ই-পেপার মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

পলিথিনের শপিং ব্যাগ উৎপাদনের বিরুদ্ধে ১ নভেম্বর থেকে অভিযান

নিজস্ব প্রতিবেদক:
০১ অক্টোবর ২০২৪, ১৯:২৭
পাটের ব্যাগ ব্যবহার কার্যক্রম পরিদর্শন করেন উপদেষ্টা

পলিথিনের শপিং ব্যাগ উৎপাদনের বিরুদ্ধে আগামী ১ নভেম্বর থেকে সারাদেশে অভিযান শুরু হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

মঙ্গলবার (১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে একটি সুপারশপে পলিথিনের ব্যাগের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহার কার্যক্রম পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পলিথিনের শপিং ব্যাগ উৎপাদন যতদিন পর্যন্ত পুরোপুরি বন্ধ না হয় ততদিন এ অভিযান চলবে৷ একটি বিদ্যমান নিষেধাজ্ঞার বাস্তব প্রয়োগ শুরু করেছি৷ একবার বছর দুয়েকের জন্য প্রয়োগ হয়েছিল৷ মার্কেট মনিটরিংয়ের মাধ্যমে পলিথিন প্রায় উঠে গিয়েছিল৷ তারপর আর মার্কেট মনিটরিং ছিল না, এটা আবার ফেরত এসেছে৷

তিনি বলেন, সুপারশপের মালিকেরা এবং তাদের যে অ্যাসোসিয়েশন আছে তারা খুব খুশি মনে এটি (পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধ) করতে রাজি হয়েছেন৷ কারণ, তারা এর বিপদটা বোঝেন৷ তাদের নিজেদের সন্তানদের জন্যও এটি একটি ভালো কাজ৷

পরিবেশ উপদেষ্টা আরও বলেন, আমরা পাট মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি৷ যৌথভাবে এই ক্যাম্পেইনটা করছি৷ যেন পলিথিনের শপিং ব্যাগ উঠে যায়৷ আস্তে আস্তে পাট এবং কাপড় বা পুরনো কাপড় যেগুলো আমরা ফেলে দিই সেগুলোর রি-ইউজ (পুনর্ব্যবহার) করে ব্যাগ হিসেবে ব্যবহার করতে পারি৷

তিনি বলেন, মোট কথা হচ্ছে ক্রমান্বয়ে পলিথিনের শপিং ব্যাগের ওপর বিদ্যমান নিষেধাজ্ঞা বাস্তবায়নে দিকে যাওয়া৷ আমরা সুপারশপ দিয়ে শুরু করেছি৷ ক্রমে ক্রমে আমরা ঢাকার বাইরে যাবো, এক পর্যায়ে মুদি দোকান ও কাঁচাবাজার দেশব্যাপী চলে যাবো৷

রিজওয়ানা হাসান বলেন, কাঁচা বাজারের কাজ শুরু হবে ১ নভেম্বর থেকে৷ সুস্পষ্টভাবে বলা যে, সব ধরনের প্লাস্টিকের বিরুদ্ধে আমাদের এই যুদ্ধ না, আমাদের কাজটা হচ্ছে শুধু পলিথিনের শপিং ব্যাগের বিরুদ্ধে৷

তিনি বলেন, ময়লার বিনের জন্য যে পলিথিন সেটির ওপরেও আপাতত কোনো নিষেধাজ্ঞা নেই৷ কারণ, আমরা এখনো বিকল্পে যেতে পারিনি৷ এখান থেকে কিছু কিনে নেওয়ার সময় ক্রেতারা পলিথিনের ব্যাগ নেবেন না এবং বাসা থেকেও কোনো পলিথিনের ব্যাগ আনবেন না৷ যত দ্রুত সম্ভব পলিথিনের ব্যাগ আমরা দেশ থেকে সরিয়ে দিতে চাই৷

এ উপদেষ্টা আরও বলেন, বর্তমান হিসাবে শুধু পলিথিনের ব্যাগের ওপর নিষেধাজ্ঞা রয়েছে৷ তবে অর্থনীতির একটি বড় জায়গাজুড়ে এটি রয়েছে৷ রাতারাতি তা বন্ধ করতে পারবো না৷ কিছু পলিথিন যেগুলো একবার ইউজ করে আমরা ফেলে দিই সেগুলো খালে, নর্দমায় বা সমুদ্রে গিয়ে পড়ে৷ এগুলো যেন সংবেদনশীল জায়গায় না যায়৷ আমরা সেন্টমার্টিন থেকে কাজটি শুরু করতে যাচ্ছি৷ সেন্টমার্টিনের হোটেল মোটেলগুলোকে ওয়ান টাইম প্লাস্টিক ব্যবহার থেকে মুক্ত করা হবে৷

