রাজধানীর খিলগাঁও ও মুগদা থানা এলাকায় পৃথক ঘটনায় ৪ কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মুগদা থানার ধর্ষণের শিকার হয়েছে তিনজন তারা হলেন, ( ১৩ )বছর, (১২)বছর (১৫ )বছর ওখিলগাঁও একজন (১৫) বছর
বয়সী এক কিশোরী।
বৃহস্পতিবার (২০ মার্চ)সকাল দশটা,সকাল এগারোটায়,সকাল সাড়ে ১১ টায় ও সকাল পৌনে বারোটায়,তাদের স্বাস্থ্য পরীক্ষারজন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে ২১২ নম্বর ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়েছে।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) ইলিয়াস মাহমুদ সকাল দশটার দিকে ১৫ বছরের কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে তাকে ভর্তি দেওয়া হয়।
অপরদিকে, মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলাম ১৫ বছরের একটি কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে তাকে ভর্তি দেওয়া হয়।
মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই)মোঃ শাফায়েত ১৩ বছরের (সনাতন ধর্মাবলী) একটি কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে তাকে ভর্তি দেওয়া হয়।
মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আল আমিন ১২ বছরের একটি কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে তাকে ভর্তি দেওয়া হয়
আমার বার্তা/এম রানা/জেএইচ