ই-পেপার রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

স্ত্রীকে মাছ ব্যবসায়ী বানিয়ে ঘুষের টাকা বৈধ করার চেষ্টা

শাহীন আলম
২১ মে ২০২৪, ১১:২৩
আপডেট  : ২১ মে ২০২৪, ১২:১৬

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মজিবুর রহমান সিকদার অবৈধ টাকা বৈধ করতে স্ত্রীকে বানিয়েছেন মাছ ব্যবসায়ী। শুধু তাই নয় ১ কোটি ২৪ লাখ ৪ হাজার টাকা মূল্যের ২০৩ দশমিক ৫ শতাংশ জমি চা বিক্রেতা, পান বিক্রেতা, কাঠমিস্ত্রি ও প্রবাসী শ্রমিকের কাছ থেকে দান হিসেবে পেয়েছেন বলে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) জানান তিনি। এতে শেষ রক্ষা হয়নি। তার বিরুদ্ধে ৬ কোটি ৯ লাখ ২৮ হাজার ২৭৫ টাকা অবৈধ আয়ের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ঘুষ-দুর্নীতির টাকায় ক্রয়ের প্রমাণ পাওয়ায় তার স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সংস্থাটির উপপরিচালক জেসমিন আক্তার বাদী হয়ে দুদকের ঢাকা জেলা কার্যালয়-১ এ মামলা দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, প্রকৌশলী মজিবুর রহমান সিকদারের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানকালে তার স্ত্রী কামরুন নাহারের সম্পদ বিবরণী জমা নেয় দুদক। ২০২১ সালের ২৪ অক্টোবর দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে তিনি ৫ কোটি ৫৬ লাখ ২৮ হাজার ২৬ টাকার সম্পদ থাকার ঘোষণা দেন। দুদকের অনুসন্ধানে তার ৬ কোটি ৭৪ লাখ ৮ হাজার ৮১৪ টাকার সম্পদ পাওয়া যায়। এর মধ্যে ৬ কোটি ৯ লাখ ২৮ হাজার ২৭৫ টাকা আয়ের বৈধ করে উৎস পাওয়া যায়নি। এ পরিমাণ সম্পদ অবৈধভাবে অর্জন করে ভোগ দখলে রাখার দায়ে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭ (১) ধারায় মামলাটি দায়ের করা হয়।

দুদকের অনুসন্ধান সূত্রে জানা গেছে, আসামি কামরুন নাহার ২০০১-২ অর্থ বছরে ৪ লাখ ৯৮ হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেন। ওই সময় থেকে ২০২০-২১ অর্থ বছরে তার আয় হয়েছে ৫৪ লাখ ৬৪ হাজার টাকা। তবে তিনি আয়ের স্বপক্ষে ব্যবসার প্রতিষ্ঠানের অবস্থান, ট্রেড লাইসেন্স, ব্যবসার ধরন, রশিদ বই ও কোনো ব্যাংক হিসাব সংক্রান্ত কোনো রেকর্ডপত্র দেখাতে পারেননি। এছাড়া তিনি উপহার হিসেবে পাওয়া সঞ্চয়পত্র নগদায়ন করে ৮০ লাখ ৪ হাজার ৭৫১ টাকা পেয়েছেন তার পক্ষেও কোনো প্রমাণ দেখাতে পারেননি। তার ব্যবসা থেকে ৫৪ লাখ ৬৪ হাজার আয় ও উপহার হিসেবে ৮০ লাখ ৪ হাজার ৭৫১ টাকা পাওয়ার ঘটনা সঠিক নয়। এসব টাকা অবৈধভাবে অর্জন করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, কামরুন নাহারের ৬ কোটি ৭৪ লাখ ৮ হাজার ৮১৪ টাকার রেকর্ডপত্র পর্যালোচনাকালে দেখা গেছে, তিনি মাছ ব্যবসা থেকে ৩ কোটি ৮২ লাখ ২৯ হাজার ৩২৩ টাকা আয় দেখান। মাছ ব্যবসায়ীর প্রমাণ স্বরূপ তিনি ২০০২ সালের ২৫ ডিসেম্বরের ৭ একর জমির ২০ বছরের চুক্তিনামা, ২০০৭ সালের ৩০ অক্টোবরের ৪ দশমিক ১১ একর জমির ১৬ বছর মেয়াদি চুক্তি এবং ২০১২ সালের ২৫ সেপ্টেম্বর ৭ দশমিক ১৫ একর জমির ১০ মেয়াদি চুক্তিনামা উপস্থাপন করেন। দুদকের অনুসন্ধানে দেখা গেছে, তিনি যেসব চুক্তিনামায় যেসব স্ট্যাম্প ব্যবহার করা হয়েছে তা সরকারি সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে ২০২২ সালের ২১ নভেম্বর ও ২০২৩ সালের ১২ এপ্রিল সরবরাহ করা হয়েছে। তার মাছ চাষের জন্য লিজ নেয়া জমির চুক্তি জাল।

