ই-পেপার মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

সোনরা দাম বেড়ে যাওয়ায় ক্রেতা শূন্য স্বর্ণের বাজার

আমার বার্তা অনলাইন
২২ এপ্রিল ২০২৫, ১২:৫৫

সোনরা দাম বেড়ে যাওয়ায় জুয়েলারি ব্যবসায় কমেছে ক্রেতা। এতে চরম বিপাকে পড়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা। একদিকে, বেচাকেনা কম থাকায় রোজগার বন্ধ। অন্যদিকে, কাজ না পেয়ে পেশা পরিবর্তন করছেন স্বর্ণালঙ্কার কারিগররা। এই পরিস্থিতিতে শতাধিক কারিগর (স্বর্ণশিল্পী) মানবেতর জীবনযাপন করছে। দীর্ঘদিন ধরে এদের কাজকর্ম প্রায় বন্ধ। তারা কেউ বেতনভুক্ত নয়। কাজ করলে মজুরি পায়। এখন সোনা বা রূপার সকল কাজই প্রায় বন্ধ।

কারিগররা মূলত জুয়েলারি ও বড় দোকানের অর্ডারের কাজগুলো করে দেয়। এদের কেউ গড়িত, কেউ সিলা, নকশা, সেটিংসহ বিভিন্ন ধরনের কাজ করে থাকে। কারিগরদের পাশাপাশি ছোট ছোট দোকানদারও এসব কাজের সাথে জড়িত। দফায় দফায় সোনার দাম বেড়ে যাওয়ায় বৎসরাধিক সময়ে এসব কারিগরদের দুর্দিন চলছে।

সরেজমিনে দেখা গেছে, ক্রেতার অপেক্ষায় বসে আছেন বিক্রেতারা। দিনে দুই একজন আসলেও দেখে দামাদামি করেই ফিরে যাচ্ছেন। স্বর্ণের মূলবৃদ্ধির পর ঈশ্বরদীর স্বর্ণালঙ্কারের দোকানগুলোর এমন অবস্থা। সোমবার (২১ এপ্রিল) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৬৫ হাজার টাকা ছাড়িয়েছে। ফলে কমেছে ক্রেতারা সংখ্যা।

ক্রেতারা জানায়, ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে সোনার দাম। আগে মানুষ প্রয়োজন ও শখে স্বর্ণ কিনলেও, এখন দামের কারণে প্রয়োজনেও কিনেন না। এমনকি আত্মিয়-স্বজনের অনুষ্ঠানের দাওয়াতে এখন আর কেউ সোনার উপহার দিতে পারছেন না।

স্ত্রীর জন্মদিন উপলক্ষে শখের বসে হাতের আংটি কিনতে এসেছিলেন রায়হানুল হক। দাম শুনে রীতিমত ঘামিয়ে গেলেন তিনি। কোনভাবেই মাসিক খরচের হিসাব করে কিনতে পারলেন না স্বর্ণের ১টি আংটি। কিছুণ নেড়েচেড়ে আবার রেখে দিলেন। তিনি বলেন, ‘শখের বশেই এসেছিলাম একটি আংটি কিনতে। কিন্তু দাম শুনে মাসিক হিসাব মিলিয়ে কিনতে পারলাম না।’

নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী বলেন, আমরা শখের বসেই স্বর্ণালংকার কেনাকাটা করতাম। তবে বর্তমানে স্বর্ণের দাম বৃদ্ধির কারণে শখে তো দূরের কথা প্রয়োজনেও কেনা অসম্ভব হয়ে পড়েছে। একটি নাকফুলের দাম যেখানে সর্বোচ্চ ৪০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত ছিল। এখন নাকফুল কেনার জন্য লাগছে ৩,০০০ টাকা।

এদিকে ক্রেতার সংখ্যা কমায় কমে গেছে কাজের পরিমাণ। স্বর্ণালঙ্কার কারিগররাও প্রায় বেকার। উপার্জন না থাকায় অনেকেই পরিবর্তন করেছেন পেশা। কাজ না থাকায় পুঁজি যতটুকু ছিলো তা শেষ হয়ে গেছে। এই দুরাবস্থার কথা কারিগররা কাউকে বলতেও পারছে না। তারা কোনদিন কারো কাছে হাত পাতেনি। তাই হাতও পাততে তারা জানে না। এই অবস্থায় পরিবার পরিজন নিয়ে ঈশ্বরদী উপজেলার শতাধিক স্বর্ণের কারিগর অর্ধাহারে-অনাহারে দিন পার করছে।

ছোট দোকানদার ও করিগর বিবেক কর্মকার বলেন, প্রতিমাসে অন্তত ১৫-২০ ভরি স্বর্ণের কাজ করতাম, কিন্তু দাম বৃদ্ধি পাওয়ায় কাজ কমে গেছে। এখন প্রতিমাসে তিন থেকে চার ভরি স্বর্ণের কাজ পাওয়াই কষ্টসাধ্য। আগামীতে কি হবে সেটা বুঝতে পারছি না। অন্য কোনো কাজও জানা নেই। আগে ২০ থেকে ৩০ হাজার টাকা আয় করলেও এখন ১০ হাজার টাকাও হয় না।

কারখানার কারিগর অসীম বলেন, কাজ না থাকায পুঁজি যতটুকু ছিলো তা শেষ হয়ে গেছে। ঈদের আগের দুই-তিনমাস স্বর্ণশিল্পীদের কাজ বেড়ে যায়। ঈদেও কাজ হয়নি। অর্ধহারে-অনাহারে দিন কাটছে। ভাবছি এই পেশা ছেড়ে দিয়ে অটো রিকশা বা সিএনজি চালাব।

