গাজায় ইসরায়েলি হামলায় নিহত পাঁচ বছরের ফিলিস্তিনি কন্যা শিশু রজবকে নিয়ে নির্মিত হয় এক হৃদয়বিদারক ডকুড্রামা ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’। এবারের ভেনিস চলচ্চিত্র উৎসবে সিলভার লায়ন পুরস্কার জিতে নিয়েছে ছবিটি।
‘সিলভার লায়ন’ হচ্ছে এই উৎসবের দ্বিতীয় সেরা ছবির পুরস্কার; নির্মাণ করেছেন ফরাসি-তিউনিসীয় পরিচালক কাওথের বিন হানিয়া। গত শনিবার এই পুরস্কার ঘোষণা করা হয়।
চলচ্চিত্রটিতে তুলে ধরা হয়েছে গত বছর গাজায় ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনা। গাজা শহর থেকে পরিবার নিয়ে বের হওয়ার সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয় হিন্দ রজব নামের সেই কন্যা শিশু।
এই সিনেমায় ব্যবহার করা হয়েছে রজবের প্রকৃত ভয়েস রেকর্ডিং; শিশুটির সঙ্গে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা চলা ফোনালাপের অডিও তুলে ধরা হয়েছে। তাতে শোনা যায়, সেখানে আটকে পড়া ছোট্ট রজবকে শান্তনা দিচ্ছিলেন উদ্ধারকর্মীরা, অথচ রজব ততক্ষণে গাড়ির ভেতরে গুলিবিদ্ধ, পাশে মৃত অবস্থায় পড়ে ছিলেন তার চাচা-চাচি ও তিন চাচতো ভাইবোন।
একপর্যায়ে আর বাঁচতে পারে না শিশুকন্যা রজব, তাকে ফের গুলি করে হত্যা নিশ্চিত করে ইসরায়েলি সেনারা; শুধু তাই নয়, রজবকে উদ্ধারে যাওয়া দুজন অ্যাম্বুলেন্স কর্মীকেও গুলি করে হত্যা করা হয়।
এর আগে গত বুধবার প্রিমিয়ার শো-তে ছবিটি শেষ হওয়ার পর দাঁড়িয়ে ২৩ মিনিট করতালি দেন দর্শকরা। অনেকে তখনই ধারণা করেছিলেন, ছবিটি এবারের ভেনিস উৎসবের পুরস্কার জিততে চলেছে।
পুরস্কার গ্রহণ করে পরিচালক কাওথের বেন হানিয়া বলেন, “হিন্দ রজবের গল্প শুধু একটি শিশুর নয়, এটি এক পুরো জাতির করুণ কাহিনি; যারা গণহত্যার শিকার।”
এদিকে এই উৎসবের প্রথম স্থান দখল করে মার্কিন স্বাধীনধারার পরিচালক জিম জারমাশের ছবি ‘ফাদার মাদার সিস্টার ব্রাদার’। - সূত্র : আলজাজিরা
আমার বার্তা/এমই