
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রূপগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পহেলা ডিসেম্বর সোমবার সকালে ভুলতা ইউনিয়নের পাড়াগাঁও ঈদগাঁ মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে দলীয় নেতাকর্মী, স্থানীয় জনগণ ও ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে এ দোয়া মাহফিলে অংশ নেয়। রূপগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, সহ সভাপতি আশরাফুল হক রিপন, আনোয়ার সাদাত সায়েম, রূপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রফিকুল ইসলাম রফিক, ভুলতা ইউনিয়ন বিএনপি সভাপতি আব্বাস উদ্দিন ভুইয়া, ভুলতা ইউনিয়ন যুবদলের সভাপতি শাকিল আহমেদ নুরু, মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল মজিদ ভুইয়া, মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক ওবায়দুল হোসেন রকিসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে দলীয় নেতাকর্মী, স্থানীয় জনগণ ও ধর্মপ্রাণ মুসল্লিগণ।
দোয়া পূর্বক আলোচনা সভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের প্রত্যেক মানুষের প্রিয় নেত্রী। তাঁর সুস্থতা দেশের গণতান্ত্রিক আন্দোলনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলীয় নেতাকর্মীরা সবাই ঐক্যবদ্ধভাবে দোয়া করছেন তিনি যেন খুব দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।
পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের রাজনৈতিক স্থিতিশীলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আমার বার্তা/এমই

