ই-পেপার বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১

থমকে গেছে বিএনপির যুগপৎ আন্দোলন

রতন বালো
১১ জুন ২০২৪, ১০:৫৭
আপডেট  : ১১ জুন ২০২৪, ১১:০০

গত ২৮ অক্টোবর বিএনপি জোট তাদের স্বার্থক ঢাকা অবরোধ করে একরকম ভেবেই নিয়েছিল সরকার পড়বে। সেই আশায় তারা নিজেদের ভিতরে আলাপ আলোচনা জিইয়ে রাখে। তখন থেকে তারা প্রেস ক্লাবমুখী হয়ে পড়ে। বিভিন্ন বক্তৃতা বিবৃতি দিয়ে দলের তৃণমূলকে চাঙা রাখার কৌশল নেয়। একই সঙ্গে জোট সঙ্গীদের মনে এই বিশ^াস তুলে ধরতে সক্ষম হয় আর মাত্র কয়েকটি দিন! তারপরেই সুদিন আসছে, মসনদ আমাদের। জনজোয়ারে ভেসে যাবে শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ! দিবাস্বপ্নের বাস্তবায়ন হয়নি দীর্ঘ সময় পেরিয়েছে।

ভোট হয়েছে নতুন করে সরকার গঠন হয়েছে, এমনকি সেই সরকার তার বাজেট সংসদে পেশ করেছে। কিন্তু অন্ধের হাতি দেখার মতো স্বপ্নবিলাসী বিএনপি এবং তার জোটসঙ্গীরা কোনোভাবেই নিজেদের মুখরক্ষা করতে পারেননি। বড় আত্মবিশ^াসের কারণে জোটটি গত জানুয়ারি মাসের সংসদ নির্বাচন বর্জন করে। বর্তমান ক্ষমতাসীন দলকে ওয়াক ওভার দেয়। তারপরেও তাদের সুসময় আসেনি। উল্টো কেবল নিজ দলের ভেতরেই নয় জোটসঙ্গীদের ভেতরে অবিশ^াসের জন্ম দিয়েছে।

এখন এমন অবস্থা দাঁড়িয়েছে দল এবং দলের বাইরে বিএনপি নেতাদের মুখ দেখানো অনেকটাই কঠিন হয়ে পড়েছে। চাপ বাড়ছে লন্ডন প্রেসক্রিপশন মানতে যেয়ে দলের অভ্যন্তরে অবিশ^াসের জন্ম নিচ্ছে কিন্তু কাক্সিক্ষত অর্জন থেকে বিএনপি যোজন যোজন পিছিয়ে। তারা কোনোভাবেই সেই দেয়াল ভাঙতে পারছে না। তাই আন্দোলনের পালে হাওয়াও লাগছে না।

এদিকে সরকার পতনের যুগপৎ আন্দোলনের ব্যর্থতায় বিএনপির সঙ্গে থাকা দল ও জোটগুলো এখনো হতাশা কাটিয়ে উঠতে পারেনি। তাদের আন্দোলন ও ভোট বর্জনের মুখে গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচন করতে পেরেছেন ক্ষমতাসীনরা। নির্বাচনের পরে সেই যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতা ধরে রাখতে না পারায় আন্দোলনের প্রধান দল বিএনপির প্রতি ক্ষোভ তৈরি হয়েছে শরিকদের। যুগপৎ আন্দোলনে ব্যর্থতার পেছনে নেতৃত্বের সিদ্ধান্তহীনতা, সমন্বয়হীনতা ও কৌশলগত দুর্বলতাকে কারণ হিসেবে দেখছে গণতন্ত্র মঞ্চসহ বিভিন্ন জোট ও দল। তাদের নিজেদের পর্যালোচনায় চিহ্নিত করা হয়েছে এসব কারণ।

জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রায় পাঁচ মাস হতে চলেছে। এখনো যুগপৎ আন্দোলন-কর্মসূচিতে ফিরতে পারেনি বিএনপিসহ নির্বাচন বর্জনকারী দলগুলো। যুগপৎ আন্দোলনের শরিক একাধিক দল ও জোটের দায়িত্বশীল নেতারা জানিয়েছেন, তারা এখনো আন্দোলনের চূড়ান্ত সফলতা না পাওয়ার বিষয়ে পর্যালোচনা অব্যাহত রেখেছেন। একই সঙ্গে তারা নিজেদের দল সংগঠিত করা এবং ইস্যুভিত্তিক কর্মসূচি নেয়ার প্রশ্নে আলোচনা চালাচ্ছেন।

