ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় যাওয়ার পথে বাসের সঙ্গে একটি গাড়ির সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন ভক্ত নিহত হয়েছেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
খবরে বলা হয়েছে, প্রয়াগরাজ-মির্জাপুর হাইওয়ের মেজা এলাকায় ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন আরও ১৯ জন। ছত্তিশগড়ের করবা জেলা থেকে আসা ভক্তরা কুম্ভমেলার গঙ্গা, যমুনা ও পৌরাণিক সরস্বতী নদীর সঙ্গমস্থলে স্নান করার উদ্দেশ্যে আসছিলেন। পথিমধ্যে তারা দুর্ঘটনার কবলে পড়েন।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে দুর্ঘটনার বিষয়ে জানানো হয়েছে। তিনি দ্রুত চিকিৎসা ও অন্যান্য সহায়তা কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন।
এর আগে গত সপ্তাহে কুম্ভমেলা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় অন্ধ্র প্রদেশের সাতজন ভক্ত নিহত হয়েছেন। সেইসঙ্গে আহত হন অন্তত দুইজন।
এ ছাড়া গত ২৯ জানুয়ারি মহাকুম্ভমেলায় পদদলিতের ঘটনায় অন্তত ৩০ জনের প্রাণহানি ঘটেছে। গত ১৩ জানুয়ারি মহাকুম্ভমেলার শুরু হয়েছে, শেষ হবে আগামী ২৬ ফেব্রুয়ারি।
আমার বার্তা/জেএইচ