ই-পেপার সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬, ১২ মাঘ ১৪৩৩
টি-টোয়েন্টি বিশ্বকাপ

পাক প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক আজ, পিসিবির সিদ্ধান্তে সমর্থন ক্রিকেটারদের

আমার বার্তা অনলাইন
২৬ জানুয়ারি ২০২৬, ১২:১৯

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নীতিগত অবস্থানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে দেশটির জাতীয় ক্রিকেট দল। রোববার জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে এক বৈঠকে এই অবস্থান স্পষ্ট করেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি।

জিও নিউজের খবরে বলা হয়, বৈঠকে মহসিন নাকভি খেলোয়াড়দের টি–টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বোর্ডের অবস্থান ব্যাখ্যা করেন। সম্প্রতি নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতে খেলতে যেতে অস্বীকৃতি জানানোয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে। এ সিদ্ধান্তকে কেন্দ্র করেই বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

বৈঠকে উপস্থিত খেলোয়াড়রা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইসিসির মধ্যকার বিরোধে পিসিবি চেয়ারম্যানের ‘নীতিগত অবস্থান’-এর প্রশংসা করেন। আইসিসি শনিবার এক বিবৃতিতে জানায়, ভারতে বাংলাদেশ দলের জন্য কোনো ‘বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি’ না পাওয়ায় তারা এই সিদ্ধান্ত নিয়েছে। তবে মহসিন নাকভি আইসিসির সিদ্ধান্তকে ‘দ্বিমুখী’ নীতির প্রতিফলন বলে মন্তব্য করেন। তিনি বলেন, টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণের বিষয়ে সরকার যে নির্দেশনা দেবে, পিসিবি সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে।

বাংলাদেশের প্রতি পাকিস্তানের সমর্থন ক্রিকেটের ‘স্বর্ণালী নীতিমালা’ থেকেই এসেছে বলে উল্লেখ করেন নাকভি। একই সঙ্গে তিনি ক্রিটে রাজনীকেতিহস্তর ক্ষেপের বিরুদ্ধে সতর্কবার্তা দেন। নাকভি বলেন, “রাজনীতিমুক্ত ক্রিকেট সবার স্বার্থেই প্রয়োজন। সবাইকে ক্রিকেটের নীতির মধ্যেই কাজ করতে হবে।”

সূত্র জানায়, আজ (সোমবার) টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬–এ পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে পিসিবি চেয়ারম্যানের।

এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টি–টোয়েন্টি সিরিজের আগে জাতীয় দলকে শুভকামনা জানান মহসিন নাকভি। সাফল্যের জন্য দলগত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরেন তিনি। নাকভি বলেন, জাতীয় দলের খেলোয়াড়রা প্রতিভাবান এবং সব দিক থেকেই প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম। আসন্ন সিরিজে তাদের কাছ থেকে ভালো পারফরম্যান্স প্রত্যাশা করছেন সমর্থকেরা।

বৈঠকে উপস্থিত ছিলেন পাকিস্তান টি–টোয়েন্টি দলের অধিনায়ক সালমান আলী আগা, প্রধান কোচ মাইক হেসন, পিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা, মিডিয়া ও বাণিজ্যিক বিভাগের পরিচালক এবং টিম ম্যানেজার।

আমার বার্তা/জেইচ

পাকিস্তানকে বিশ্বকাপে অংশগ্রহণের অনুমতি দিচ্ছে না সরকার

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার বিষয়টিকে আইসিসির বৈষম্যমূলক ও অন্যায় আচরণ হিসেবে আখ্যা দিয়েছে

দেশ ছাড়ার গুজবের মধ্যেই সকাল সকাল বিসিবিতে হাজির বুলবুল

গতকাল সন্ধ্যা থেকেই গুঞ্জন অস্ট্রেলিয়াতে যাচ্ছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। রাতভরও ক্রিকেটাঙ্গন বেশ সরগরম

আইসিসির বৈঠকে মেজাজ হারিয়েছিলেন আমিনুল: ক্রিকবাজ

ভারতে বিশ্বকাপ ম্যাচ খেলতে রাজি না হওয়ায় বাংলাদেশকে বাদ দিয়েছে আইসিসি। তাদের পরিবর্তে খেলবে স্কটল্যান্ড।

‘কোথাও যাচ্ছি না’ বলে মধ্যরাতে দেশ ছাড়লেন বিসিবি সভাপতি

রিটার্ন টিকিট না কেটেই বাংলাদেশ ছাড়ছেন বুলবুল—এমন গুঞ্জন ছড়িয়ে পড়ার পর শুরুতে তা অস্বীকার করলেও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে সেনাবাহিনীর অভিযান, দেশীয় অস্ত্রসহ আটক ২

বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল শুনানি পেছালো

ধর্মের অপব্যবহার করে নির্বাচনকে প্রভাবিত করার চেস্টা আইনত অপরাধন: মাহ্দী আমিন

সিট দেওয়ার মালিক আল্লাহ ও জনগণ, কোনো দল নয়: মির্জা আব্বাস

নির্বাচন উপলক্ষে ৩ দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

সর্বোচ্চ ৩ মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসা দেবে যুক্তরাষ্ট্র

পাকিস্তানকে বিশ্বকাপে অংশগ্রহণের অনুমতি দিচ্ছে না সরকার

সঞ্চয়পত্র কেনায় সীমা তুলে দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থসচিব

সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড

পাঁচ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম, ইতিহাসে প্রথম

‘৫০ হাজার পুলিশ নিয়ে থাকলেও ঘরে গিয়ে তোকে মেরে ফেলব’

দেশ ছাড়ার গুজবের মধ্যেই সকাল সকাল বিসিবিতে হাজির বুলবুল

চানখারপুলে ৬ হত্যা মামলার রায় পড়া শুরু

ছাত্রলীগ নেতা সাদ্দামের ঘটনায় একাধিক ফোন কলে বাগেরহাটের ডিসি-এসপিকে ‘হুমকি’

আইসিসির বৈঠকে মেজাজ হারিয়েছিলেন আমিনুল: ক্রিকবাজ

পাক প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক আজ, পিসিবির সিদ্ধান্তে সমর্থন ক্রিকেটারদের

নির্ধারিত সময়ের মধ্যে যাদের বাড়ি ভাড়া হবে না তারা হজ করতে পারবে না

নীলফামারীর চীন মৈত্রী হাসপাতাল হবে গুরুত্বপূর্ণ চিকিৎসা কেন্দ্র

জাতীয় ডেটা সেন্টারের সক্ষমতা বৃদ্ধিতে ১৯টি নতুন ক্লাউড সেবা চালু

বিমানের টিকিট না পাওয়ায় রাজশাহীতে তারেক রহমানের সফর পেছাল