ই-পেপার শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১

গুণী শিক্ষার্থীদের মুখে গুণী শিক্ষকের মূল্যায়ন

বিপ্লব বড়ুয়া:
০১ সেপ্টেম্বর ২০২৪, ১৬:১৪

# প্রধান উপদেষ্টার ক্লাসমেট শিক্ষক বিমল বড়ুয়াকে নিয়ে গুণী শিক্ষার্থীদের অব্যক্ত কথামালা

মানুষ মাত্রেই কোন না কোন গুণের অধিকারী। গুণের রয়েছে নানান শ্রেণি বিন্যাস। গুণবান মানুষ ব্যতীত সমাজ-দেশ কখনো উন্নত হতে পারে না। আজকে এমন একজন মানুষের কথা বলতে চাই, যে নাকি দারিদ্রতাকে জয় করেই মহান শিক্ষকতা পেশায় খ্যাতি অর্জন করেছিলেন, পেয়েছেন জাতীয় পুরস্কার। শিক্ষকতাকে মহানব্রত হিসেবে নিয়ে শত শত ছাত্রকে নিজের সন্তানস্নেহে শিক্ষাদান করেছেন। বিনিময়ে লাভ করেছেন অভাবনীয় আত্মসম্মান আত্মমর্যাদা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল পুরস্কার বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস এর ক্লাসমেট যার সাথে চট্টগ্রাম কলেজে এইচএসসিতে শিক্ষাজীবন কাটিয়েছিলেন, তিনি হলেন বাংলাদেশের স্বনামধন্য বিদ্যাপীঠ চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের প্রাক্তন শিক্ষক বিমল কান্তি বড়ুয়া। ১৯৫৭ সালে এইচএসসিতে তিন শতাধিক ছাত্র-ছাত্রীদের মধ্যে থেকে মেধাকোটায় সরকারের বৃত্তি লাভ করেন মাত্র দুইজন ছাত্র। তাঁর মধ্যে একজন প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস অন্যজন শিক্ষক বিমল কান্তি বড়ুয়া। প্রফেসর ইউনূসের মাসিক বৃত্তির পরিমাণ ছিল ৩০ টাকা আর বিমল কান্তি বড়ুয়ার বৃত্তির পরিমাণ ২০ টাকা। তা ছাড়া এই দুইজন অবৈতনিক ছাত্র হিসেবে সম্পূর্ণ ফ্রিতে পড়ার সুযোগ লাভ করেন। এইচএসসি সম্পন্ন করার পর তাদের দু’জনের মধ্যে আর তেমন একটা দেখা সাক্ষাৎ হয়নি। বিমল কান্তি বড়ুয়া শিক্ষকতার প্রায় অধিকাংশ সময় কাটিয়েছেন ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্টান চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে। পরবর্তিতে অবসরে যাওয়ার পূর্বমূহুর্তে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন খাগড়াছড়ি সরকারি স্কুলে। ৯ ফেব্রুয়ারি ১৯৯৫ সালে লাভ করেন দেশসেরা শ্রেষ্ঠ প্রধান শিক্ষকের জাতীয় পুরস্কার।

