ই-পেপার রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

রংপুরে বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকুর জানাজায় মানুষের ঢল

আমার বার্তা অনলাইন:
০৯ অক্টোবর ২০২৫, ১৩:৫২

‎বিএনপি নেতা ও রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকুর আকস্মিক মৃত্যুতে রংপুরের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার (৮ অক্টোবর) সকাল ৭টা ১০ মিনিটে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি দুই মেয়ের বাবা ছিলেন।‎

‎পারিবারিক সূত্র জানায়, আগামী ১৪ অক্টোবর রংপুর জেলা বিএনপির সম্মেলন উপলক্ষে দলীয় প্রস্তুতিমূলক সভা ও বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম শেষে মঙ্গলবার রাতে ঢাকা থেকে রংপুর ফেরার পথে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। গাড়িতেই তিনি বুকে ব্যথা অনুভব করেন। নেতাকর্মীরা তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান- আগেই তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়েছে।

‎‎বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীসহ কেন্দ্রীয় নেতারা এক বিবৃতিতে বলেন, আনিছুর রহমান লাকু ছিলেন সংগঠনের নিবেদিতপ্রাণ কর্মী, যিনি দল ও গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। তার মতো আদর্শবান নেতা হারানো বিএনপির জন্য এক অপূরণীয় ক্ষতি। রংপুরের রাজনীতিতে তার মৃত্যু যেন এক যুগান্তকারী শূন্যতা তৈরি করবে।

তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনের বাইরে সাধারণ মানুষও মর্মাহত হয়ে পড়েন। আনিছুর রহমান লাকুর লাশ সকাল সাড়ে ১০টার দিকে লাশবাহী গাড়িতে করে রংপুর নগরীর নুরপুরে তার নিজ বাড়িতে আনা হলে এলাকাবাসীর আহাজারিতে বাতাস ভারি হয়ে ওঠে। আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী, শুভানুধ্যায়ী, প্রতিবেশী সবাই ভিড় করেন শেষবারের মতো প্রিয় নেতাকে দেখার জন্য।‎

‎ছাত্রজীবন থেকেই আনিছুর রহমান লাকু ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সক্রিয় সংগঠক। পরে তিনি রংপুর জেলা ছাত্রদলের সভাপতি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক এবং মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। দলের তৃণমূল থেকে উঠে আসা এই নেতাকে ২০২২ সালে রংপুর জেলা বিএনপির সদস্য সচিব পদে মনোনীত করা হয়।‎

আসন্ন জেলা সম্মেলনে তিনি সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন এবং জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন বলে জানা গেছে।

‎বুধবার বাদ আসর রংপুর ঈদগাহ কালেক্টর মাঠে অনুষ্ঠিত হয় তার প্রথম জানাজা। জানাজায় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারও নেতাকর্মী অংশ নেন। এ সময় গোটা মাঠ শোকার্ত মানুষের সমাবেশে পরিণত হয়।

‎রাতে নিজ এলাকা নুরপুর ছোট মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে নুরপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। এ সময় পুরো এলাকা শোকে নিস্তব্ধ হয়ে পড়ে।

‎‎স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তার রুহের মাগফিরাত কামনা করেন।‎

আমার বার্তা/এল/এমই

কয়রায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

খুলনার কয়রায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত শারীরিক সুস্থতা কামনায় আয়োজন

যেকোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে: তারেক রহমান

২০০১-২০০৬ সালে বিএনপির জোট সরকারের প্রেক্ষাপট তুলে ধরে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা

এনসিপিসহ ৩ দল নিয়ে আত্মপ্রকাশ করলো ‘গণতান্ত্রিক সংস্কার জোট’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি),

ডিবি হেফাজতে রয়েছেন বিএনপির সাবেক নেতা শওকত মাহমুদ

বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদকে নিজেদের হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (৭
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

আমাদেরকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতেই হবে: প্রধান উপদেষ্টা

নির্বাচন-গণভোট সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করলেন সিইসি

যেকোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে: তারেক রহমান

চাঁদাবাজির বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় বরিশালে তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ

এনসিপিসহ ৩ দল নিয়ে আত্মপ্রকাশ করলো ‘গণতান্ত্রিক সংস্কার জোট’

বিআইসিএম রিসার্চ সেমিনার-৫০ অনুষ্ঠিত

পেঁয়াজের দামে কারসাজিতে কৃষি কর্মকর্তারা যুক্ত থাকলে ব্যবস্থা

শিক্ষার্থীদের অবরোধ: আলোচনার পরামর্শ পুলিশের, রাজি নয় শিক্ষার্থীরা

পাকিস্তানকে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ

এবার নির্বাচনী দায়িত্বে থাকছেন না বেসরকারি ব্যাংক কর্মকর্তারা

দেশি-বিদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণে আইইউবিএটিতে ক্যারিয়ার ফেস্টিভ্যাল

শুধু পাসের হার বৃদ্ধি যেনো শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্দেশ্য না হয়: পররাষ্ট্র উপদেষ্টা

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ আটক

‘গণতান্ত্রিক সংস্কার জোট’ নামে নতুন জোটের ঘোষণা দিলেন নাহিদ

ব্রিসবেনে ইংল্যান্ডকে উড়িয়ে সিরিজ জয়ের পথে অস্ট্রেলিয়া

গুমের নির্দেশ দিতেন শেখ হাসিনা, বাস্তবায়ন করতেন মেজর তারিক

দেশে ডেঙ্গুজ্বরে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১৬ জন

স্বাস্থ্য অধিদপ্তর অবরোধ করে আন্দোলনে স্বাস্থ্য সহকারীরা

নিজ বিদ্যালয়ে ৬১ বছর পর অতিথি হয়ে এলেন পররাষ্ট্র উপদেষ্টা