ব্রাজিলের রিও ডি জেনিরোতে রোববার (৬ জুলাই) উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের ১৭তম সম্মেলন শুরু হয়েছে। সম্মেলনে জোটভুক্ত দেশগুলোর নেতারা অংশ নিয়েছেন। সম্মেলন চলার মধ্যেই যুক্তরাষ্ট্রের নীতির বিরুদ্ধে যুক্ত থাকলে অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রোববার বিকেলে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে ট্রাম্পের শুল্ক নীতির সমালোচনা করে ব্রিকস জোট সতর্ক করে বলেছে, শুল্ক বৃদ্ধি বিশ্ব বাণিজ্যকে হুমকির মুখে ফেলবে।
একই সঙ্গে তারা আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সংস্কার এবং প্রধান মুদ্রাগুলোর মূল্য নির্ধারণ প্রক্রিয়া নিয়ে পরিবর্তনের প্রস্তাবও তোলে।
এর কয়েক ঘণ্টা পর ট্রাম্প ব্রিকসে যোগ দিলে শুল্ক আরোপের হুমকি দেন। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এক পোস্টে ট্রাম্প বলেন, ‘ব্রিকসের অ্যান্টি-আমেরিকান নীতির সঙ্গে যে দেশ হাত মেলাবে, তাদের জন্য অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এই নীতির কোনো হেরপের হবে না। সতর্ক থাকার জন্য ধন্যবাদ।’
আগে থেকেই ট্রাম্প ব্রিকসকে নিয়ে সমালোচনামুখর। দীর্ঘদিন ধরেই তিনি বলে আসছেন, এই জোট তৈরি হয়েছে সদস্য দেশগুলোর আন্তর্জাতিক অবস্থান শক্তিশালী করতে এবং যুক্তরাষ্ট্র ও পশ্চিম ইউরোপের নেতৃত্বকে চ্যালেঞ্জ জানাতে।
ব্রিকস মূলত ব্রাজিল, রাশিয়া, ভারত এবং চীন নিয়ে ২০০৯ সালে উদীয়মান অর্থনীতির জন্য একটি সহযোগিতা প্ল্যাটফর্ম হিসেবে গঠিত হয়। পরে ২০১০ সালে এতে দক্ষিণ আফ্রিকা যোগ দেয়। পরে আরও পাঁচ দেশ ব্রিকসে যোগ দেয়। দেশগুলো হলো- সৌদি আরব, ইরান, মিশর, সংযুক্ত আরব আমিরাত ও ইথিওপিয়া।
আমার বার্তা/এল/এমই