ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, কোনো কোনো রাজনৈতিক দল বলছিলেন আমরা ছাত্র আন্দোলনের সঙ্গে নেই, এটা নিছক ছাত্রদের আন্দোলন। আজকে আবার সেই দলগুলোই এখন সংস্কারের বিষয়ে বক্তব্য রাখছে, তাদের বাদ দিয়ে নাকি কোনো সংস্কার হবে না। আমরা কিন্তু সেই দিনগুলো ভুলি নাই।
মঙ্গলবার (০১ জুলাই) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এবি পার্টির ৩৬ দিনব্যাপী জুলাই উদযাপন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর সভাপতিত্বে ৩৬ দিনব্যাপী কর্মসূচীর উদ্বোধন করেন শহীদ নাজমুল কাজীর স্ত্রী মারিয়া সুলতানা রাখি ও সন্তান আরিয়ানা কাজী নুজাইরাহ। এতে একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও মানবাধিকার কর্মী, দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. আব্দুল লতিফ মাসুম।
সভায় বক্তব্য রাখেন এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদসহ কেন্দ্রীয় সিনিয়র নেতৃবৃন্দ।
সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, আজ জুলাইয়ের প্রথম দিনে আমি মনে করছিলাম গত বছর এই সময়গুলোতে আমরা কী করছিলাম। মনে করছিলাম কীভাবে কোনো কোনো রাজনৈতিক দল বলছিলেন, আমরা এই ছাত্র আন্দোলনের সঙ্গে নেই, এটা নিছক ছাত্রদের আন্দোলন। আজকে আবার সেই দলগুলোই এখন সংস্কারের বিষয়ে বক্তব্য রাখছে, তাদের বাদ দিয়ে কোনো সংস্কার হবে না। আমরা কিন্তু সেই দিনগুলো ভুলি নাই।
তিনি আরও বলেন, আমরা তাদের বলছি, জনগণের অধিকার আর নতুন বাংলাদেশ গঠনে আপনারা যারা বাধা দিচ্ছেন আপনাদের পরিণতিও আওয়ামী লীগ ও হাসিনার মতোই হবে।
এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার বলেন, জুলাই গণঅভ্যুত্থানের জীবন ছিলো অনেক কঠিন। আমি ঢাকা মেডিকেলে ওই সময় যখন গিয়েছি আহতদের চিকিৎসা, নিহতদের খোঁজ খবর নিতে, সেই সময়ে স্বাধীনতা চিকিৎসক পরিষদের কিছু চিকিৎসক আমাকে ঢুকতে দেয়নি। চিকিৎসা করতে দেয়নি। মর্গে লাশ ভরা ছিল, আত্মীয়-স্বজনদের ঢুকতে দেওয়া হয়নি। এখন আবার কোনো কোনো রাজনৈতিক দল নতুন বাংলাদেশ গড়ার বদলে বাধা হয়ে দাড়াচ্ছে।
আলোচনা সভায় আরও বক্তব্যে রাখেন- এবি পার্টির ভাইস চেয়ারম্যান লে. কর্ণেল (অব.) দিদারুল আলম, বিএম নাজমুল হক, লে. কর্ণেল (অব.) হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, এবিএম খালিদ হাসান, ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি, আমিনুল ইসলাম এফসিএ, ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আলতাফ হোসাইন, যুবপার্টির সদস্য সচিব হাদিউজ্জামান খোকন, নারী বিষয়ক সম্পাদক ফারাহ নাজ সাত্তার।
আমার বার্তা/এমই