সম্প্রতি বিমল কান্তি বড়ুয়া’র সংস্পর্শে গেলে শিক্ষক-শিক্ষার্থিদের মধ্যে বর্তমান যে টানাপোড়ন চলছে তখনকার সময়ের স্মৃতির কথা পুনর্ব্যক্ত করে আবেগ তাড়িত হয়ে পড়েন। শিক্ষক বিমল কান্তি বড়ুয়া বলেন, “শিক্ষকের দুটি মাত্র চোখ নয়। তাঁরা অন্তরে অজস্র চোখ দিয়ে দেখেন। তেমনি ছাত্র এবং অভিভাবকদেরও চোখ অনেক। তাঁরাই প্রকৃত বিচারক। তাঁরাই জানেন প্রকৃত শিক্ষক কে।” বার্ধক্যের সাথে এই প্রবীন শিক্ষকের জীবনযুদ্ধ চলমান থাকলেও এখনো অসংখ্য ছাত্রের নাম অনর্গল বলতে পারেন। অনেক ছাত্র এখনো স্যারের খোঁজখবর রাখেন সময়সুযোগে সেই প্রিয় স্যার থেকে দোয়া নিতে বাসায় ছুটে যান। এই গুণী শিক্ষকের অসংখ্য গুণী ছাত্র বর্তমানে দেশের শীর্ষস্থানে নিয়োজিত আছেন । তাদের মধ্যে থেকে প্রিয় শিক্ষককে নিয়ে কয়েক শিক্ষার্থির স্মৃতিচারণ পাঠকের উদ্দেশে তুলে ধরলাম। ঢাকার জেলা দায়রাজজ বিচারক (অবঃ), তথ্য কমিনার শহীদুল আলম ঝিনুক মাসখানেক পূর্বে স্যারের বাসায় এসে দেখা করেন এবং দোয়া নিয়ে যান। এসময় তিনি তাঁর ব্যারিষ্টার ছেলেকেও তাঁর প্রিয় স্যারকে দর্শন করাতে ঢাকা থেকে নিয়ে আসেন। জীবনে এতটুকুন আসার পেছনে স্যারের অবদানের কথা কৃতজ্ঞতার সহিত স্মরণ করেন। বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত কথা সাহিত্যিক দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ^জিৎ চৌধুরী স্মৃতি চারণ করতে গিয়ে উল্লেখ করেন- স্যার সত্যিকার অর্থেই একজন আলোকিত মানুষ, শিক্ষক বলতে যে সৌম্য ভাবমূর্তিটি আমাদের কল্পনায় ভেসে ওঠে সে রকম একজন মানুষ বড়ুয়া স্যার। কলেজিয়েট স্কুলের মতো সর্বার্থে নামী শিক্ষা প্রতিষ্ঠানের একজন শিক্ষক আমাদের পাড়ায় থাকেন, এটা ছিল পুরো এলাকাবাসীর গর্ব। নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার পর বিমল স্যার প্রাতঃশাখার ক্লাসে ছাত্রদের আমার পরীক্ষার পুরো খাতাটি পড়ে শুনিয়েছিলেন, যথেষ্ট প্রশংসা করেছিলেন এবং সবাইকে এরকম করে লেখার চেষ্টা করতে বলেছেন। কম বয়সে ছোট ছোট ব্যাপারগুলোও অনেক বড় হয়ে ওঠে। এরপর বন্ধুরা আনন্দে-উচ্ছ্বাসে জড়িয়ে ধরেছিল। এভাবে বিমল স্যার একদিন আমার মতো ব্যাক-বেঞ্চারকে সম্মুখ সারিতে টেনে এনেছিলেন। এই ক্ষুদ্র, কিন্তু আমার জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাটি আমি কোনোদিন ভুলতে পারব না। আজ যখন সামান্য সাহিত্যচর্চা করি, পাঠকের কিঞ্চিৎ ভালোবাসা পাই, এমনকি বাংলা একাডেমির পুরস্কারের মতো রাষ্ট্রীয় স্বীকৃতি লাভ করি, তখনও বিমল স্যারের সেই স্বীকৃতির কথা ভুলতে পারি না।

চট্টগ্রাম মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপ্যাল অধ্যাপক, কবি ডা. হাফিজুল ইসলাম বলেন- আমার শিক্ষাজীবনে বড়ুয়া স্যার ছিলেন একজন ফেভারিট টিচার। যাঁর কোনো তুলনা চলে না। স্যার চলনে, বলনে, কথনে একজন অসাধারণ ব্যক্তিত্ববান মানুষ। তিনি অনেক বড়মাপের মানুষ যারা স্যারের সান্নিধ্যে যায়নি তারা এ বিষয়টি কখনো অনুধাবন করতে পারবে না। স্যারের মধ্যে সবসময় ছিল সৃষ্টিশীলতা। নতুন কিছু জানার, নতুন কিছু শেখার এবং ছাত্রদের গড়ে তোলার। স্যারের মেমোরি খুব সার্প। স্যারের বড়গুণ বয়সের নয় দশকে এসেও অসংখ্য ছাত্রদের নাম মনে রাখা। তিনি আমার কাছে এখনো উজ্জ্বল্য, দেদীপ্যমান। দৈনিক সুপ্রভাত বাংলাদেশের সম্পাদক রুশো মাহমুদ সময় পেলেই স্যারের শারীরিক খোঁজখবর নিতে ছুটে যান তিনি বলেন- শ্রেণি কক্ষে পাঠদানই একজন শিক্ষকের একমাত্র কাজ না, এর বাইরেও ছাত্রের মঙ্গলের জন্য কাজ করতে হয়। তার বড় দৃষ্টান্ত বিমল বড়ুয়া স্যার। শিক্ষাদান একটি জটিল ও কঠিন কাজ। একজন শিক্ষক জীবন্ত উপাদান নিয়ে কাজ করেন বলেই শিক্ষকতা অতি উচ্চ পর্যায়ের শিল্প। শিক্ষক হবেন শিক্ষার্থির বন্ধু, নির্দেশক ও জীবনাদর্শের বাস্তব প্রতীক। আমাদের অনেকেরই শৈশবে এমন একজন আদর্শ শিক্ষকের ছায়া-মায়ায় পল্লবিত হয়েছিল। বড়ুয়া স্যারের সান্নিধ্য পেয়েছি, স্নেহ পেয়েছি আর পেয়েছি আশীর্বাদ। ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ের খ্যাতিমান চিকিৎসক, নিউরো সার্জন অধ্যাপক ডা. ধীমান চৌধুরী বলেন- বড়ুয়া স্যারের কথা ওঠলেই আমার চোখের সামনে সেই এক দীর্ঘ ইতিহাস, শ্রদ্ধা, ভালোবাসার কথা ভেসে ওঠে। জীবনের পরতে পরতে স্যার যেন আমার আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছেন। আমার কাছে স্যারের গল্প কখনো ফুরোবার নয়। অষ্টম শ্রেণিতে ওঠে স্যারের কাছে প্রথম দিন যখন বাংলা ক্লাস করি সে এক অদ্ভুত মোহে পড়ে গিয়েছিলাম। বড়ুয়া স্যার লাইনের পর লাইন রবীন্দ্র রচনা, কোটেশন কীভাবে দিতে হয়, বাংলা যে একটা মজার জিনিস স্যারের কাছ থেকেই প্রথম জানলাম ও শিখলাম। চিকিৎসা বিদ্যার পাশাপাশি প্রচুর বাংলা সাহিত্য পড়েছি এর রসটা তৈরী করে দিয়েছেন শ্রদ্ধেয় বড়ুয়া স্যার।