বাজার মনিটরিংয়ের বিষয়ে তিনি বলেন, অনেক বছর ধরে মনিটরিং হয় না৷ ২০০৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত একবার মার্কেট মনিটরিং হয়েছিল৷ যার ফলে পলিথিনের ব্যবহার কমে এসেছিল৷ আমরা এখন ক্রমান্বয়ে মনিটরিংয়ের দিকে যাচ্ছি। আমাদের লোকবলের অভাব আছে৷ সেজন্য সুপারশপ দিয়ে শুরু করেছি৷ কারণ, এখানে মনিটরিং করা আমাদের জন্য সুবিধার৷

আমার বার্তা/এমই

দূষণে বিশ্বের ১২৬ নগরীর মধ্যে শীর্ষে আজ ঢাকার বায়ু

বিশ্বব্যাপী দূষিত বাতাসের শহরগুলোর মধ্যে প্রায় প্রতিদিনই প্রথমদিকে জায়গা করে নিচ্ছে ঢাকা, যার ব্যতিক্রম ঘটেনি

বিশ্বের সবচেয়ে দূষিত শহর দিল্লি, ঢাকার বাতাসও ‘অস্বাস্থ্যকর’

জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও

বায়ুদূষণে ঢাকা চতুর্থ স্থানে, শীর্ষে পাকিস্তানের লাহোর

বায়ুদূষণে বিশ্বের ১২৬ টি নগরীর মধ্যে চতুর্থ স্থানে আছে বাংলাদেশের রাজধানী ঢাকা। শীর্ষে আছে পাকিস্তানের

আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, স্কোর ১৫৮

বায়ুদূষণের তালিকায় চার নম্বরে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বাতাসের মান সূচকে ঢাকার বায়ুর স্কোর ১৫৮।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিরোজপুর জেলা প্রেসক্লাবের কমিটি গঠন

বাংলাদেশে গ্যাস অনুসন্ধান কাজের ধারাবাহিকতা চায় রাশিয়া

বাংলাদেশ বিষয়ে চীনের নীতিতে কোনও পরিবর্তন আসবে না: ইয়াও ওয়েন

নারীর অধিকার নারীকেই আদায় করে নিতে হবে: ফরিদা আখতার

প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখের পদযাত্রায় হাতাহাতি, আহত পুলিশ

এপিসি থেকে ফেলে ইয়ামিনকে হত্যা: ১০ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

অনেকেই পাচারের টাকা ফেরত দিতে অফার করেছেন: আনিসুজ্জামান

১৭ মিনিটের অবরোধ শেষে ৬ দাবি জানালেন শিক্ষার্থীরা

কক্সবাজা‌রে বর্জ‌্য ব‌্যবস্থাপনায় ইউএনডিপি-জাপা‌নের চু‌ক্তি সই

সাগরমাথা সম্বাদ সংলাপ ফোরামে পররাষ্ট্র উপ‌দেষ্টা‌কে আমন্ত্রণ

নরসিংদীতে ধর্ষকের বিচার দাবিতে বিভিন্ন সংগঠনের মানববন্ধন

রাখাইন পরিস্থিতি ও বাংলাদেশ – প্রত্যাশা ও প্রস্তুতি

চুক্তির ফাঁকফোকরে অধরা বিদেশি প্রতিষ্ঠানের আয়কর

শেখ হাসিনা-জয়-রেহানার ১২৪ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

মুস্তফা কামাল ও নিজাম হাজারীসহ ১২ এজেন্সি মালিকের বিরুদ্ধে মামলা

এলডিসি থেকে উত্তরণ পেছাতে জাতিসংঘে আবেদন করবে সরকার

জিয়ার স্বাধীনতা পদক পুনর্বহাল, এবার পুরস্কার পাচ্ছেন ৭ জন

জাবিতে সায়েন্স ক্লাব কর্তৃক ইফতার মাহফিল ও সায়েন্টিফিক টক অনুষ্ঠিত

সুদা সদনসহ শেখ হাসিনা পরিবারের সম্পত্তি জব্দের আদেশ

রাখাল রাহার বিরুদ্ধে কাগজ কেনায় ৪০০ কোটি টাকা বাণিজ্যের তথ্য ভুয়া