রাষ্ট্র সংস্কার, জুলাই গণহত্যার বিচার এবং বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শেরপুরে সভার শেষ সময়ের প্রস্তুতি চলছে। শহরের থানা মোড় শহীদ স্কয়ারে মঞ্চ প্রস্তুত করা হয়েছে।
রোববার (২৭ জুলাই) সকাল থেকে বৈরী আবহাওয়া বিরাজ করছে শেরপুরে। তার মধ্যে তাদের প্রস্তুতি চলছে।
সমাবেশস্থলে দেখা গেছে, মঞ্চ তৈরি, শব্দ পরীক্ষা, ব্যানার টানানোর কাজ করছেন অনেকেই। ঘটনাস্থলে শেরপুর সদর থানা পুলিশের টিম উপস্থিত রয়েছেন।
এনসিপি শেরপুর জেলার প্রধান সমন্বয়কারী মো. লিখন মিয়া বলেন, নেতারা বর্তমানে নেত্রকোণা সমাবেশ করছেন। সেখান থেকে সড়ক পথে শেরপুরের নকলা পাইস্কা মোড়ে থেকে দুপুর ২টার দিকে নেতাদের অভ্যর্থনা জানানো হবে। শেরপুর শহরে শহীদ এবং আহতদের পরিবারের সঙ্গে মধ্যাহ্নভোজ শেষে শহীদ মাহাবুব চত্বরে শ্রদ্ধা নিবেদন শেষে পথযাত্রা শুরু হবে। এরপর থানা মোড় শহীদ স্কয়ার চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, সমাবেশ সফল করতে আমাদের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমাদের লক্ষ্য আজকের সমাবেশে ৮ থেকে ১০ হাজারের বেশি জনসমাগম করার।
আমার বার্তা/এল/এমই