ই-পেপার বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২

রাষ্ট্র যেন শিক্ষকদের কিছু দিতে গেলেই দরিদ্র হয়ে পড়ে: বদরুন্নেসা কলেজ অধ্যক্ষ

আমার বার্তা অনলাইন
০৬ অক্টোবর ২০২৫, ১৩:৪৮

বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক তামান্না বেগম বলেছেন, রাষ্ট্র যেন শিক্ষকদের কিছু দিতে গেলেই দরিদ্র হয়ে পড়ে। এমন ধারণা বদলানো দরকার। স্বাধীনতার অর্ধশতাব্দী পেরিয়ে গেলেও শিক্ষকরা এখনো প্রাপ্য সম্মান ও মর্যাদা থেকে বঞ্চিত। তবু সীমিত সুযোগ ও সামর্থ্য নিয়ে তারা জাতি গঠনের কাজ করে যাচ্ছেন নিষ্ঠা ও আত্মত্যাগের সঙ্গে।

সোমবার (৬ অক্টোবর) জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ ও সরকারি সাত কলেজ শিক্ষা ক্যাডারের স্বার্থ সংরক্ষণ বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বদরুন্নেসা কলেজের অধ্যক্ষ বলেন, আমার রক্তে শিক্ষকতা মিশে আছে। কারণ, আমার বাবা ছিলেন একজন শিক্ষক। ১৯৯৪ সালে ঘোষণার পর থেকে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালিত হচ্ছে। এ বছরের দিবসটি আমাদের কাছে শুধু আনন্দের নয়, বরং এক ধরনের প্রতিবাদেরও প্রতীক।

তামান্না বেগম বলেন, আমাদের সমাজে এখনো মনে করা হয় শিক্ষক মানেই হাঁটু পর্যন্ত ব্যাগ ঝুলিয়ে, মাথায় ছাতা নিয়ে হাঁটছেন এমন একজন মানুষ। অথচ শিক্ষকরা জাতি গঠনের মূল কারিগর। শিক্ষকদের সম্মান ও মর্যাদা প্রতিষ্ঠা না হলে শিক্ষা কখনোই প্রকৃত অর্থে মানবিক হবে না। স্বাধীনতার পর এত বছরেও শিক্ষকরা কি তাদের প্রাপ্য থেকে? আমরা অনেক ক্ষেত্রেই বঞ্চিত। রাষ্ট্র যেন শিক্ষকদের কিছু দিতে গিয়ে দরিদ্র হয়ে পড়ে, এমন এক চিত্র এখনো বিদ্যমান।

তিনি বলেন, যারা বিসিএসের মাধ্যমে শিক্ষকতা পেশায় যোগ দেন, তাদের অনেকে ১২ বছরেও পদোন্নতি পান না। আমরা রাষ্ট্রের কাঠামোয় ‘ক্যাডার’ হিসেবে স্বীকৃতি পেলেও মর্যাদা বা সুযোগের দিক থেকে বঞ্চিত। শিক্ষকতা বাংলাদেশের সবচেয়ে বেশি অবমূল্যায়িত পেশা। সীমিত সম্মান, সীমিত বেতন ও সুযোগের মধ্যেও শিক্ষকরা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। প্রত্যন্ত অঞ্চলের প্রাথমিক বিদ্যালয়ে যেখানে দুই-তিনজন শিক্ষক আছেন, সেখানেও তারা শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন।

অধ্যক্ষ তামান্না বেগম বলেন, আমি ২০১৭ সালে অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছি। কিন্তু আজও আমাদের অবস্থান একই পর্যায়ে। মামলা, চিঠি-পত্র– সব করেছি; তবু কোনো অগ্রগতি হয়নি। অবসরের (পিআরএল) সময় শিক্ষকরা অর্ধেক বেতন পান– এই বিষয়টি অনেকেরই জানা নেই। ভেবেছিলাম জীবনের শেষ সময়টা শান্তিতে কাটাব, কিন্তু দেখা গেল সেই আনন্দটুকুও আমাদের ভাগ্যে নেই। শিক্ষা জাতির মেরুদণ্ড। কিন্তু যদি সেই মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে না দেওয়া হয়, তাহলে আমরা কখনোই সমৃদ্ধ জাতি হতে পারব না।

সভার সঞ্চালনা করেন অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ড. মো. মাসুদ রানা খান। আর সভাপতিত্ব করেন আহ্বায়ক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। এসময় দেশের বিভিন্ন সরকারি কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, অধ্যাপকসহ শিক্ষা ক্যাডারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মাদ্রাসাগুলোর নতুন করে পাঠদান অনুমোদন দেওয়া হচ্ছে

অন্তর্বর্তী সরকারের সময় দেশজুড়ে বেসরকারি মাদ্রাসা স্থাপন, পাঠদান অনুমোদন এবং অ্যাকাডেমিক স্বীকৃতি বাড়ছে। এমনকি শর্ত

বেতন কাঠামোর ১১তম গ্রেড আশ্বাসে প্রাথমিকের শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার

বেতন কাঠামোর ১১তম গ্রেড বাস্তবায়নের আশ্বাসে সব ধরনের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের

সরকারি মেডিকেলে কমলো ২৮০ আসন

দেশের সরকারি ৩৭টি মেডিকেল কলেজের আসন সংখ্যা পুনর্বিন্যাস করেছে সরকার। ১৪টি মেডিকেলে আসন কমেছে, আর

বিইউপির ভর্তির আবেদন শুরু, দ্বিতীয়বারও থাকছে সুযোগ

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সোমবার (১০
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্তর্বর্তী সরকারও হাসিনার মতো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাইছে: আমীর খসরু

আমার বক্তব্যকে গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে: মির্জা ফখরুল

২২ জনকে হাইকোর্টের স্থায়ী বিচারপতি নিয়োগ

জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারির সুযোগ নেই, প্রজ্ঞাপন হতে পারে

ছাত্র সংসদে নির্বাচিতরা আগে ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন: নাছির

আইজিপির সঙ্গে রেড ক্রস প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৩ নভেম্বর ঘিরে শঙ্কা নেই, ঢাকাবাসীই রুখে দেবে: ডিএমপি কমিশনার

জুলাই সনদ বাস্তবায়নে ৩-৪ দিনের মধ্যে সিদ্ধান্ত: আইন উপদেষ্টা

আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে দেশব্যাপী চিরুনি অভিযান চালানোর দাবি

সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ দুলাভাই বাহিনীর ১ সদস্য আটক

সরাইলে বিএনপির নেতা শিপনের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি ও শোভাযাত্রা

দিল্লিতে হামলার ছক নিয়ে ভারতীয় পত্রিকার দাবি ঢাকার প্রত্যাখ্যান

গণভোট আয়োজনসহ ৫ দাবিতে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার সিদ্ধান্ত

প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি চবি শিক্ষার্থীদের

ধর্ম-বর্ণ নির্বিশেষে উন্নয়নের অঙ্গীকার করলেন কামরুজ্জামান রতন

মধুপুরে বিএনপির প্রার্থী ফকির মাহবুবের নেতৃত্বে গণমিছিল অনুষ্ঠিত

আন্ডারওয়ার্ল্ড নিয়ে এত ঝামেলা হবে না: ডিএমপি কমিশনার

শেষ সেশনে স্বস্তির হাসি বাংলাদেশের, ৮ উইকেট হারালো আইরিশরা

আ.লীগের বিরুদ্ধে সব মামলা তুলে নেওয়ার ঘোষণা ফখরুলের

দেশে ডেঙ্গুজ্বরে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯১২ জন