নারী উন্নয়ন শক্তি (NUS) এবং বাংলাদেশ শিশু অধিকার ফোরামের (BSAF) যৌথ উদ্যোগে ৬০ জন কিশোর-কিশোরীদের অংশগ্রহণে শিশু নির্যাতন ও পাচার রোধে একটি দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালার উদ্দেশ্য ছিল কিশোর-কিশোরীদের শিশু অধিকার, নিরাপত্তা, এবং পাচার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করা এবং তাদের নিজ নিজ কমিউনিটিতে নেতৃস্থানীয় ভূমিকা পালন করার জন্য প্রস্তুত করা।
কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিশু অধিকার ফোরামের কোষাধ্যক্ষ জনাব কাজী শামসুল আলম। তিনি শিশু পাচার রোধে পরিবার ও সমাজের সক্রিয় ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. সুলতান মোহাম্মদ রাজ্জাক, নির্বাহী পরিচালক, ফোরাম ফর কালচার অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট। তিনি শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে সবার অংশগ্রহণের আহ্বান জানান।
প্রশিক্ষণ কার্যক্রমের সভাপতি নারী উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভীন কর্মশালার অংশগ্রহণকারীদের উদ্দেশে বলেন, “শিশু নির্যাতন ও পাচার একটি মানবিক সংকট। কিশোর-কিশোরীদের সচেতনতা ও সক্ষমতা বাড়িয়ে এ সমস্যার সমাধানে একটি শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলা সম্ভব।”
বিশেষ অতিথি খন্দকার রিয়াজ হোসেন, পরিচালক, গ্রামবাংলা উন্নয়ন কমিটি বলেন, “শিশুদের উপর নির্যাতন ও সহিংসতা রোধে পরিবার থেকে শুরু করে সমাজ ও রাষ্ট্রের সকল পর্যায়ের ব্যক্তিবর্গকে সম্পৃক্ত করে কমিউনিটিভিত্তিক শিশু সুরক্ষা কার্যক্রম গ্রহণ করতে হবে।”
কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন নুসরাত সুলতানা আফরোজ, এক্সিকিউটিভ চেয়ারপারসন, ইয়াং উইমেন ফর ডেভেলপমেন্ট রাইট অ্যান্ড ক্লাইমেট। তিনি শিশুদের অধিকার ও পাচার প্রতিরোধে তাদের কার্যকর ভূমিকা পালনের জন্য বিভিন্ন কৌশল ও পদ্ধতি নিয়ে আলোচনা করেন।
এই কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা পাচার প্রতিরোধের কৌশল, আত্মরক্ষার পদ্ধতি এবং কমিউনিটির মধ্যে সচেতনতা তৈরির পদ্ধতি সম্পর্কে দক্ষতা অর্জন করেন।
উল্লেখ্য, নারী উন্নয়ন শক্তি ও বাংলাদেশ শিশু অধিকার ফোরাম ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রেখে শিশুদের জন্য একটি সুরক্ষিত সমাজ গড়ার প্রচেষ্টা চালিয়ে যাবে।
আমার বার্তা/এমই