ই-পেপার সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

আলো ঝলমলে সংবর্ধনাতে মেয়েদের জন্য নেই বিশেষ কোনো ঘোষণা

আমার বার্তা অনলাইন
০৭ জুলাই ২০২৫, ১১:২৫

বাংলাদেশ নারী ফুটবল দল ইতিহাস গড়ে দেশে ফিরেছে। প্রথম বারের মতো এশিয়ান কাপ ফুটবলের মূল পর্বে খেলবে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়নরা। মিয়ানমার থেকে ইতিহাস গড়ে দেশে ফেরার দিনই গতকাল (রোববার) গভীর রাতে নারী ফুটবলারদের সংবর্ধনার আয়োজন করেছিল বাফুফে।

রাত আড়াইটায় হাতিরঝিলের এম্ফিথিয়েটারে অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও শুরু হয়েছিল সোয়া তিনটার দিকে। থাইল্যান্ড হয়ে ঋতুপর্ণাদের দেশে ফিরতে ফ্লাইট মিনিট বিশেক বিলম্ব হয়েছিল। ফলে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে হাতিরঝিলে পৌঁছাতেই বেজে যায় রাত তিনটা।

রাত তিনটা হলেও বাংলাদেশ নারী ফুটবল দলের কীর্তির সন্মাননা জানাতে ছুটে এসেছিলেন অনেক দর্শক ও সমর্থক। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকীও ছিলেন। রাত তিনটায় হাতিরঝিলে শুনশান নিরবতার মধ্যে আলো ঝলমলে পরিবেশে বেশ ভিন্ন রকম আবহ ছিল।

ফুটবলারদের একে একে মঞ্চে ডাকা হয়েছিল। কোয়ালিফাইড লেখা বোর্ডের পেছনে সবাই দাঁড়িয়ে ছবি তোলেন। ফুটবলারদের মধ্যে থেকে অধিনায়ক আফিদা ও তারকা ফুটবলার ঋতুপর্ণা বক্তব্য রাখেন। পরবর্তীতে কোচ পিটার বাটলার ও বাফুফে সভাপতি তাবিথ আউয়াল সবার সামনে কথা বলেন।

অধিনায়ক আফিদা খন্দকার বলেন, ‘খুবই ভালো লাগছে। এই মুহূর্ত কখনো ভোলার মতো নয়। সকলে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আরও ভালো কিছু করতে পারি। শুধু দক্ষিণ এশিয়া, এশিয়া নয়, আমরা যেন বিশ্বমঞ্চে দেশকে আরও অনেকদূর নিয়ে যেতে পারি।’

ঋতুপর্ণা চাকমা মিয়ানমারের বিপক্ষে জোড়া গোল করেছিলেন। তার জোড়া গোলই মূলত বাংলাদেশ এশিয়ান কাপের মঞ্চে। তিনি বলেন, ‘ফুটবল কোনো ব্যক্তিগত খেলা নয়। আমরা বাংলাদেশের মেয়েরা জানি কীভাবে কঠিন পরিস্থিতিতে লড়াই করতে হয়। আমাদের প্রতি বিশ্বাস রাখবেন। আমরা আপনাদের নিরাশ করব না। শুধু এশিয়া নয়, বাংলাদেশকে বিশ্বমঞ্চে নিয়ে যেতে চাই আমরা।’

বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের বক্তব্যের সময় সবার বাড়তি আকর্ষণ ছিল। নারী ফুটবলারদের বিশেষ কোনো ঘোষণা দেবেন হয়তো। বাফুফে সভাপতির বক্তব্যে মূল সারাংশ, ‘আমরা নারী দলের পেছনে ছিলাম, ভবিষ্যতেও থাকব। আমরা আপনাদের ওপর আস্থা রাখছি এবং প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের পেছনে আমরা আছি।’

সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর বাফুফে গত বছর ৯ নভেম্বর দেড় কোটি টাকা ঘোষণা করেছিল। সেই অর্থ এখনো দিতে পারেনি। নারী ফুটবলারদের মধ্যে ঋতুপর্ণারা কয়েকজন মাত্র মাসে ৫৫ হাজার সম্মানি টাকা পান। দেশে নেই ঘরোয়া লিগ। ফলে নারী ফুটবলারদের আর্থিক দুর্দশা প্রকট। এশিয়ান কাপ নিশ্চিতের পরও বাফুফে সভাপতির কাছ থেকে আর্থিক কোনো ঘোষণা না পাওয়ায় পুরো অনুষ্ঠানের আলো খানিকটা ম্লানই হয়েছে।

আমার বার্তা/জেএইচ

ইউরোপের দল নয়, নেপাল-ভুটান বৃত্তেই হামজা-জামালদের প্রীতি ম্যাচ

সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে বাংলাদেশ দুটি প্রীতি ম্যাচ খেলবে। বাংলাদেশের সেই দুটি ম্যাচের প্রতিপক্ষ নেপাল। আজ

বল হাতে তুলে নিতেই বোনের মুখ মনে ভেসে উঠত আকাশ দীপের

এজবাস্টনে ভারত কখনও টেস্ট জিততে পারে না- এই কথা ভুল প্রমাণ করেছে শুভমান গিলের নেতৃত্বাধীন

শুধু এশিয়ায় নয়, বিশ্বমঞ্চে বাংলাদেশকে নিয়ে যেতে চাই: ঋতুপর্ণা

প্রথমবার এশিয়ান কাপের বাছাইপর্ব পেরিয়ে মূলপর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। অস্ট্রেলিয়ায়

নাটকীয় জয়ে সেমিফাইনালে রিয়াল, সেমিতে পেল পিএসজিকে

রিয়াল মাদ্রিদ ও বরুসিয়া ডর্টমুন্ড ২০২৩-২৪ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের পুনরাবৃত্তি করে কি না সেই আলোচনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ঘেরাও, কর্মকর্তারা অবরুদ্ধ

ইউরোপের দল নয়, নেপাল-ভুটান বৃত্তেই হামজা-জামালদের প্রীতি ম্যাচ

চট্টগ্রাম বন্দর : এনসিটি পরিচালনার কাজ শুরু করল নৌ-বাহিনীর ড্রাইডক

যেভাবে চালু করবেন ফেসবুক মনিটাইজেশন

আসন্ন নির্বাচনে বিএনপি ৩৮.৭৬ শতাংশ ভোট পাবে: সানেম

বরগুনায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে

প্রজায় পরিণত হয়েছিলাম, ছাত্ররা মুক্তি এনে দিয়েছে: শিক্ষা উপদেষ্টা

দুদকের মামলায় খালাস পেলেন হানিফ পরিবহনের মালিক

অস্ত্র মামলায় দুই দিনের রিমান্ডে আনিসুল হক

একদিনের ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

শেবাচিম হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত দুই রোগী মারা গেছেন

দেশে ফিরলেন ৭৩ হাজার ৪৯৩ হাজি

বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্যা ইয়ার হ্যাট্রিক স্বীকৃতি অর্জন করেছে ইউএস-বাংলা

গাজীপুরের কোনাবাড়ীতে অগ্নিকাণ্ডে ৫ মুদি দোকান ভস্মীভূত

কাকরাইলে জলকামান-সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ চাকরিচ্যুত বিডিআর সদস্যরা

গণহত্যার মামলায় হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ বৃহস্পতিবার

বাজারে আসছে ৫০০০ এমএএইচ ব্যাটারির আইফোন

দ্বিতীয় প্রান্তিকে রেকর্ড পরিমাণ আয় ফক্সকনের

ব্রিকসের ‘আমেরিকাবিরোধী নীতি’ মানলেই ট্রাম্পের অতিরিক্ত শুল্কের হুঁশিয়ারি

১০ জুলাই এসএসসি ফল প্রকাশের সম্ভাবনা, চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা