ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। মাকসুদ হোসেনের পরিচালনায় ‘সাবা’ সিনেমায় অভিনয় করেছেন। এদিকে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (টিআইএফএফ) ডিসকভারি প্রোগ্রামে নির্বাচিত হয়েছে ‘সাবা’।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে মেহজাবীন টিআইএফএফ এর উৎসব সাবাকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করেছেন। পোস্ট করে লিখেছেন, ‘অত্যন্ত অভিভূত যে সাবা ফিউচার ফিল্ম থেকে টিফ-এ ভালো সাড়া পাচ্ছে। আমি এটা দেখে আনন্দিত যে বাজেটের মধ্যে তৈরি মৌলিক গল্পের সিনেমা ও সিরিজগুলো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হচ্ছে।’
এ অভিনেত্রী বলেন, ‘আমি এবং আমার টিম বিশ্ব মঞ্চে একটি বাংলাদেশি চলচ্চিত্র প্রদর্শন করতে পেরে গর্বিত। এটি হল সবচেয়ে বড় প্ল্যাটফর্ম যেখানে আমি একজন শিল্পী হিসাবে পা দিয়েছি, এটি আমাকে মনে করিয়ে দেয় যে আমাদের অর্জন করার জন্য এখনও অনেক কিছু আছে।’
মেহজাবীনের ভাষ্য, ‘সাবা টিম, সমস্ত বাংলাদেশি নির্মাতা ও শিল্পীরা যারা অক্লান্ত পরিশ্রম করে আন্তর্জাতিক মহলে পরিচয় করিয়ে দিয়েছেন তাদের জন্য উচ্ছ্বাস প্রকাশ করছি। তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই যারা আমাদের প্রথম তিনটি শোতে অংশ নিয়েছেন এবং নিজেদের অনুভূতি ও ভাবনাগুলো আমাদের সঙ্গে শেয়ার করেছেন।’
পোস্টের শেষে অভিনেত্রী জানান, তাদের দল ১৪ তারিখ সকাল ৯টা ১৫ মিনিটে চূড়ান্ত স্ক্রিনিংয়ে অংশ নেবে। পাশাপাশি সাবাকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করেছেন।
উল্লেখ্য, কান চলচ্চিত্র উৎসবের পর বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ উৎসব হলো টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। প্রতি বছর সেপ্টেম্বর মাসে টরন্টোতে ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়।
এটি ১৯৭৬ সালে ফেস্টিভ্যাল অফ ফেস্টিভ্যাল হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল, অন্যান্য ফিল্ম ফেস্টিভ্যাল থেকে চলচ্চিত্র প্রদর্শনের লক্ষ্যে এবং তখন থেকে এটি বিশ্বের অন্যতম বৃহত্তম বার্ষিক চলচ্চিত্র প্রদর্শনীতে পরিণত হয়েছে। ১৯৯৫ সালে এর নামকরণ করা হয় টরন্টো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল।
আমার বার্তা/জেএইচ