কম্বোডিয়ার বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে থাইল্যান্ডের সেনাবাহিনী। সীমান্ত সংঘাত বন্ধে যুদ্ধবিরতিতে দুই দেশ রাজি হওয়ার কয়েক ঘণ্টা পরই এই অভিযোগ করল থাইল্যান্ড।
মঙ্গলবার (২৯ জুলাই) আল জাজিরার প্রতিবেদনে এ খবর জানানো হয়।
সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ-পূর্ব এশীয় দুই দেশের মধ্যে বিতর্কিত সীমান্ত অঞ্চলে মারাত্মক লড়াই বন্ধ করার চুক্তি সত্ত্বেও বিক্ষিপ্ত সংঘর্ষ অব্যাহত রয়েছে।
মঙ্গলবার এক বিবৃতিতে থাই সেনাবাহিনীর মুখপাত্র উইনথাই সুভারি বলেন, থাই সেনারা যথাযথভাবে এবং আত্মরক্ষার জন্য প্রতিশোধ নিয়েছে।
উইনথাই বলেন, যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার সময়, থাই পক্ষ দেখেছে যে, কম্বোডিয়ান বাহিনী থাই ভূখণ্ডের বেশ কয়েকটি এলাকায় সশস্ত্র আক্রমণ শুরু করেছে।
তিনি আরও বলেন, এটি চুক্তির ইচ্ছাকৃত লঙ্ঘন এবং পারস্পরিক আস্থা নষ্ট করার স্পষ্ট প্রচেষ্টা।
এর আগে মালয়েশিয়ায় শান্তি আলোচনায় বসেন থাইল্যান্ড ও কম্বোডিয়ার নেতারা। শান্তি আলোচনার পর, উভয়ই তাদের ৮০০ কিলোমিটার (৫০০ মাইল) সীমান্তের বিতর্কিত অঞ্চলে লড়াই বন্ধ করার জন্য যুদ্ধবিরতিতে রাজি হন।
সোমবার মধ্যরাত থেকে দুই পক্ষের একটি নিঃশর্ত যুদ্ধবিরতি কার্যকর হয়।
গত পাঁচ দিনের সংঘর্ষে দুই দেশের কমপক্ষে ৩৮ জন নিহত এবং প্রায় ৩০০,০০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
এদিকে, শান্তি চুক্তি অনুযায়ী মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টায় উভয় পক্ষের সামরিক কমান্ডারদের বৈঠকের কথা ছিল। তবে, থাই সেনাবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, উভয় পক্ষের মধ্যে আলোচনা এখন স্থানীয় সময় সকাল ১০টায় হওয়ার কথা রয়েছে।
আমার বার্তা/এল/এমই