১২ দেশ থেকে গত ৪৮ ঘণ্টায় অন্তত ১৩১ জন পাকিস্তানিকে বিতাড়িত করা হয়েছে। মাদক কারবার, অবৈধভাবে অনুপ্রবেশসহ নানা কারণে বিভিন্ন দেশ থেকে তাদের বের করে দেওয়া হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) জিও নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
অভিবাসন সূত্রের বরাত দিয়ে জিও নিউজ বলছে, নোটিশ ছাড়া চাকরি ছেড়ে পলায়ন এবং মাদক পাচারের কারণে সৌদি আরব ৭৪ পাকিস্তানিকে বিতাড়িত করেছে।
এ ছাড়া সংযুক্ত আরব আমিরাত (ইউএই) অবৈধ অনুপ্রবেশ, চুরি ও মাদক সংক্রান্ত অপরাধের জেরে বেশ কয়েকজন পাকিস্তানিকে বহিষ্কার করেছে। আত্মহত্যার চেষ্টা করার অভিযোগে আরেক পাকিস্তানিকে বের করে দিয়েছে ইউএই।
সেইসঙ্গে ওমান, ক্যাম্বোডিয়া, বাহরাইন, আজারবাইজান, ইরাক এবং মেক্সিকোও পাকিস্তানি নাগরিকদের বিতাড়িত করেছে। এ ছাড়া মানব পাচারের অভিযোগে দুই পাকিস্তানিকে বের করে দিয়েছে সেনেগাল এবং মৌরিতানিয়া।
বিভিন্ন দেশ থেকে বিতাড়িত এসব পাকিস্তানির মধ্যে ১৬ জনকে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির (এফআইএ) মানব পাচার বিরোধী সার্কেলে এবং ছয়জনকে লারকানা, কালাত, রাওয়ালপিন্ডি, গুজরানওয়ালা ও শাহিওয়াল পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ছাড়া একই সময় করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষও বিভিন্ন কারণে ৮৬ জন যাত্রীকে বিমান থেকে নামিয়ে দিয়েছে। তাদের নথি ঠিকমতো ছিল না বলে জানানো হয়েছে।
সম্প্রতি বিভিন্ন দেশ থেকে পাকিস্তানি নাগরিকদের বের করে দেওয়ার ঘটনা বেশ বেড়েছে। বিশেষ করে ভিক্ষাবৃত্তির কারণে সৌদি আরব পাকিস্তানি অনেক নাগরিককে ইতোমধ্যে বিতাড়িত করেছে।