
আগামীতে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে যেসব উদ্যোগ নেবে, তার ওপর ‘রিল মেকিং’ প্রতিযোগিতায় বিজয়ীদের সঙ্গে মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে আড্ডা দিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (২৪ জানুয়ারি) ‘মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান’ আয়োজনটি গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন পার্ক থেকে সরাসরি সম্প্রচারিত হয়। এতে বিজয়ীদের সঙ্গে নানা বিষয়ে আলাপচারিতা করেন তারেক রহমান ও তার মেয়ে।
এসময় তারেক রহমান বিজয়ী তরুণদের সঙ্গে আগামীদিনে বিএনপি কোন কোন জায়গায় কাজ করতে পারে, তরুণদের ভাবনা সম্পর্কে একে একে জানতে চান।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, ইতোমধ্যে তারেক রহমান বাংলাদেশের নীতি প্রণয়নের কর্মসূচিতে অংশ নিয়ে তরুণ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করেছেন, যা দেশব্যাপী সমাদৃত হয়েছে।
আগামীর বাংলাদেশ নিয়ে জনগণের ভাবনা ও প্রস্তাবকে রাষ্ট্র গঠনের প্রক্রিয়ায় যুক্ত করার লক্ষ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ ১১টি বিষয়ের উপরে এক মিনিটের রিলস বানানোর এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় আড়াই হাজার প্রতিযোগী অংশ নেন।
প্রতিযোগীদের মধ্য থেকে জনমত (৩০ শতাংশ মার্ক) ও জুরি বোর্ডের মূল্যায়নে (৭০ শতাংশ মার্ক) ১০ জনকে বিজয়ী নির্বাচিত করা হয়। তারাই তারেক রহমান ও জাইমার সঙ্গে সাক্ষাৎ ও আলাপচারিতার সুযোগ পেয়েছেন।
আমার বার্তা/এমই

