স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কোনও বিদেশি নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। কোনও দেশের নাম উল্লেখ না করে তিনি বলেন, অনেক দেশেরই নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন বলে তাদের কাছে তথ্য রয়েছে। তবে কত বিদেশি এখন বাংলাদেশে অবস্থান করছেন, সেই তথ্য তার কাছে নেই বলেও জানান তিনি।
রোববার (৮ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বড় দিন ও থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ২৫ ডিসেম্বর বড়দিন এবং ৩১ ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে শৃঙ্খলা কমিটির সভা ছিল। এ সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতির যাতে কোনও অবনতি না হয়, তারা যাতে সুন্দরভাবে অনুষ্ঠান পালন করতে পারে, সেসব নিয়ে আমরা আলোচনা করেছি।
তিনি বলেন, ৩১ ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইটে আমাদের তরুণ সমাজের মধ্যে কিছুটা বিশৃঙ্খলা দেখা দেয়। তারা বিভিন্ন জায়গায় একটু পানিটানি খায়, যাতে সেটা না করে আপনারাসহ সবাই তাদের একটু বুঝিয়ে বলবেন। যাতে রাস্তাঘাটে কোনও অসুবিধা না ঘটায়। ওইদিন আমাদের সাধারণ মদের বারগুলো বন্ধ থাকবে। আতশবাজি ও ফানুস ওড়ানো নিষিদ্ধ করা হয়েছে। এটা যাতে কেউ না ওড়ায় সে জন্য অনুরোধ করছি। আমাদের ধর্মীয় অনুষ্ঠানগুলোতেও এগুলো গ্রহণযোগ্য না।
দেশের পুরো সীমান্ত এলাকায় বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সীমান্তে কোনও অবৈধ অনুপ্রবেশ বরদাস্ত করা হবে না। আপনারা সত্যি খবর প্রচার করলে তাদের মিথ্যা খবরের মুখে চুনকালি পড়বে। তাছাড়া বর্ডারে বড় ধরনের কোনও সমস্যা হয়নি।
আমার বার্তা/জেএইচ/এমই