ই-পেপার শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২

তত্ত্বাবধায়ক ফিরলে সংসদের ক্ষমতাকে খর্ব করবে, প্রশ্ন প্রধান বিচারপতির

আমার বার্তা অনলাইন:
২২ অক্টোবর ২০২৫, ১৬:২৪

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলে তা সংসদের ক্ষমতাকে খর্ব করবে কিনা, এমন প্রশ্ন রেখেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

বুধবার (২২ অক্টোবর) তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল বিভাগে দ্বিতীয় দিনের শুনানিতে এ প্রশ্ন রাখেন প্রধান বিচারপতি। এদিন বদিউল আলম মজুমদারের আইনজীবী ড. শরীফ ভূঁইয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে দিয়ে ১৪তম জাতীয় নির্বাচন থেকে তা কার্যকর চেয়ে আপিল বিভাগে শুনানি করেন।

এ সময় তিনি আপিল বিভাগকে বলেন, হাইকোর্ট থেকে আপিল বিভাগ পর্যন্ত মোট ১২ জন বিচারপতি এ মামলাটি শুনেছেন। কিন্তু এর মধ্যে ৮ জনই তা রাখার পক্ষে মত দেন। সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকসহ চারজন তা বাতিল করতে বলেন।

পরে আইনজীবী শরীফ ভুঁইয়া বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আপিল বিভাগ একটি গাইডলাইন করে দিতে পারে। প্রধান বিচারপতি বলেছেন— তত্ত্বাবধায়ক মামলার আপিল শুনানি শেষ না হওয়া পর্যন্ত অন্য কোনো মামলার আপিল শুনানি হবে না। এটাই এখন সবচেয়ে বড় মামলা।

এর আগে ২১ অক্টোবর নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের প্রথম দিনের শুনানি হয়। গত ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে করা আবেদনের শুনানি শেষে আপিলের অনুমতি দেওয়া হয়। এরপর ড. বদিউল আলম মজুমদারসহ পাঁচ বিশিষ্ট ব্যক্তি, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আপিল করেন।

প্রসঙ্গত, সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে ত্রয়োদশ সংশোধনী জাতীয় সংসদে গৃহীত হয় ১৯৯৬ সালে। এ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে ১৯৯৮ সালে অ্যাডভোকেট এম সলিম উল্লাহসহ তিনজন আইনজীবী হাইকোর্টে রিট করেন। ২০০৪ সালের ৪ আগস্ট হাইকোর্ট বিভাগ এ রিট খারিজ করেন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বৈধ ঘোষণা করা হয়।

এ সংশোধনীর বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী এম সলিমউল্লাহসহ অন্যরা ১৯৯৮ সালে হাইকোর্টে রিট করেন। প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুল দেন। হাইকোর্টের বিশেষ বেঞ্চ চূড়ান্ত শুনানি শেষে ২০০৪ সালের ৪ আগস্ট রায় দেন।

এ রায়ের বিরুদ্ধে সরাসরি আপিলের অনুমতি দেওয়া হয়। এর ধারাবাহিকতায় ২০০৫ সালে আপিল করে রিট আবেদনকারীপক্ষ। এই আপিল মঞ্জুর করে আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ ২০১১ সালের ১০ মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন।

ঘোষিত রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলোপসহ বেশ কিছু বিষয়ে আনা পঞ্চদশ সংশোধনী আইন ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পাস হয়। ২০১১ সালের ৩ জুলাই এ–সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।

৫ আগস্ট সরকার পরিবর্তনের পর এ রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচ বিশিষ্ট ব্যক্তি। অন্য চারজন হলেন- তোফায়েল আহমেদ, এম হাফিজউদ্দিন খান, জোবাইরুল হক ভূঁইয়া ও জাহরা রহমান।

আপিল বিভাগের ওই রায় পুনর্বিবেচনা চেয়ে ১৬ অক্টোবর একটি আবেদন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া রায় পুনর্বিবেচনা চেয়ে গত বছরের ২৩ অক্টোবর আরেকটি আবেদন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

পরবর্তী সময়ে নওগাঁর রানীনগরের নারায়ণপাড়ার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো. মোফাজ্জল হোসেন আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা চেয়ে গত বছর একটি আবেদন করেন।

আমার বার্তা/এমই

বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের দায়ে আমৃত্যু কারাদণ্ড

ফরিদপুরে বাক ও বুদ্ধি প্রতিবন্ধী এক তরুণীকে (২১) ধর্ষণের দায়ে মো. ইসমাইল শেখ (৪৭) নামে

চট্টগ্রাম বন্দরের মাশুল বৃদ্ধির বৈধতা নিয়ে হাইকোর্টের রুল জারি

চট্টগ্রাম বন্দরের নতুন বর্ধিত মাশুলের বৈধতা নিয়ে হাইকোর্ট রুল জারি করেছেন। আদালত আগামী ১৫ দিনের

সাহস থাকলে ন্যায়বিচারের মুখোমুখি হতেন শেখ হাসিনা

সাহস থাকলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ন্যায়বিচারের মুখোমুখি হতেন উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

মানি লন্ডারিংয়ের মামলায় সম্রাটকে আদালতে হাজিরের নির্দেশ

১৯৫ কোটি টাকা পাচারের অভিযোগে রাজধানীর রমনা থানার মানি লন্ডারিংয়ের মামলায় জামিনে থাকা আসামি ক্যাসিনোকাণ্ডে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনের জন্য পুরো জাতি প্রস্তুত: শফিকুল আলম

মস্কোয় মরক্কো-রাশিয়া পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত

প্রধান উপদেষ্টার সৌদি আরব সফর বাতিল

নরসিংদীতে বাসচাপায় অটোরিকশাচালকসহ নিহত ৩

সিলেট-সুনামগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, মা-মেয়ে নিহত

এপেক সম্মেলনে আলাদা বৈঠক করবেন ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং

যৌথ অগ্নিনির্বাপণ মহড়া চালিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

নির্বাচন কমিশন চাইলে পুরো এলাকার ভোট বাতিল করতে পারবে: আইন উপদেষ্টা

ভারতের হায়দরাবাদ থেকে বেঙ্গালুরুগামী বাসে ভয়াবহ আগুন, নিহত ১০

গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি: জাতিসংঘ

২৪ অক্টোবর ঘটে যাওয়া নানান ঘটনা

ইভিএম বাতিল, প্রার্থীর দেশি-বিদেশি আয়ের তথ্য প্রকাশ বাধ্যতামূলক

ঢাবিতে ডাকসুর নেতৃত্বে ভবঘুরে ও মাদকাসক্তদের উচ্ছেদ অভিযান

জবির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী দিবস উদযাপন করা হবে ২৭ অক্টোবর

শাহজালাল বিমানবন্দর অগ্নিকাণ্ডে বাড় বাড়ন্ত কল্পিত কিচ্ছা-কাহিনী

পশ্চিমতীর অধিগ্রহণ করলে যুক্তরাষ্ট্রের সব সহায়তা হারাবে ইসরায়েল

একক প্রার্থীর আসনে ‘না’ ভোটের বিধান থাকবে: আসিফ নজরুল

কিছু রাজনৈতিক দল নির্বাচন পেছানোর চেষ্টা করছে: ফখরুল

ধর্ষণের বিচার চেয়ে জবি ছাত্রী সংস্থার মানববন্ধন

দুদকের অভিযান: চসিকের ৪০ কোটি টাকা কর ফাঁকির অভিযোগ