সংস্কারবিহীন নির্বাচন জামায়াতে ইসলামী গ্রহণ করবে না-এমন মন্তব্য করে দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, আগামী নির্বাচন জনগণের প্রত্যাশা অনুযায়ী না হলে ফের রাস্তায় নামবে মানুষ।
মঙ্গলবার (০১ জুলাই) জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আন্দোলনে শহীদ ও আহতদের জন্য ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত আয়োজিত দোয়া অনুষ্ঠানে নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আন্দোলনে শহীদ ও আহতদের জন্য ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত আয়োজিত এক দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ডা. তাহের বলেন, সংস্কার ও বিচার দৃশ্যমান না হওয়ায় অনেকে জুলাইয়ের সফলতা নিয়ে শঙ্কিত। তবে জুলাই ব্যর্থ হয়েছে এটা বলার সময় আসেনি।
জুলাই বিপ্লব নানা আদর্শের রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চে এনেছে উল্লেখ করে তিনি বলেন, স্বৈরাচারী মানসিকতার দল বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যায়নি, কিন্তু মানুষ এখন আগের চাইতে অনেক বেশি সচেতন।
এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে এ সরকারকে সক্ষমতার পরিচয় দিতে হবে।
আমার বার্তা/এল/এমই