জামালপুরের মাদারগঞ্জে শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে মাদারগঞ্জ মডেল থানার আয়োজনে থানা প্রাঙ্গনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির শাহ, সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান, মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক আনন্দ চন্দ্র চৌধুরী, মাদারগঞ্জ আর্মি ক্যাম্পের প্রতিনিধি মামুন, উপজেলা আনসার ভিডিপির প্রতিনিধি উত্তম।
আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মঞ্জুর কাদের বাবুল খান, উপজেলা পূজা উদযাপন ফন্টের সভাপতি রাখাল চন্দ্র বিশ্বাস, উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরল আমিন, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, উপজেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী আব্দুল মালেক, উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক হামিদুর রহমান প্রমুখ।