জনগণকে সম্পৃক্ত করতে পারলেও যুগপৎ আন্দোলনের চূড়ান্ত সফলতা অর্জন করতে পারিনি। কিছু ভুলভ্রান্তি ও সীমাবদ্ধতা ছিল। নেতৃত্বের প্রশ্নবোধক বিষয় ছিল। ফলে গত বছরের ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশে পুলিশের হামলা ও সহিংসতার পর আর ঘুরে দাঁড়ানোর সুযোগ হয়নি।

এদিকে ভোটের পর কর্মসূচি না থাকায় যুগপৎ আন্দোলন থমকে গেছে। ওই আন্দোলনে থাকা বিভিন্ন দল ও জোট এখন যার যার মতো করে কর্মসূচি পালন করছে। গত মাসে যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে পৃথক পৃথকভাবে বৈঠক করেছে বিএনপি। তবে নতুনভাবে যুগপৎ আন্দোলনের কর্মসূচির বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

এ বিষয়ে ১২-দলীয় জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন বলেন, জনগণকে সম্পৃক্ত করতে পারলেও যুগপৎ আন্দোলনের চূড়ান্ত সফলতা অর্জন করতে পারিনি। কিছু ভুলভ্রান্তি ও সীমাবদ্ধতা ছিল। নেতৃত্বের প্রশ্নবোধক বিষয় ছিল। ফলে গত বছরের ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশে পুলিশের হামলা ও সহিংসতার পর আর ঘুরে দাঁড়ানোর সুযোগ হয়নি।

বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলনে যেসব দল ও জোট অংশ নেয়, এর মধ্যে গণতন্ত্র মঞ্চ, পাঁচদলীয় জোট, ১২ দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোট অন্যতম। এর বাইরে অলি আহমদের লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি), এবি পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, গণফোরাম ও পিপলস পার্টি, গণঅধিকার পরিষদের দুই অংশ রয়েছে।

সভায় অংশ নেয়া একাধিক সূত্র বলছে, দল ও জোটগুলো নিজেদের মতো পর্যালোচনা তুলে ধরেছে। আন্দোলনের জনসম্পৃক্ততা নিয়ে প্রশ্ন ছিল না। কিন্তু আন্দোলনে সমন্বয়হীনতা ছিল। কৌশল নির্ধারণ ও দিকনির্দেশনারও অভাব ছিল।

গত মাসে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের শরিকদের বৈঠকগুলোতে দুটি বিষয়ে মূলত আলোচনা হয়। একটি হচ্ছে সম্ভাবনাময় আন্দোলন কেন সফল হলো না এবং কোথায় ঘাটতি ছিল, কেন আন্দোলনের চূড়ান্ত সফলতা পাওয়া গেল না। সভায় যুগপৎ আন্দোলনের ভবিষ্যৎ কর্মপন্থা এবং বর্তমান পরিস্থিতিতে কী ধরনের আন্দোলন করা যায়, সেটি নিয়েও আলোচনা হয়। সভায় অংশ নেয়া একাধিক সূত্র বলছে, দল ও জোটগুলো নিজেদের মতো পর্যালোচনা তুলে ধরেছে। আন্দোলনের জনসম্পৃক্ততা নিয়ে প্রশ্ন ছিল না। কিন্তু আন্দোলনে সমন্বয়হীনতা ছিল। কৌশল নির্ধারণ ও দিকনির্দেশনারও অভাব ছিল।

বিশেষ করে ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ পণ্ড হওয়ার পর আন্দোলন নিয়ে সুনির্দিষ্টভাবে কোনো সমন্বয় ছিল না। বিএনপির পরিকল্পনায়ও ঘাটতি ছিল। আর আন্দোলনের মাঠে প্রতিরোধ গড়ার বদলে বিদেশি একটি রাষ্ট্রের ওপর অতিনির্ভরতা ছিল বলে মূল্যায়নে তুলে ধরে শরিকরা।

