আগামী দুই বছরের জন্য হাই পারফরম্যান্স (এইচপি) বিভাগের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ সোমবার এক বিবৃতিতে ক্রিকেটারদের নাম জানিয়েছে বোর্ড।
আগামী ২০ মে থেকে ১৪ জুন পর্যন্ত এইচপি দলের জন্য ঢাকায় একটি ক্যাম্পের আয়োজন করেছে বিসিবি। যেখানে ক্রিকেটারদের ভাষা, শিক্ষা, ফুড ও নিউট্রিশন নিয়ে ধারণ দেওয়া হবে। পাশাপাশি গণমাধ্যমের সঙ্গে কথা বলার ধরন সহ ক্রিকেটের নিয়ম কানুন ও অ্যান্টি করাপশন গাইডলাইন নিয়েও আলোচনা করা হবে।
ঢাকার এই ক্যাম্প শেষে এইচপি প্রোগ্রাম করবে রাজশাহী ও বগুড়াতে। যেখানে ম্যাচ সিনারিওর পাশাপাশি ট্রেনিং করবে। এমনকি তারা ম্যাচও খেলবে। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকবে বাংলাদেশ-এ ও বাংলাদেশ টাইগার্স।
২৫ সদস্যের এইচপি দল
ওপেনিং ব্যাটার : মাহফিজুল ইসলাম, আশিকুর রহমান শিবলি, জিশান আলম, হাবিবুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, প্রান্তিক নওরোজ নাবিল, খালিদ হাসান।
মিডল অর্ডার ব্যাটার : আরিফুল ইসলাম, এসএম মেহেরব হাসান, আইচ মোল্লা, আহরার আমিন, শিহাব জেমস, অমিত হাসান, প্রীতম কুমার।
অলরাউন্ডার : মাহফুজুর রহমান রাব্বি, শেখ পারভেজ জীবন।
স্পিনার : রাকিবুল হাসান, ওয়াসি সিদ্দিকি, মেহেদী হাসান, নাইম হোসেন সাকিব।
পেসার : রুয়েল মিয়া, মারুফ মৃধা, রিপন মন্ডল, আশিকুর জামান ও রোহানাত দৌলা বর্ষণ।
আমার বার্তা/এমই