ই-পেপার শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১

শুধু হুংকার নয়, ভারতের ক্ষতিকর সব প্রকল্প বাতিল করুন: আনু মুহাম্মদ

নিজস্ব প্রতিবেদক:
২০ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৫
আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ১৯:০১
কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা শুরুর আগে বক্তব্য দেন অধ্যাপক আনু মুহাম্মদ

বাংলাদেশে ভারত যে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে, সাম্প্রদায়িকতার যে উসকানি দিচ্ছে- তার বিরুদ্ধে আমাদের সদা জাগ্রত থাকতে হবে বলে জানিয়েছেন অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ।

তিনি বলেন, সরকারের সঙ্গে যুক্ত যারা আছেন তাদের বলবো, ভারতের বিরুদ্ধে হুংকার দেওয়াই যথেষ্ট নয়। বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করার জন্য ভারতের সুনির্দিষ্ট যেসব প্রকল্প আছে, সেগুলো বাতিল করার ব্যবস্থা করতে হবে।

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু আগে এসব কথা বলেন তিনি। ‘৭১ থেকে ২৪ বিজয়ের লড়াই: ৫৩ বছরের সকল লড়াইয়ের স্মৃতি যাপনে পদযাত্রা’ করে গণতান্ত্রিক অধিকার কমিটি।

অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, অনেকে ভারতের বিরুদ্ধে কথা বলছেন, কিন্তু রামপাল বিদ্যুৎকেন্দ্র যেটা বাংলাদেশের সর্বনাশ করছে- সেটা বাতিল করার কথা বলছেন না। আমরা সেটা বাতিল করার দাবি জানাই। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রাশিয়ার অর্থায়নে করা হলেও এটি ভারতের ব্যবস্থাপনায় তৈরি হচ্ছে। ভারতের আধিপত্য এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের মধ্যেও আছে। ভয়ঙ্কর এই প্রকল্প বাতিলের দাবি জানাই। সীমান্ত হত্যা বন্ধের দাবি জানাই।

তিনি বলেন, বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাই, দেশের কোনো সংখ্যালঘু বা কোনো মানুষ যেন নিপীড়নের শিকার না হয় সেটি নিশ্চিত করতে হবে। জুলাই হত্যাকাণ্ডের বিচারের পাশাপাশি যারা মব ভায়োলেন্স, জোর জবরদস্তি করছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করতে হবে।

অধ্যাপক আনু মুহাম্মদ আরও বলেন, ২০০৬ সালে পোশাকশ্রমিকরা তাদের মজুরির দাবিতে আন্দোলন করেছেন। ২০০৬ সালে কৃষকদের বিশাল আন্দোলনে ২০ জন শহীদ হন। ফুলবাড়ির গণঅভ্যুত্থানে তিনজন শহীদ হন। ২০০৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আক্রমণের বিরুদ্ধে আন্দোলন তৈরি হয়। ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে ক্ষমতা চিরস্থায়ীকরণের বাসনায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে। এরপর ২০১৪ সাল থেকে একের পর এক আর কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

তিনি বলেন, এর মধ্যে জাতীয় সম্পদ তেল, গ্যাস, কয়লাসহ যেসব চুক্তি করা হতে থাকে এর বিরুদ্ধে আন্দোলন হয়। সুন্দরবন রক্ষার জন্য আন্দোলন, রামপাল বিদ্যুৎকেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন বাংলাদেশের মানুষকে ব্যাপকভাবে ঐক্যবদ্ধ করে। পাশাপাশি গণতন্ত্র রক্ষার আন্দোলন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন, বাংলাদেশের শিক্ষক-শিক্ষার্থী-কৃষক-শ্রমিক-নারীদের আন্দোলন এই দেশে তৈরি হয়েছে। যে আন্দোলনের শক্তির ওপর দাঁড়িয়ে গত জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের মাধ্যমে আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত একটা সরকারকে উৎখাত করে। এর মাধ্যমে বাংলাদেশের জনগণ আবারও প্রমাণ করেছে তাদের উপরে স্বৈরশাসনের আধিপত্য আছে কিন্তু জনগণের প্রতিরোধ ও শক্তি, সর্বজনের বাংলাদেশ গড়ার যে ঐক্য, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষায় মানুষ কখনো হাল ছাড়েনি। সে লড়াই অব্যাহত আছে এবং সে লড়াই অব্যাহত রাখার বার্তা নিয়ে আমরা আজ এই পদযাত্রার আয়োজন করেছি।