এ ব্যাপারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, যুক্তরাষ্ট্র পুঁজিবাদী অর্থনীতির দেশ হলেও একটি গণতান্ত্রিক রাষ্ট্রও বটে। বাংলাদেশে সব দলের অংশগ্রহণে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের পক্ষে তাদের অবস্থান মার্কিন পররাষ্ট্র দপ্তর হতাশা ও উদ্বেগ প্রকাশের মাধ্যমে জানিয়ে দিয়েছে। কাজেই ডোনাল্ড লুর এবারের সফর নিয়ে ভুল বোঝাবুঝির অবকাশ নেই। ডোনাল্ড লু তার আলোচনায় এটি স্পষ্ট করে দিয়েছেন, বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের যে সংগ্রাম, সে গণতন্ত্রের নীতিতে অবিচল।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচনের আগে কিংবা পরে মার্কিনিদের ভূমিকা যাই হোক না কেন, তাদের সঙ্গে সম্পর্ক আগের মতো স্বাভাবিক গতিতেই এগিয়ে নেবে বিএনপি। পিটার হাসের পর মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ডেভিড মিলার বাংলাদেশের দায়িত্ব নিতে যাচ্ছেন, তার সঙ্গে গভীর যোগাযোগ।

আমার বার্তা/জেএইচ

রাজধানীতে অবৈধ সীসা বারে সয়লাব

* সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর মদদে বিস্তার ঘটে বারের * তারকা হোটেল আমারিতে মাসুদ রানার তত্বাবধানে শীশা বারের

জুজুর ভয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মীরা

* চলছে বদলি, আর্থিক সুবিধা আদায় এবং রাজনৈতিক রং লাগানোর পাঁয়তারা রাজনৈতিক পটপরিবর্তন তথা ছাত্র-জনতার অভুত্থানের

বঙ্গবন্ধু পরিষদের নিয়ন্ত্রণে মাদকদ্রব্য অধিদপ্তর

# বদলি থেকে পদায়ন, সবই হয় তাদের ইশারায় # বঙ্গবন্ধু পরিষদের নেতারা পান ‘প্রাইস পোস্টিং’, ছড়ি

শাহজালালে আশীর্বাদপুষ্টরা বহাল তবিয়তে

# মন্ত্রণালয়কে অন্ধকারে রেখে বিজ্ঞাপনের জন্য ঝুঁকিপূর্ণ স্থাপনা # অভ্যন্তরীণ টার্মিনালে তিন হাজার বর্গফুট ইজারা নিয়ে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বৈরশাসকদের মতো কিছু কিছু উপদেষ্টা ভোগবিলাসে ব্যস্ত: আসাদুজ্জামান

২৮ কোটি টাকার অবৈধ সম্পদ : ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান গ্রেপ্তার

ভাষা আন্দোলনের চেতনা

দুই আগ্নেয়াস্ত্র-গুলিসহ সাবেক উপজেলা চেয়ারম্যান হান্নান গ্রেপ্তার

আ.লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: সালাহউদ্দিন

হেনস্তা ও অবমাননার অভিজ্ঞতাই দেশের বাস্তবতা : ড. ইউনূস

কারাবন্দি ইঞ্জিনিয়ার মোশাররফ চট্টগ্রাম মেডিকেলে ভর্তি

হাসিনার পতন ঘটালেও চূড়ান্ত বিজয় এখনও আসেনি: হাসনাত আবদুল্লাহ

বিচারবিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর

ব্রাভোকে হটিয়ে টি-টোয়েন্টিতে রশিদের ইতিহাস

সৌদির একক ভিসা দূতাবাসের সত্যায়ন ছাড়াই ছাড়পত্র দেওয়াসহ ৯ দাবি

জুলাই অভ্যুত্থানে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ইজতেমার দ্বিতীয় ধাপ

পশ্চিমবঙ্গের নাম ‘বাংলা’ রাখতে ফের সংসদে সরব তৃণমূল কংগ্রেস

মনে হচ্ছে বিবিসি বাংলা গণহত্যাকারী শেখ হাসিনার ভক্ত: শফিকুল আলম

আলজেরিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে আগ্রহী বাংলাদেশ

নারায়ণঞ্জে তিনদিনের রিমান্ডে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক

শেখ হাসিনাকে হত্যাচেষ্টা : ফাঁসির ৯ জনসহ সব আসামি খালাস

আ.লীগের লিফলেট বিতরণ করা সেই বিসিএস কর্মকর্তা কারাগারে

নতুন মামলায় গ্রেপ্তার শাহজাহান ওমর-মামুন-আছাদুজ্জামান