রংপুর রিজিয়নের হাতীবান্ধায় হাইওয়ে পুলিশের বিশেষ অভিযানে ২০০ বোতল ফেনসিডিলসহ এক মাদক চোরাকারবারি আটক হয়েছে।
রংপুর হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে শনিবার (১০ আগস্ট) দিবাগত রাত তিনটার দিকে তিস্তা ব্যারাজের উত্তরপাড় থেকে হাতীবান্ধা হাইওয়ে থানার একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে এসআই ফরিদ ও সার্জেন্ট পলাশের নেতৃত্বে মোতায়েন বিশেষ পুলিশ দলটি একটি নীল রঙের কাভার্ড ভ্যান টাইপের পিকআপ (ঢাকা মেট্রো ন ১৫-৫৫০৫) থামিয়ে তল্লাশি করে।
তল্লাশির সময় গাড়ির পিছনের ছাদের এঙ্গেলের মধ্যে বিশেষভাবে লুকানো পলিথিনের মধ্যে ২০০ বোতল অবৈধ ফেনসিডিল উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই পিকআপ জব্দ ও চালক মো. আল আমিন বাবুকে (২৯) আটক করা হয়েছে। তিনি কিশোরগঞ্জের কুলিয়ারচর থানার হারিয়াকান্দা এলাকার বাসিন্দা এবং পিকআপ চালক।
মাদকবিরোধী এই অভিযানের পর একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গাড়ির মালিকসহ অন্য কেউ মাদক পরিবহনে জড়িত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। প্রয়োজনে রাতে চেকপোস্ট স্থাপন করা হবে। তিনি মাদক প্রতিরোধে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
আমার বার্তা/এল/এমই