
শ্রমিক বিক্ষোভের মুখে বন্ধ হয়ে যাওয়া সাভারের আশুলিয়ার ইউফোরিয়া অ্যাপারেলস লিমিটেড খুলে দেওয়ার দাবিতে বাংলাদেশ সরকারের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ঘেরাও করেছেন গার্মেন্টস শ্রমিকরা।
সোমবার (১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ঘেরাও করেন তারা। অধিদপ্তরের মহাপরিচালকের কাছে স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে।
এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে কারখানাটির শ্রমিকরা। পরে তারা বিভিন্ন স্লোগান দিতে দিতে আধিদপ্তরে এসে ঘেরাও করেন।
ইউফোরিয়া অ্যাপারেলসের এই আন্দোলনে যুক্ত হয়েছেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির সভাপতি মো. ফরিদুল ইসলাম। তিনি বলেন, আজ আমরা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে স্মারকলিপি জমা দেবো। তাদেরকে আমরা ৩ দিনের সময় দেবো। এই ৩ দিনের মধ্যে যদি ইউফোরিয়া অ্যাপারেলসের কারখানা খুলে দিতে ব্যবস্থা গ্রহণ না করা হয়, তাহলে আমরা সারাদেশের সব শ্রমিকদের নিয়ে বৃহৎ আন্দোলন গড়ে তুলবো।
শ্রমিকদের এই নেতা আরো বলেন, 'ইউফোরিয়া অ্যাপারেলসের শ্রমিকরা গত বছরের ৫ আগস্টের পর থেকে নিয়মিত বেতন পাচ্ছেন না। তারা ন্যায্য দাবি আদায়ের কথা বললেই মালিকপক্ষ তাদের ভাড়াটিয়া বাহিনী দিয়ে শ্রমিকদের উপর হামলা চালাতো। গতকাল শ্রমিকদের আন্দোলনের মধ্যে কারখানাটি বন্ধের ঘোষণা দেওয়া হয়। মালিকপক্ষ নিজেদের স্বার্থে শ্রমিকদের পেটে লাথি দিচ্ছে।
আন্দোলনরত শ্রমিকরা জানিয়েছে, এই কারখানাটিতে ১২ শতাধিক শ্রমিক কাজ করতেন। গতকাল সকালে কারখানার মূল ফটকে বন্ধের নোটিশ টানিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ।
জানা গেছে, কাঁচামালের অভাব থাকায় কারখানাটি ১৩ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ধাপে ধাপে বন্ধ রাখা হয়। পরে কারখানা খুললে শ্রমিকরা কিছু দাবি দাওয়া নিয়ে আন্দোলন (বিক্ষোভ) করলে মালিকপক্ষ সমাধানে না এসে গতকাল থেকে কারখানা বন্ধ ঘোষণা করে।
এদিকে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানা গেছে।
আমার বার্তা/জেএইচ

