গাজা যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার শঙ্কার মধ্যেই ঘোষিত তিন ইসরাইলি জিম্মিকে শনিবার মুক্তি দিলো ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। টাইমস অব ইসরাইল জানিয়েছে, খান ইউনিসে মুক্তির আগে তিন ইসরাইলি জিম্মিকে জনসম্মুখে উপস্থাপন করে হামাস।
সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মুক্তির আগে তিন জিম্মি সাগুই ডেকেল-চেন, সাশা ট্রুফানোভ ও ইয়াইর হর্নকে হামাসের বন্দুকধারীরা একটি সাদা ভ্যান থেকে বের করে আনেন। এরপর তাদের একটি মঞ্চে তোলা হয়, যেখানে হামাসের নির্দেশে তারা জনতার সামনে কিছু কথা বলে।
আগের জিম্মি মুক্তির মতো, তাদেরও হামাসের পক্ষ থেকে বিভিন্ন স্মারক উপহার দেওয়া হয়।
প্রতিবারই জিম্মি মুক্তিতে ব্যাপক শোডাউন করে হামাসের যোদ্ধারা। তবে এবার অক্টোবর ৭ হামলায় ইসরাইল থেকে ছিনতাই করা গাড়িতে তিন জিম্মিকে নিয়ে আসে হামাস।
হামাসের সশস্ত্র শাখা ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেডের একটি সূত্র কাতারভিত্তিক আল জাজিরাকে জানিয়েছে, আজ মুক্তির জন্য নির্ধারিত তিন ইসরাইলি জিম্মিকে হামাস একটি গাড়িতে করে এনেছে। যা মূলত ইসরাইলি সেনাবাহিনীর।
এছাড়া ফিলিস্তিনি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, খান ইউনিসে জিম্মি হস্তান্তরের সময় কিছু হামাস সদস্য ইসরাইলি সামরিক বাহিনীর (আইডিএফ) ইউনিফর্ম ও সামরিক বর্ম পরিহিত অবস্থায় উপস্থিত হয় এবং ৭ অক্টোবরের হামলায় দখল করা অস্ত্র বহন করছিল।
এছাড়া, হামাস বন্দি সাগুই ডেকেল-চেনকে একটি স্বর্ণের মুদ্রা উপহার দিয়েছে, যা তার মেয়ের জন্ম উপলক্ষে দেওয়া হয়। তার মেয়ে তার বন্দিত্বের চার মাস পর জন্মগ্রহণ করে।
এদিকে, তিনজনের পরিবারের সদস্যরা যখন তাদের টেলিভিশনের পর্দায় দেখতে পান, তখন উচ্ছ্বাসে ফেটে পড়েন এবং আনন্দ প্রকাশ করেন। আজ সকালে গাজা থেকে মুক্তি পাওয়া তিন জিম্মির প্রত্যাবর্তন দেখার জন্য শত শত মানুষ তেল আবিবের ‘হোস্টেজ স্কয়ারে’ জড়ো হন।
উপস্থিত জনতা উদ্বেগ ও প্রত্যাশার মধ্যে বন্দিদের মুক্তির মুহূর্ত প্রত্যক্ষ করেন। অনেকে নিজেদের অনুভূতি প্রকাশ করতে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে সেখানে সমবেত হন।
তিন জিম্মির মুক্তির বিনিময়ে আজই ইসরাইলি কারাগার থেকে ৩৬৯ ফিলিস্তিনি মুক্তির কথা রয়েছে।
আমার বার্তা/এমই