বিশিষ্ট কার্ডিওলোজিষ্ট অধ্যাপক ডা. শেখ হাছান মামুন বলেন- একজন শিক্ষক কতটুকু হলে অনায়সে মাথা নুয়ে যায় ছাত্রের; পায়ে হাত দিয়ে আশীর্বাদ নেয়ার পরম ইচ্ছা জাগে মনে প্রাণে। তেমনি একজন আদর্শবান শিক্ষকের সান্নিধ্য পেয়েছিলাম ১৯৮৩/১৯৮৪ সালে চট্টগ্রাম সরকারি কলেজিয়েট স্কুলে পড়াকালীন বড়ুয়া স্যারকে। শ্রেণি কক্ষে স্যারকে দেখতাম কর্ম্যদ্যেম ও প্রাণময়তা পরিমিতবোধ সম্পন্ন একজন শিক্ষক অনেক ছাত্রের সামনে পিনপতন নীরবতায় সহজ, সাবলীল এবং প্রাঞ্জল ভাষায় পাঠ্য বইয়ের প্রতিটি বিষয় শান্ত মেজাজে পাঠদান করতেন। স্যারের উদ্দীপনা সঞ্চারকারী পাঠে বাংলা ভাষার গদ্যাংশ-পদ্যাংশ এবং ব্যাকারণের জটিল অংশ বুঝতে আমার এতটুকু বেগ পেতে হতো না। পাঠদানের পর যখন প্রশ্নোত্তর পর্ব চলতো আমি সহজে উত্তর দিতে পারায় তাঁর স্নেহধন্য ও প্রিয় ছাত্রে রূপান্তরিত হলাম। চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যাপক ডা. সৌমেন সরকার বলেন, সমুদ্রের কথা কি সংক্ষেপে বলা যায়! স্যার হচ্ছেন একটা সমুদ্রের মতো। বাংলার সমুদ্র ছিলেন আমাদের বড়ুয়া স্যার। স্যারের কাছেই প্রথম কোনো কবিতা শিখি। শিখি বলা ভুল হবে উপলব্ধি করি। স্যারের ছিল নিজস্ব কবিতার সংজ্ঞা। স্যার চাইলে তখন কোচিং সেন্টার খুলে অনেক ছাত্র পড়াতে পারতেন। কিন্তু উনি তা করেননি। মঞ্চ অভিনেত্রী কবি আবৃত্তিশিল্পী একাত্তর টেলিভিশনের সংবাদ পাঠিকা ফারজানা করিম প্রিয় স্যারকে নিয়ে অনুভূতি ছিল অন্যরকম। আমি ভাবতে পারছিলাম না, এতবড় এই বিশাল ব্যক্তিত্বের অধিকারীকে একদিন দেখি আমাদের বাসায় হাজির। ড্রইংরুমে বসে গল্প করছেন আব্বার সাথে। আমি দেখে স্তম্বিত হয়ে গেলোম। খুশিতে আর্তনাদ, লাফিয়ে উঠলাম। সময় পেলেই স্যারকে দেখতে ছুটে যাই। স্যার এখন আর আগের মতো হাঁটতে পারেন না, বার্ধক্য ঘিরে ধরেছে। কানেও তেমন একটা শুনতে পান না। এই বার্ধক্যের বেলায়ও স্যারের মনে প্রচন্ড সাহস, প্রচন্ড আত্মবিশ্বাস। আদর্শবান মানুষ কখনো ভেঙে পড়েন না, স্যারকে দেখেই বুঝা যায়। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএনসিডিএফ’এর প্রোগ্রাম স্পেশালিষ্ট, কান্ট্রি ফোকাল পয়েন্ট জেসমুল হাসান বলেন- অল্প কয়েকজন শিক্ষক আজকে আমার এই আমিকে গড়ে তুলেছেন, তার মধ্যে অন্যতম চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের শিক্ষক বড়ুয়া স্যার। মাত্র দুই বছরেই জীবনের ভীত গড়ে দিয়েছেন। অসাধারণ মমতায়, কোমল নম্র ব্যবহার দিয়ে পড়াতেন আমাদের। স্যারের কথা এখনো আমি প্রতিনিয়ত স্মরণ করি এবং শারীরিক খোঁজখবর নিই। বিশিষ্ট শিল্পউদ্যেক্তা সেলিম বিন সালেহ বলেন- শান্ত সৌম্য দর্শন, জলদ-গম্ভীর ভরাট কন্ঠ, জ্যোৎস্নালোকিত হ্রদের জলের মতো ধীর স্থির তাঁর চলন। স্যার আমি এবং আরো অনেকের কাছে দেবতাতুল্য। স্যারের শারীরিক সুস্থতা কামনা করছি। আসুন, আমরা স্যারদের শ্রদ্ধা জানাই।

