
মালয়েশিয়ার নির্বাচন কমিশনের চেয়ারম্যান দাতুক সেরি রামলান হারুনের নেতৃত্বে মালয়েশিয়ার ১৪ জন পর্যবেক্ষক ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবেন।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, দেশের ১৩তম সাধারণ নির্বাচন এবং সংস্কার সনদের উপর জাতীয় গণভোট কীভাবে অনুষ্ঠিত হচ্ছে তা পর্যবেক্ষণ করতে ১৬টি দেশের মোট ৫৭ জন নির্বাচন পর্যবেক্ষক বাংলাদেশে আসবেন।
এদের মধ্যে মালয়েশিয়ার সবচেয়ে বেশি সংখ্যক পর্যবেক্ষকদের একটি দল রয়েছে, তার পরেই রয়েছে তুর্কিয়ে, যারা ১২ জন পর্যবেক্ষক পাঠাচ্ছে।
২০২৪ সালে ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। পর্যবেক্ষক প্রেরণকাররী দেশগুলির মধ্যে আরো রয়েছে ইন্দোনেশিয়া, জাপান, ভুটান এবং পাকিস্তান।
ঘানার প্রাক্তন রাষ্ট্রপতি নানা আকুফো-আদ্দোর নেতৃত্বে ১৪ সদস্যের কমনওয়েলথ পর্যবেক্ষক দলে রয়েছেন মালয়েশিয়ার জাতীয় নিউজ এজেন্সি বার্নামার প্রাক্তন চেয়ারম্যান সিনেটর
দাতুক রাস আদিবা রাদজি।
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আশাবাদী যে নির্বাচনে দেশটি তার ইতিহাসে একটি নতুন গণতান্ত্রিক অধ্যায় লিখবে।
"গণভোট জনগণকে ভবিষ্যতের রাষ্ট্র ব্যবস্থা গঠনের বিষয়ে তাদের মতামত প্রকাশ করার সুযোগ দেবে, অন্যদিকে জাতীয় সংসদ (সংসদ) নির্বাচন তাদের সেই মতামত বাস্তবায়নের জন্য উপযুক্ত প্রতিনিধি নির্বাচন করতে সক্ষম করবে," তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন।
মালয়েশিয়া দীর্ঘ সময় ধরে বাংলাদেশের একটি পরীক্ষিত ভ্রাতৃপ্রতিম দেশ এবং দেশটি বাংলাদেশের সকল বিশেষ সময়ে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে পাশে দাঁড়িয়েছে।
আমার বার্তা/জেইচ

