অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে শফিকুল ইসলাম নামের একজন সহকারী কমিশনারের নিয়োগের অবসান ঘটিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সোমবার (২০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের শৃঙ্খলা-৩ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, মো. শফিকুল ইসলাম ৪১তম বিসিএসের মাধ্যমে ২০২৪ সালের ২৮ জুলাই বিসিএস (প্রশাসন) ক্যাডারে সরাসরি নিয়োগপ্রাপ্ত হন। তিনি বিভাগীয় কমিশনারের কার্যালয়, ঢাকার অধীনে সহকারী কমিশনার (শিক্ষানবিশ) হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়, কিশোরগঞ্জে পদায়িত হয়ে ২৯ জুলাই যোগদান করেন।
তবে, ১ সেপ্টেম্বর ২০২৪ থেকে তিনি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, তার শিক্ষানবিশকালীন চাকরির আচরণ ও কর্মসম্পাদন সন্তোষজনক নয়। ফলে, বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১-এর বিধি ৬(২)(ক) অনুযায়ী তার নিয়োগের অবসান ঘটানো হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
আমার বার্তা/এমই