লেখক : সাংবাদিক, প্রাবন্ধিক।

আমার বার্তা/বিপ্লব বড়ুয়া/এমই

আত্নহত্যা-মনস্তত্ত্ব এবং রাষ্ট্রের পদক্ষেপ

আত্নহত্যা দেশজুড়ে বিভিন্ন শ্রেণিপেশার, শিক্ষিত অশিক্ষিত মানুষ করলেও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা কেন আত্নহত্যা করছে বা

দায়িত্ব-কর্তব্যের অত্যুজ্জ্বল উদাহরণ সশস্ত্র বাহিনী

ভারত থেকে নেমে আসা ঢলে হঠাৎ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ১১টি জেলার বাসিন্দাদের ওপর নেমে আসে বন্যা

প্রধান উপদেষ্টার কাছে খোলা চিঠি

আপনি কেমন আছেন? আমি ১৯৭১-এর মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা ও চেতনায় গড়ে উঠা এক শিশু মুক্তিযোদ্ধা। বাবা

প্রবাসী আয়ের উপর বহুলাংশে নির্ভরশীল বাংলাদেশ

বাংলাদেশ সরকার প্রবাসী আয়ের উপর প্রত্যক্ষভাবে বহুলাংশে নির্ভরশীল।তবে সদ্য শেষ হওয়া ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের প্রায়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোনালী ব্যাংকের পদোন্নতি বানিজ্য চিরতরে বন্ধ ও বিগত সময়ে সৃষ্ট চরম পদোন্নতি বৈষম্যদূরীকরনের দাবি

কক্সবাজারে একদিনে ৫০১ মিলিমিটার বৃষ্টিপাত, তলিয়ে গেছে নিম্নাঞ্চল

‘আমরাও দুর্গোৎসব করি, ভারত নয় ইলিশ খাবে বাংলাদেশিরা’

ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ না হলে ক্লাসে ফিরবেন না শিক্ষার্থীরা

আশ্বাস না পাওয়া পর্যন্ত শাহবাগ ত্যাগ না করার ঘোষণা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

তেজগাঁও রেলস্টেশনের পাশেই পড়েছিল কন্যা নবজাতকের মরদেহ

১০০ কোটি অনুসারী রোনালদোর, বিশ্বে তিনিই প্রথম

শেখ হাসিনা কি আদৌ পদত্যাগপত্র জমা দিয়েছেন, প্রশ্ন ফরহাদ মজহারের

দেশের সরকারি পাঁচটি মেডিকেলে নতুন অধ্যক্ষ নিয়োগ

ভারতে পাচারকালে কুমিল্লা সীমান্তে ৪৪০ কেজি ইলিশ জব্দ

সারে’র সেরা তারকা সাকিব

টাঙ্গাইলে ধানক্ষেত ও রেললাইনের পাশ থেকে ২ মরদেহ উদ্ধার

বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র হুসনে আরা শিখা

তাপপ্রবাহ ও ভারী বর্ষণ নিয়ে নতুন বার্তা

বাড়ছে নদীর পানি, প্লাবিত হতে পারে যে ৮ জেলার নিম্নাঞ্চল

কমালা হ্যারিসের সঙ্গে আর বিতর্কে অংশ নিতে রাজি নন ট্রাম্প

নিশ্চিত ভাবে মেসি ২০২৬ বিশ্বকাপ খেলবে: রিকেলমে

এখনো স্বৈরাচারী কায়দায় চলছে গণপরিবহন : যাত্রী অধিকার আন্দোলন

ভারতে বসে শেখ হাসিনা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে : সেলিমা রহমান