জানা গেছে, গত ১৪ মে কামরুন নাহারের স্বামী এলজিইডির সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মজিবুর রহমান সিকদারের বিরুদ্ধে ১ কোটি ২৪ লাখ ৪ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলা করে দুদক। মামলার এজাহারে বলা হয়েছে, মুজিবুর রহমান তার অবৈধ আয়কে বৈধ করে ১ কোটি ২৪ লাখ ৪ হাজার টাকা মূল্যের ২০৩ দশমিক ৫ শতাংশ জমি চা বিক্রেতা, পান বিক্রেতা, কাঠমিস্ত্রি ও প্রবাসী শ্রমিকের কাছ থেকে দান হিসেবে পেয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।

জুজুর ভয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মীরা

* চলছে বদলি, আর্থিক সুবিধা আদায় এবং রাজনৈতিক রং লাগানোর পাঁয়তারা রাজনৈতিক পটপরিবর্তন তথা ছাত্র-জনতার অভুত্থানের

বঙ্গবন্ধু পরিষদের নিয়ন্ত্রণে মাদকদ্রব্য অধিদপ্তর

# বদলি থেকে পদায়ন, সবই হয় তাদের ইশারায় # বঙ্গবন্ধু পরিষদের নেতারা পান ‘প্রাইস পোস্টিং’, ছড়ি

শাহজালালে আশীর্বাদপুষ্টরা বহাল তবিয়তে

# মন্ত্রণালয়কে অন্ধকারে রেখে বিজ্ঞাপনের জন্য ঝুঁকিপূর্ণ স্থাপনা # অভ্যন্তরীণ টার্মিনালে তিন হাজার বর্গফুট ইজারা নিয়ে

তেল চোরাকারবারি গোপালি বোরহান এখনো বহাল তবিয়তে!

এখনো বন্ধ হয়নি মেঘনাঘাটের চোরাই তেলের ব্যবসা ! মুন্সীগঞ্জের গজারিয়া থানার মেঘনাঘাট এলাকায় স্থানীয় প্রশাসনের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারাবো বিএনপির সমাবেশে শত শত নেতাকর্মী নিয়ে যুবদল নেতা আফজাল কবির ও আরিফ

কোনাবাড়ীতে ছাত্রকে গুলি করে হত্যা মামলায় কনস্টেবল গ্রেপ্তার

হাসিনাকে নিয়ে ইউনূসের সাক্ষাৎকার ভালোভাবে নেয়নি ভারত

রূপগঞ্জে সন্ত্রাস চাঁদাবাজি নৈরাজ্য ঠেকাতে বিএনপির সমাবেশ

হোমনায় মা-ছেলেসহ তিন জনকে হত্যা করেন সুমন

নিম্ন আদালত মনিটরিংয়ের দায়িত্বে হাইকোর্টের ১৩ বিচারপতি

গোপালগঞ্জের আ.লীগ নেতা ভারতে গ্রেপ্তার

রূপালী ব্যাংকের রাজশাহী বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

এখনো কাজে না ফেরা পুলিশ সদস্যদের বাদ দিয়ে নতুন নিয়োগের দাবি

দেশের প্রকৃত রিজার্ভ ২০.৫০ বিলিয়ন ডলার: গভর্নর

জবির ছাত্রী হলে ৯ ছাত্রলীগ কর্মীকে অবাঞ্ছিত ঘোষণা

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪০৩

বাংলাদেশের জাতীয় সংগীত পরিবর্তনের প্রয়োজনীয়তা ও নতুন দৃষ্টিকোণ

একাত্তরের মীমাংসিত বিষয় নিয়ে বিতর্কের সুযোগ নেই: রব

গজারিয়ায় অপরিকল্পিতভাবে বালু উত্তোলন, হুমকির মুখে নয় গ্রাম

আরএমপির দায়িত্ব নিলেন নতুন কমিশনার আবু সুফিয়ান

বিদেশে পালানোদের ফেরাতে আইনি কাঠামো প্রতিষ্ঠার পরামর্শ

এখনও উদ্ধার হয়নি লুট হওয়া ১৮৮৫টি অস্ত্র ও ৩ লাখ গোলাবারুদ

স্ত্রীকে কুপিয়ে হত্যা, শিশুকন্যাকেও ছাড়ল না বাবা!

পৃথিবীতে নির্মিত প্রথম মসজিদ নিয়ে যা বলেছেন প্রিয়নবী সা.