এমন পরিস্থিতিতে ব্যবসার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় বড় বড় ব্যবসায়ী ও মহাজনরা। কলেজ রোডের মহাজন সজিব কর্মকার বলেন, সোনার কাজকাম নেই, তাই বেচাকেনাও নেই। ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম সোমবার এক লাখ ৬৫ হাজার টাকা ছাড়িয়েছে। এতো দাম দিয়ে কে শখ পূরণ করবে। তিনি আরো বলেন, আমাদের অর্ডার না থাকলে কারিগরদের কাজ থাকবে কিভাবে। আমরাই না চলতে পারলে তারা কিভাবে চলবে। আমাদের ভবিষ্যৎ কি হবে তা এখনই বুঝতে পারছি না। সৃষ্টিকর্তার ওপর ছেড়ে দিয়েছি।

স্বর্ণশিল্পী সমিতির সাধারণ সম্পাদক মিলন কর্মকার জানান, ঈশ্বরদীতে ছোট-বড় মিলিয়ে ৭৮টি দোকান রয়েছে। কারিগরের (স্বর্ণশিল্পী) সংখ্যা প্রায় শতাধিক।

স্বর্ণশিল্পী সমিতির সভাপতি সাব্বির আহমেদ বলেন, দোকানদার ও কারিগরদের চরম দূর্দিন চলছে। রবিবার আমার দোকানে বউনি হয়নি। মাঝেমধ্যে শুধুমাত্র নাকফুল অথবা শিশুদের জন্য আংটি কিনতে কয়েকজন ক্রেতার দেখা মেলে। আর কিছু ক্রেতা শুধুমাত্র পুরাতন গহনাকে পরিষ্কার করাতে নিয়ে আসছেন। সপ্তাহের বেশিরভাগ দিন কারিগররা বসেই থাকছেন। আমরা তাদের কাজ দিতে পারছি না। তাই এ পেশা থেকে অনেকেই এখন ভিন্ন ভিন্ন পেশা বেছে নিচ্ছেন। এভাবে চলতে থাকলে শুধু কারিগররাই নয় দোকান মালিক ও মহাজনেরা একসময় দেউলিয়া হওয়ার আশঙ্কা রয়েছে।

আমার বার্তা অনলাইন

ড্যাপের কারণে ক্ষতিগ্রস্থ হচ্ছে রড-সিমেন্ট, ক্যাবলসহ লিংকেজ কোম্পানি

বৈষম্যমূলক ড্যাপ ও ইমারত নির্মাণ বিধিমালার ফার সংক্রান্ত সমস্যায় কমেছে সরকারি-বেসরকারি অবকাঠামোগত প্রকল্পের গতি। এতে

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে আনীত মিথ্যা অভিযোগের বিরুদ্ধে দৃঢ় অবস্থান

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) প্রতিষ্ঠানের বিরুদ্ধে আনীত মিথ্যা তথ্য ও

সারাদেশে ডিম ও মুরগি উৎপাদন বন্ধের ঘোষণা প্রত্যাহার

পহেলা মে থেকে সারাদেশে ডিম ও মুরগির খামার বন্ধ রাখার ঘোষণা প্রত্যাহার করেছে প্রান্তিক খামারিদের

ঢালাও দরপতনে শেয়ার বাজার

দেশের শেয়ার বাজারে ঢালাও দরপতন টানা ষষ্ঠ দিনে গড়াল। গতকাল সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তুরস্কে দূতাবাসের আয়োজনে কূটনৈতিক সংবর্ধনা অনুষ্ঠিত

সাবেক মেয়র খাইরুজ্জামান লিটনের বিরুদ্ধে দুর্নীতির ৩ মামলা

শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের ফেরাতে দুদকের কাজ শুরু

ভবদহ সমস্যার স্থায়ী সমাধানের পথে হাঁটছে সরকার: রিজওয়ানা হাসান

কুয়েটে উপাচার্যের পদত্যাগের দাবিতে অনশনরত এক শিক্ষার্থী অসুস্থ

মোস্ট সিনিয়র বিচারপতিদের থেকে প্রধান বিচারপতি নিয়োগের প্রস্তাব বিএনপির

ড্যাপের কারণে ক্ষতিগ্রস্থ হচ্ছে রড-সিমেন্ট, ক্যাবলসহ লিংকেজ কোম্পানি

ঢাকা কলেজ ও সিটি কলেজের সংঘর্ষে আহত ৫

ইশরাকের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চাইল ইসি

যশোর শিক্ষা বোর্ডের অষ্টম শ্রেণির নিবন্ধন কার্ড প্রিন্ট সংশোধন শেষ ১৫ মে

বিরতি দিয়ে একব্যক্তি ৩ বার প্রধানমন্ত্রী থাকার পক্ষে বিএনপি

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে আনীত মিথ্যা অভিযোগের বিরুদ্ধে দৃঢ় অবস্থান

পৃথিবীর জন্য আশার বাতিঘর হতে চায় বাংলাদেশ: ড. ইউনূস

অগমেন্টেড রিয়ালিটি প্রযুক্তির চশমা নিয়ে আসছে অ্যাপল

বাংলাদেশ থেকে ৭২৫ জন সৈন্য নেবে কাতার: শফিকুল আলম

কাতারে সংবর্ধনায় অংশ নিয়েছেন বাংলাদেশি চার নারী ক্রীড়াবিদ

চীন সরকারের প্রস্তাবিত হাসপাতাল হবে নীলফামারীতে: স্বাস্থ্য পরিচালক

আর্থনা সামিটে বিশ্বকে ৫ উদ্যোগের আহ্বান জানালেন ড. ইউনূস

হাসিনাকে দেয়া ডিগ্রি বাতিলের কথা ভাবছে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

ফিলিস্তিনের মানবিক দুর্ভোগ শুধু একটি অঞ্চলের নয়, মানবতার বিষয়