এই অর্থনীতিবিদ বলেন, ভারত, চীন, যুক্তরাষ্ট্র, পাকিস্তান যে কোনো বহিরাগত শাসকশ্রেণির সাম্রাজ্যবাদ যে নামেই ডাকি না কেন, কারও আধিপত্য এই দেশ গ্রহণ করবে না। আজ যারা ক্ষমতায় আছেন তাদের বৈষম্যহীন বাংলাদেশের এই ক্ষেত্র গুলোতে যথাযথ ভূমিকা পালনের দাবি জানাবো। সরকার গঠনের দুই মাসের মধ্যে আমরা সরকারের আশু করণীয় কাজের তালিকা করে সরকারকে জানিয়েছি। তিন মাস পর তার পর্যালোচনা করেছি। ছয় মাস পরে আমরা আবারও পর্যালোচনা করবো।

পরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বাহাদুর শাহ পার্কের উদ্দেশে পদযাত্রা শুরু হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

আমার বার্তা/এমই

এ বছর ১৫০ জনের বেশি টিভি সাংবাদিক চাকরিচ্যুত

শুধু চলতি বছরেই দেশের টেলিভিশনগুলোতে কর্মরত ১৫০ জনের বেশি সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে। ৩৫ শতাংশ

বাংলাদেশে গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা পেয়েছে কমিশন

বাংলাদেশে গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে তদন্ত কমিশন। দুই দেশের মধ্যে বন্দী বিনিময়ের কার্যক্রম

টেকসই উন্নয়ন মাথায় রেখে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য নীতি করার তাগিদ

দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য কোনো নীতি প্রণয়ের আগে টেকসই উন্নয়নের বিষয়টি অবশ্যই মাথায় রাখার তাগিদ

রোহিঙ্গা সংকট সমাধান ছাড়া মিয়ানমারে শান্তি স্থায়ী হবে না

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, রোহিঙ্গা সমস্যা সমাধান ছাড়া মিয়ানমারে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমলনগরে জামায়াতের লরেন্স ইউনিয়ন কর্মী সম্মেলন

ব্রাহ্মণপাড়ায় ট্রাক্টরের চাপায় কলেজ ছাত্রের মৃত্যু আহত ২

২০২৫ সালের মধ্যে নির্বাচনের পক্ষে মত বিএনপির যুগপৎ সঙ্গীদের

রাজধানীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের উদ্যোগে সেমিনার

গজারিয়ায় একাধিক মাদ্রাসা ও এতিমখানায় শীতবস্ত্র বিতরণ

সাকিব ও তামিমের চ্যাম্পিয়নস ট্রফি খেলা নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

এ বছর ১৫০ জনের বেশি টিভি সাংবাদিক চাকরিচ্যুত

পাকিস্তান থেকে দ্বিগুণ পণ্য নিয়ে আবার এলো সেই জাহাজ

স্মৃতিস্তম্ভে জুতা পরে হিরো আলমের টিকটক, ভিডিও ভাইরাল

এশিয়াকাপ জয়ীদের জন্য বড় অঙ্কের পুরস্কার ঘোষণা বিসিবির

লাইসেন্স ও ট্যাক্সের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা

বিএনপি সমর্থিত দুই মেম্বারের সামাজিক বিরোধে প্রাণ গেল যুবকের

ঢাকা মেট্রোকে হারিয়ে ফাইনালে রংপুর

চট্টগ্রামে সাদাকা ফান্ডের বর্ষপূর্তি উপলক্ষে সম্মেলন অনুষ্ঠিত

চাঁদাবাজরা যেন ক্ষমতায় আসতে না পারে, সতর্ক থাকুন: হাসনাত

জুড়ীতে মরহুম আব্দুল আজিম মাস্টার মেধাবৃত্তি প্রকল্প পরীক্ষা অনুষ্ঠিত

জনগণই ঠিক করবে দেশ পরিচালনা কে করবে: গয়েশ্বর

কুষ্টিয়াতে রাতের আঁধারে কৃষকের পেঁয়াজের চারা কর্তন

বাংলাদেশে গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা পেয়েছে কমিশন