায় আহত শ্রমিকদের সমাবেশ

রাজধানীতে ১১ হাজার ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার

সন্তানদের আর্তনাদে কারামুক্ত সেই জামাল মিয়া